একজন চাকরিজীবীর বাড়ি ফেরার গল্প!

avatar


received_593697265729331.jpeg

"সময়ের সাথে সাথে মানুষের জীবনেও আসে পরিবর্তন"। এই বাক্যটিকে পূর্ণতা দিতে হয়তো পরিবর্তনের এসেছে আমার জীবনেও। দীর্ঘ ২৩ টা বছর পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়ানো পর শিকারির খাচায় বন্দি হওয়ার সময়টা এসেই গেছে!

এক মাস পেরিয়ে ২য় মাসে পদার্পন করেছে আমার চাকরিজীবন। দেখতে দেখতে কিভাবেই যেনো প্রথম মাসটা চলে গেলো। নতুন পরিবেশ আর নতুন মানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে নিতেই হয়তো ফুরিয়ে গেছে। বাসস্থাননেরও এসেছে পরিবর্তন। চাকরীর সুবিধার্থে ক্যাম্পাসকে বিদায় জানিয়ে ইন্ড্রাটির পাশেই বাসা নিয়েছি কয়েকজন কলিগ মিলে। এখন জীবনটাই হলো বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসা 🙂।

যাইহোক ; বাসায় যাওয়া হয়না অনেকদিন হয়ে গেছে। আসলে ব্যস্ততার মাঝে সুযোগটাই হয়ে ওঠে না। সপ্তাহে একদিন ছুটির দিন, তাও আবার রবিবার। শুক্রবারেও এখন অফিস করতে হয়। কুমিল্লা থেকে টঙ্গী অনেকটা রাস্তা হওয়াতে একদিনের ছুটিতে বাড়ি যাওয়াটাও অনেক চ্যালেঞ্জের ব্যাপার।

তবে বাবা- মায়ের ইচ্ছাতে আর না গিয়ে পারলাম না। অফিস শেষ করেই ব্যাগ কাধে বেড়িয়ে পরি বাড়ির উদ্দেশ্য। প্রথমে ইন্ডাস্ট্রির একেবারে সামনে থেকেই রিকশাযোগে রওনা হই টঙ্গী রেলওয়ে স্টেশনে উদ্দেশ্যে। ট্রেনে করেই এই জ্যামের শহরটা পাড়ি দিতে হবে। বাড়ি গেলে আর বাড়ি যাওয়া লাগবেনা। কারণটা আমাদের সবারই জানা!

IMG_20230320_204205.jpg

IMG_20230320_204137.jpg

তারপর ট্রেনে করে কমলাপুর স্টেশনে পৌঁছা এবং পরিবারের জন্য কিছু কেনাকাটা করে আবারও বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে পরি। পৌছাতে পৌছাতে রাত ১০ টা বেজে ৩০ মিনিট। তারপরেও পরিবারের মাঝে ফিরতে পারার অনুভূতিটা ছিল অন্যরকম।

ফাইনালি একটা দিন নিজের মতো করে উপভোগ করার সুযোহ পেলাম। পুরনো গ্রামটা আজ নতুন নতুন লাগছিলো। গ্রামের পরিবেশ আর ঠান্ডা হাওয়া নিজের মধ্যে থাকা সব ক্লান্তিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে

IMG_20230320_204110.jpg

যাইহোক আমার এই ছোট্ট বাড়ির ফেরার গল্পটার কাহিনী এতটুকুই। একজন চাকরিজীবীর একদিনের জন্য বাড়িফেরার গল্পটা আর কতোই বা বরো হবে!

পরদিন ভোর ৪.৪৫ এ ঘুম থেকে উঠে আবারো সময়মতো কর্মস্থলে পৌছানোর তীব্র যুদ্ধ!!!



0
0
0.000
1 comments
avatar

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 5000 HP as payout for your posts, comments and curation.
Your next payout target is 6000 HP.
The unit is Hive Power equivalent because post and comment rewards can be split into HP and HBD

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

The Hive Gamification Proposal
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000