মহাকালে ব্যাক্তির কোন স্থান নেই, স্থান আছে শুধু তাঁর কর্মের (Good Work never dies)

avatar

1.jpg

এই পৃথিবী কারো থাকার জায়গা নয়। সবাই এসেছি আবার চলে যাব। পৃথিবীতে যুগে যুগে দাবিয়ে বেড়িয়েছে কত শত মহাপুরু্য। এক সময় তাদের প্রতাপ ছিল, প্রতিপত্যি ছিল। তাদেরকে খুশি করার জন্য কত মানু্য তাদের গোলামী করেছে। তাদের হাতে ছিল পৃথিবীর রাজত্ব। তাদেরকে ঘিরে ছিল পৃথিবীর সব কর্মপরিকল্পনা। তারা ছিল খবরের শিরোনাম। কিন্তু তারা আজ কোথায়? তাদের অনেকের নামই আমাদের স্মরণও নেই। আর স্মরন করেই কি লাভ।? সবাইকে এই একই পথে হেটে চলে যেতে হবে এই পৃথিবী থেকে।

যারা এক সর্বশক্তিমান ঈশ্বরে ও মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করে তাদের উচিৎ হবে সময় থাকতে ভাল কাজ করা। জীবনের প্রত্যেকটা মুহুর্তকে গুরুত্ব দেয়া, ভাল কাজে সময় ব্যয় করা। যে কোন মুহুর্তে আমরা চলে যেতে পারি এই পৃথিবী থেকে। স্টিভ জবসকে বলতে শুনেছি প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন মনে করে কাজ করতে হবে। অর্থাৎ আজ যদি আমার জীবনের শেষ দিন হত, তাহলে আজ আমি যা করছি তা করতাম কিনা ! এই প্রশ্ন নিজেকে নিজে করতে হবে। যদি উত্তর না হয় তবে আমাদের দৈনন্দিন কাজে পরিবর্তন আনতে হবে।

আমরা অনেকেই প্যসিভ বা রয়েলিটি ইনকাম এর কথা শুনেছি। অর্থাৎ আমার কাজের আয়/ফল আমার অবর্তমানেও হতে থাকবে। ইসলাম ধর্মমতে, এমন কিছু ভাল কাজ যদি কেউ করে যায়, যার থেকে মানুষ পররবর্তীতে উপকৃত হতে পারে, তাহলে এই ভাল কাজের জন্য সেই ব্যক্তি তার মৃত্যু পরবর্তী জীবনেও ফল পেতে থাকবে। একে বলে সদ্গা জারিয়া (যে দান এর ফল অব্যাহত থাকবে)। আর এই কাজ হতে পারে কোন বই লিখে যাওয়া, রাস্তা করে দেয়া, মানুষকে ভাল কাজ শিখিয়ে দেয়া, টিউবওয়েল বসিয়ে দেয়া, গাছ লাগিয়ে দেয়া, মানুষকে শিক্ষা দিয়ে যাওয়া ইত্যাদি।

money-back-up-4518407_1920.jpg
Source: Image by RoboAdvisor from Pixabay


হাইভ ব্লগ (Hive.blog), ইউটিউব চ্যানেল ইত্যাদি হতে পারে সদ্গা জারিয়ার একটা মাধ্যম। আবার গুনাহ জারিয়ারও। কারন খারাপ কিছু করে গেলে, সেটার ফল মৃত্যুর পরও চলতেই থাকবে। পরবর্তীতে যতজন এই খারাপ বা মিথ্যাটা দেখবে বা চর্চা করবে ততই এর ফল মৃত্যুর পর পৌছতে থাকবে। তাই এক্ষেত্রে সতর্ক হওয়া জরুরী।

তবে এখানে একটা বড় সুযোগ হচ্ছে সময়কে বহু গুণে বৃদ্ধি করার। কারন আপনি হয়ত একটা ক্লাসরুমে ৫০-১০০ জনকে সময় দিতে পারবেন। অর্থাৎ আপনার ১ ঘন্টা সময় ১০০ জনের দ্বারা ১০০ ঘন্টা হিসেবে কাজে আসছে। আপনি দিয়েছেন এক ঘন্টাই। ইউটিউব-এ এই ১ ঘন্টা হয়ত হাজার, লক্ষ ঘন্টায় রুপান্তর হতে পারে। টিউশনি করালে ১ ঘন্টায় ১ ঘন্টাই কাজে আসবে। তাই সময়কে মাল্টিপ্লাই করার চেষ্টা করুন।

bulb-2846032_1920.jpg
Source: Image by mohamed Hassan from Pixabay


এরকম একটা উদাহরণ হচ্ছে যেমন, রাসুলুল্লাহ (সাঃ) এমনিতেই আল্লাহর রাসুল। তাঁর অনেক মর্যাদা আল্লাহতা আলা নিজেই দিয়েছেন। তবু আমার কাছে মনে হয় যেহেতু এই টিচিং বা ধর্ম ইসলাম এর শিক্ষা তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, তাই তাঁর অনুসারিদের যে কেঊ ভাল কাজ করলে ততটুকু ফলাফল রাসুলুল্লাহ (সাঃ) পান যেহেতু এই ভাল কাজের সূচনা তিনি করেছেন। তাই তাই তাঁর মর্যাদা প্রতিনিয়ত বাড়ছেই। এটা আমার একান্ত ব্যাক্তিগত মত। এটা ধর্মের কথা কিনা আমি জানি না। ভুল বুঝবেন না এবং এটাকে ধর্মের কথা বলে চালিয়ে দিবেন না, সেজন্য সতর্ক করে দিলাম।

পরিশেষে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই আমার মূল্য আছে। আমার সময়ের মূল্য আছে। মরে গেলেই কিন্তু এতিম, আমলের খাতা বন্ধ। তাই আসুন মৃত্যুর আগে আগে সবাই সময়কে ভালো কাজে লাগাই পাশাপাশি সদ্গা জারিয়ার দিকে মনোনিবেশ করি।*


এই লিখাটি আমি আমার ব্যক্তিগত ফেসবুক পেজে আগে একবার লিখেছিলাম। এই তার লিঙ্ক (ইংরেজী ও বাংলায়)

https://web.facebook.com/saifulsclassroom/posts/2348992221787800

https://web.facebook.com/saifulsclassroom/posts/2360267767326912


হাইভের বেসিক বিষয়ের উপর আমার বাংলায় লেখা কিছু পোস্টঃ

নিচের কোন টপিক সম্বন্ধে জানার প্রয়োজন হলে পড়ে আসতে পারেন।

আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা

গতানুগতিক সোশ্যাল মিডিয়ার সাথে হাইভের পার্থক্য

হাইভ থেকে টাকা আয় করার উপায়গুলো কি কি

হাইভে নামের পাশে যে রেপুটেশন (Reputation) দেখায় তা কি, কেন, কীভাবে হিসাব করা হয় ও গুরুত্ব বিস্তারিত

হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ১

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ২

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৩

ডেলিগেশন কি ও বিস্তারিত

ভোটিং পাওয়ার ও এর হিসাব নিকাশ

হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন

আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter



0
0
0.000
2 comments
avatar

আমার মাঝেমাঝে মনে হয় আমরা কাজ করার জন্য পৃথিবী তে এসেছি।

0
0
0.000
avatar

জি ভাই। ভাল কিছু এখানে রেখে যাওয়াটা খুব জরুরী

0
0
0.000