চিরচেনা শহরের দৃশ্য: স্কেচ আর্ট DIY art

avatar

ছবি আঁকতে গেলে আমাদের প্রথমেই গ্রামের দৃশ্যের কথা মনে আসে.. আমাদের কাছে গ্রাম মানে ভিন্ন রকমের এক সৌন্দর্য।

তবে আমরা যারা শহরে বড় হয়েছি.. তাদের কাছে শহর আলাদা একটা অনুভুতির নাম.. যে অনুভূতি আমরা উপভোগ করলেও সব সময় তা অনুভব করতে পারি না। অনেকটা মাছ যেমন জল থাকে.. জলের মর্ম বুঝে না.. ঠিক তেমনি।

যখন মাছকে ডাঙ্গায় তোলা হয়.. জেলের জালে ধরা পড়ে কিংবা বড়শির ফাঁদে আটকে যাওয়ার পর.. সে মাটিতে এসে পড়ে.. ভিন্ন ধরনের এই নতুন প্রতিকূল পরিবেশে এসে মাছ লাফাতে শুরু করে। তখন সে প্রকৃতপক্ষে বুঝতে পারে জলের মর্ম.. জলের গুরুত্ব..

ঠিক তেমনি আমরা যদি কখনো কোন সময়ের জন্য পাহাড়ের নির্জনে কাটাতে হয় দীর্ঘদিন.. কিংবা গ্রামে যদি একটানা একটা দীর্ঘ সময় কাটাতে হয়.. তাহলে আমরা শহরের মর্ম বুঝতে পারি। শহরের কোলাহল আমাদের কানে বাজতে থাকে.. এবং আমরা একটা শূন্যতা অনুভব করি।

শহরের একটা নিজস্ব সুর আছে.. একটা নিজস্ব গন্ধ আছে.. এই সুর এবং গন্ধ আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়.. জীবনে গতি আনে। তাই আমরা যারা আমাদের সুন্দর শৈশব ও কৈশোরের মুহূর্তগুলো শহরে কাটিয়েছি.. এবং যৌবনের উন্মাদনার উদ্দাম সময়টা এখনো কাটাচ্ছি শহরের অলিতে গলিতে.. তাদের কাছে শহর একটা অভ্যস্ত রমনীর মতন।

20200912_153744.jpg

শামসুর রহমানের কবিতার কথা মনে পড়ে যায়.. খাচ্ছি, দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি.. এভাবেই আমাদের দিন যাচ্ছে। এই শহরের রাস্তাঘাট, বিল্ডিং, গাড়ি ইত্যাদির যে চিরচেনা রূপ.. সেটি পেন্সিল স্কেচ আঁকার চেষ্টা করেছি। যদিও.. স্কেচ আর্টে আমি খুবই দুর্বল.. চেষ্টা করেছি নিজে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। কেমন হয়েছে.. সেটা বিচারের ভার আপনাদের..

20200908_142818.jpg


মেটারিয়ালস


  • পেন্সিল (২ বি)
  • কাগজ: কার্টিজ পেপার (২০০ জিএসএম)
  • রুলার: স্টিল স্কেল (1 ফুট)
  • অন্যান্য: রাবার, শার্পনার, পেপার হোল্ডার

ধাপে ধাপে অঙ্কন পদ্ধতি


20200908_143315.jpg

20200912_154205.jpg

20200912_153945.jpg

20200908_143625.jpg


ধন্যবাদ সবাইকে.. ধৈর্য ধরে আমার পোস্টটি পড়ার জন্য।

আমি একেবারেই আনকোরা নতুন আর্টিস্ট.. চেষ্টা করছি নিজে নিজে আর্ট শেখার জন্য.. পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি সবাইকে।

সবাই ভাল থাকবেন।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @bdkabbo! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 3750 upvotes. Your next target is to reach 4000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

0
0
0.000