কক্সবাজার ভ্রমনগল্প 2k23 || Part-1

avatar
(Edited)

image.png

" আমার মন বসেনা শহরে -
ইট পাথরের নগরে
তাইতো আইলাম সাগরে, তাইতো আইলাম সাগরে "

সত্যিই ঘরে আর মন বসছিলো না। বছরখানেক আগে শেষবার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপর বিশ্ববিদ্যালয় জীবনের শেষ সময়ের ব্যস্ততা এবং নতুন চাকরিজীবনের ব্যস্ততার মধ্যেই সময় চলে যাচ্ছিলো। ঘুম থেকে উঠেই অফিস যাওয়া এবং অফিস থেকে ফিরে আবারও ঘুম এটাই প্রতিদিনের রুটিন। নিজের জন্য একটু সময় বের খুব কষ্টসাধ্য এক কাজ। যার ফলে জীবনের মোটিভেশনটাকেই হারাতে বসেছিলাম!

তাই হঠাৎ করেই একটু ঘুরতে যাওয়ার পরিকল্পনা। তবে এখন চাইলেও হঠাৎ করেই ব্যাগ হাতে বেরিয়ে যাওয়া সম্ভব না। সময়, সুযোগ এবং ছুটি এই তিনটি বিষয় মাথায় রেখেই পরিকল্পনা। বিশ্ববিদ্যালয় জীবনে আমরা পাঁচ-ছয়জন বন্ধু ছিলাম যারা একসাথে কোথাও ঘুরতে যেতাম। কিন্তু বর্তমানে তাও অসম্ভব প্রায়! আজ একজনের ছুটি তো অন্য বন্ধুর অফিস।

সবশেষে আমরা তিন বন্ধু কক্সবাজার ভ্রমনের সিদ্ধান্ত নেই। রিলেক্স করার জন্য কক্সবাজার থেকে ভালো আর কোন পর্যটন কেন্দ্র নেই। কেনোনা পাহাড়ে গেলে শারীরিক পরিশ্রম অনেক বেশি। ঊচু উচু পাহাড় বেয়ে ঊঠা বড়ই কঠিন কাজ। কক্সবাজারে সমুদ্রের তীরে বসে বিশাল ঢেউয়ের গর্জন শোনা বেশ উপভোগ্য।

পরিকল্পনামতো ঢাকার আব্দুল্লাহপুর থেকে শ্যামলীর বিজনেস ক্লাসে রাত ১০ টা ১৫ মিনিটে শুরু হয়ে আমাদের কক্সবাজার যাত্রা। আব্দুল্লাহপুর থেকে ঢাকার যানজট পার হতেই রাত প্রায় এক ঘটিকা। ঢাকার তীব্র যানজটের পাশাপাশি অঝোর বৃষ্টির ফলে কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে বেলা ১১ টা। কক্সবাজার পৌছে আমাদের প্রথম কাজ হোটেল বুকিং দেওয়া৷ বিচের একেবারেই কাছাকাছি হোটেল কল্লোলে চেক ইন করি আমরা তিন বন্ধু। হোটেলটা বেশ সুন্দর এবং সাথে সুইমিং পুল থাকাতে আমাদের আগ্রহটা এই হোটেলকে ঘিরেই ছিলো।

image.png

image.png

image.png

রুমে এসেই আমাদের প্রথম কাজ ছিল ফ্রেশ হয়ে নেওয়া। সময়টা তখন দুপুর এক ঘটিকা। সকালে গাড়িতে থাকায় নাস্তাটাও ভালোভাবে করা হয়ে ঊঠেনি। তাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরের খাবারের উদ্দেশ্যে। প্রথম দিনের দুপুরের খারারের জন্য আমরা বেছে নেই কক্সবাজারের সুপরিচিত হোটেল পউসিকে। সেখানে দুপুরের খারাব শেষে হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে।

image.png

সমুদ্রে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে এবার পালা সুইমিং পুলে গোসল করার৷ হোটেল কল্লোলের দৃষ্টিনন্দ সুইমিংপুলে প্রায় একঘন্টা সময় পার করি তিন বন্ধু। সন্ধ্যার দিকে হোটেলের গানের অনুষ্ঠানে যোগ দেই আমরা। সবশেষে শালিক রেস্টুরেন্টে হালিম খাওয়ার মধ্য দিয়ে শেষ হয় আমাদের কক্সবাজারের প্রথম দিনের অধ্যায়।

image.png



0
0
0.000
2 comments
avatar

বাংলাদেশে ঘুরার মতো সব থেকে বেসি ভালো লাগার জায়গা হলো কক্সবাজার।।

0
0
0.000