পিএসজিকে হারিয়ে বার্সেলোয়ার জয়!

চ্যাম্পিয়নস লিগের হাই ভোল্টেজ ম্যাচে দুদিন আগেই মুখোমুখি হয়েছিল ফ্রান্সের জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু'দল। প্যারিস সেন্ট জার্মেইন এর ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে দারুন লড়াইয়ের সাক্ষী হয়েছে ভক্ত সমর্থকরা। পিএসজির ঘরের মাঠেই স্বাগতিকদের হারিয়ে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোলে অসাধারণ এই জয় পেয়েছে স্প্যানিশ দলটি!

বর্তমান সময়ে প্যারিস সেন্ট জার্মেইন এবং বার্সেলোনা কেউই নেই তাদের সেরা ফর্মে। পিএসজি থেকে নেইমার, মেসি এবং বেশ কিছু তারকা চলে যাওয়ার দলটির শক্তিমত্তায় প্রভাব পড়েছে বেশ। তাছাড়া দলটির ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও চারদিকে চলছে গুঞ্জন। এই মৌসুম শেষে হয়তো এই প্লেয়ার যোগ দেবে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ এবং নতুন প্লেয়ারদের কে নিয়ে দলটি একনো গুছিয়ে উঠতে সক্ষম হয়নি। তারই প্রভাব দেখা গেছে ফরাসি লীগ সহ বাকি প্রতিযোগিতা গুলোতেও।

অপরদিকে বার্সেলোনা বেশ কয়েক মৌসুম ধরে মাঠে তাদের সেরাটা দিতে ব্যর্থ। ২০১৫/১৬ মৌসুমে নেইমার মেসি এবং সুয়ারেজের সেই অসাধারণ পারফরমেন্সের ফলে ট্রেবল জয় করেছিলো দলটি। তারপর নেইমারের বিদায় এবং বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় অবসর নিলে দলটি চ্যাম্পিয়নস লীগে আর ভালো পারফরম্যান্স করতে সক্ষম হয়নি। এই মৌসুমেও কোচ জাভির অধীনে বার্সেলোনা ঘরোয়া লিগে রিয়ালকে টপকাতে সক্ষম হয়নি। তাছাড়া চ্যাম্পিয়ন থেকে সর্বশেষ দেখায় পিএসজির কাছে হারতে হয়েছিল বার্সেলোনাকে!

বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইনের এই ম্যাচটি পিএসজির মাটিতে অনুষ্ঠিত হওয়াতে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে ছিলো স্বাগতিকরা। পিএসজির নতুন কোচ লুইস এনরিকে তার সেরা প্লেয়ারদেরকে নিয়েই একাদশ সাজায়। বার্সেলোনাও তাদের একাদশে কোন কমতি রাখেনি৷ তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদেরকে নিয়ে দল গঠন করে জাভি। বার্সেলোনার হয়ে এদিন মাঠে নামে রবার্ট লেভেনডস্কি, রাফিনহা, জামাল ইয়ামাল, কেনসেলো এবং ইকার গুন্দোগান।

এই ম্যাচে শুরুতে দু'দলই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। একের পর এক আক্রমণ নিয়ে দল দুটির স্ট্রাইকাররা এগিয়ে যাচ্ছিল প্রতিপক্ষের গোলবারের দিকে। সেই সুবাদে ম্যাচের ৩৭ তম মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোল করে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। পিএসজির মাঠে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেনিশ দলটি। তবে বিরতি থেকে ফিরেই অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফিরায় সাবেক বার্সেলোনা খেলোয়াড় ওসমান ডেম্বেলে। ফলে ম্যাচে প্রান ফিরে পায় প্যারিসিয়ানরা।

ডেম্বেলের গোলের মাত্র ২ মিনিট পরে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করে ভিতিনহা। ফলে ম্যাচে পিছিয়ে পড়া
প্যারিস সেন্ট জার্মেইন প্রথমবারের মতো এগিয়ে যায়। কিন্তু বার্সেলোনা খেলোয়াড় রাফিনহা পিএসজিকে বেশিক্ষণ ম্যাচে এগিয়ে থাকতে দেয়নি। পেড্রির অসাধারণ এক পাস থেকে গোল করে দলকে ম্যাচের সমতায় ফিরায় এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত পিএসজি এই ম্যাচে বার্সেলোনাকে আটকে রাখতে সক্ষম হয়নি। ম্যাচের শেষদিকে বার্সেলোনা ডিফেন্ডার ক্রিস্টেসন গোল করলে প্রথম লেগে ৩-২ গোলের এওয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিএসজি কি পারবে বার্সেলোনার মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে?


1000017730.jpg
BARCELONA



0
0
0.000
0 comments