যায় দিন!

avatar

শুক্রবার দিনটা সাধারনত শুয়ে বসেই কাটাই আমি। সাপ্তাদের বাকি ছয়দিন ক্লাস আর পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই সপ্তাদের ছুটির দিনটাকে নিজের মতো করেই উপভোগ করতে পছন্দ করি। মাঝে মাঝে হাটতে বের হয়ে পরি, আবার মাঝে মাঝে নাটক মুভি দেখেই সময় পার করা হয়৷

অন্যান্য দিনের মতো আজও দশটায় সকাল হয় আমার। চোখ মেলেই কিছুক্ষন মোবাইল ঘাটাঘাটি করতে করতে ১০.৩০মিনিট। তারপর উঠে ফ্রেশ হয়ে আবারো মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু। এক বন্ধুকে দিয়ে সকালের নাস্তা কিনে এনে খেতে খেতে সেই ১১ টা। আজকাল ১১/১২ টার আগে নাস্তা খাওয়া হয়ে ওঠেনা।

এবার পালা কাপড়চোপড় ধোয়ার। সপ্তাদের এই দিনটিতে পুরো সপ্তাদের ময়লা কাপড় ধুয়ে পরিস্কার করতে হয়। তাই আজকেও আধা ঘন্টা ঘসামাজা করে কাপড় ধোয়ার পর্ব শেষ করতে করতে ক্লান্ত হয়ে যাই। কি আর করার! আজকে একটা বউ নেই বলে নিজের কাপড় নিজেই ধুতে হয় 😐 এদিনে অনেক বন্ধু বিয়েও করে ফেলতেছে। আমার সুযোগ যে কবে আসবে 🙂।

যাইহোক, কাপড় ধুয়ে গোসলটাও সেরে ফেলি। এবার পালা জুম্মার নামাজ পড়তে যাওয়ার। গত সপ্তাহে জুম্মার নামাজ মিস করেছি। তখন বাড়ি থেকে ঢাকার ফিরতি বাসে ছিলাম। তাই নামাজটা আর পরা হয়ে উঠেছি। আজকে পাক-পবিত্র হয়ে আগেভাগেই নামাজে চলে যাই।

নামাজ সেরে দুপুরের খাবারটা সেরে ফেলি। তারপর শুয়ে শুয়ে মোবাইল ব্যাবহার করছিলাম। ঠিম এমন সময় মাথায় আসলো, “ আরে এই চার বলেন বছরে একবারো তো কোন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঘুরে দেখা হলোনা"। একজন হবু টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েও প্রেকটিকেলি টেক্সটাইল ইন্ডাস্ট্রির পরিবেশটা জানা হয়ে ওঠিনি। তাই ভাবলাম ভাইদের সাথে কথা বলে একটা ইন্ডাস্ট্রি ভিজিটের ব্যাবস্থা করা যায় কিনা।

এক বড়ো ভাইকে ফোন দিয়ে খোজে-খবর নিয়ে জানতে পারলাম তিনি আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে এসেছেন, সাথে আরেকজন বড়ো ভাইও আছে। তার রেডি হয়ে বেড়িয়ে পড়লাম তাদের সাথে জয়েন দেওয়ার উদ্দেশ্য।

দীর্ঘদিন পর ভাইদের সাথে দেখা৷ চাকরি জীবনের ব্যস্ততার কারনে তারা ক্যাম্পাসের দিকে খুব কম আসেন। আজকে তাদের কাছে পেয়ে আমিতো মহাখুশি। তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানাও যাবে পাশাপাশি ইন্ডাস্ট্রি ভিজিটের ব্যবস্থাটাও হয়ে যাবে।

প্রায় একঘন্টা তাদের সাথে কথা বলার পর ভাইদের সাথে হাটতে বের হলাম। কিছুক্ষন হাটার পর এবার আমাদের গন্তব্য কাম্পাসের পাশে নতুন রেস্টুরেন্টটা। আগে কখনো আশা হয়ে উঠেনি এখানে। তাই কিছুক্ষন এখানে বসে ফালুদা খেতে খেতে চলে ভাইদের সাথে আমার আড্ডা।


IMG_20220805_214343.jpg

রেস্টুরেন্ট থেকে ব্যাক করে ক্যাম্পাসে আসতে আসতে রাত আটটা বেজে গেছে। ভাইয়ের এবার তাদের গন্তব্যে ফিরে যাবে। খুব সকালেই নাকি তাদের অফিস। ভাইদের বিদায় দিয়ে রুমে ফিরতে ফিরতে ৮ বেযে ৩০ মিনিট।

ভাইদের সাথে ভালো একটা বিকেল কাটালাম৷ সাধারণত আমি রোম থেকে তেমন বের হইনা৷ তবে আজ বিকেলের সময়টা বেশ ভালো কেটেছে।



0
0
0.000
1 comments