বাংলাদেশ ক্রিকেট || হতাশার আরেক নাম!

avatar

হার! হার! এবং হার ; এটা যেনো রীতিমতো অভ্যাসে পরিনত হয়েছে বাংলাদেশের। এক মিরপুর ছাড়া সব জায়গাতেই ভরাডুবি পুরুষ ক্রিকেট দলের। ছোট-বড় সব দলের বিপক্ষেই তাদের পারফরম্যান্স মলিন। প্রিয় দলের এমন পারফরম্যান্সে চারদিক থেকে হতাশা ঘিরে ধরেছে ভক্ত সমর্থকদের। আর হতাশ হবেই না কেনো? ক্রিকেট যে বাঙালির আবেগের জায়গা। প্রতিটা ক্রিকেট প্রেমিদের শিরায় শিরায় ক্রিকেটের অবস্থান। দলের জয়ে ভক্ত সমর্থকরা যতটা আনন্দিত হয় ; ঠিক ততোটাই হতাশ হয় তাদের লজ্জাজনক হারে!

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স এতোটাই মলিন যে ওয়েস্ট - ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো দলের সাথে খুব বাজেভাবে হারছে তারা। তবে আমি কোনভাবেই ওয়েস্ট-ইন্ডিজ বা জিম্বাবুয়ে দলকে ছোট করছিনা। আমি বুঝাতে চাচ্ছি, ২০১৫ বিশ্বকাপের পর এক নতুন বাংলাদেশ ক্রিকেটের সূচনা হয়েছিলো।


image.png
PIXABAY

সেই সময়টাতে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার মত দলগুলো রীতিমতো নাকানিচুবানী খেয়েছিলো বাংলাদেশর বিপক্ষে। একটানা ছয়টি সিরিজ জয় করে রেকর্ড গড়েছিলো বাঙালিরা। তারপর ২০১৭ ক্রিকেট চ্যাম্পিয়শিপের সেমিফাইনালেও খেলেছিলো দল। তাই বাংলাদেশ দলের কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশার পরিমানটা বেড়ে গিয়েছিলো বহু গুনে৷

সেই সময়টাতে যতোটা ভালো পারফরম্যান্স করেছিল বাংলাদেশ ক্রিকেট দল, বর্তমানে ঠিক ততোটাই বাজে পারফরম্যান্সে একের পর এক ম্যাচ হেরে চলছে। ক্রিকেটের তিন ফরমেটের মধ্যে দুটিতেই বেহাল দশা বাংলাদেশ দলের। টেস্ট আর টি-টুয়েন্টি যেনো তারা খেলতেই পারেনা৷ টেস্টের বেলায় সময় নিয়ে ব্যাটিং করার মতো একজন ভালো প্লেয়ারও নেই বাংলাদেশের। এক সাকিব ছাড়া সবাই মলিন। একজন প্লেয়ার কি আর প্রতিদিন জয় এনে দিতে পারে? তাছাড়া বোলিংয়েও কোনপ্রকার ধার খুযে পাওয়া যায়না। সম্প্রতি শ্রীলঙ্কা আর ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টেস্টে লজ্জাজনক ভাবে হেরেছে দল।

এবার কথা বলা যাক টি-টুয়েন্টি নিয়ে। যানেন কি বাংলাদেশ যে ইতিহাসে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে? হা ভাই ; এটাই এখন বাস্তবতা। এইতো কিছুদিন আগেও টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের মতো ছোট দলের বিপক্ষেও টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে বাঙালিরা। টি-টোয়েন্টি খেলার মতো শক্তিটাই নেই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে। আধুনিক ক্রিকেটের এই যুগে এসে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে ১৫০+ রান নিতে ব্যর্থ বাংলাদেশ টি-টুয়েন্টি দল। এই হার হতাশা ছাড়া আর কিছুই না৷

এবার আশা যাক বাংলাদেশ দলের পছন্দের ফরমেট ওডিয়াই সম্পর্কে। বাংলাদেশ দল যে ওডিয়াইতে অন্যান্য ফরমেট থেকে ভালো পারফরম্যান্স করে সেটা নিয়ে কোন সন্দের নেই। বরাবরই ওডিয়াইতে ওক ভিন্ন দল বাংলাদেশের। বিশ্ব ওডিয়াই চ্যাম্পিয়নশিপ টেবিলেও দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে হতাশার বিষয় হলো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই তে ৩০০+ রান করে জিততে পারেনি দল। সিকান্দার রাজা আর ইনোসেন্ট কাইয়ার অসাধারণ দুই শতকে পাচ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুইয়ানরা।

হারাটা স্বাভাবিক ; সব সময় যে দল জয় নিয়ে আসবে এরকম তা কিন্তু নয়! হার খেলার অংশ। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশর বাজে বোলিং এবং ফিল্ডিংকে নিয়ে। এই ম্যাচে চার চারটি ক্যাচ মিস করেছে ফিল্ডাররা। চার ক্যাচ মিস করে কি আর জয়ের আশা করা যায়? নিজেদের প্রিয় ফরমেটেও এমন সাদামাটা বোলিং এবং ফিল্ডিং কোনভাবেই কাম্য নয়। এই হার হতাশার!!!



0
0
0.000
4 comments
avatar

অসহায় এক জাতি আমরা,একমাত্র ক্রিকেট খেলাটা একটু পারে বলে মনে হতো,যদিও বিশ্বে ক্রিকেট খেলার তেমন দাম নেই,তবুও ঐ খেলাটাতেও এখন সম্মান তলানিতে।

আমরা নিজের মাঠে খেলা পারলেও,অন্যদের মাঠে একদম আনাড়ি,মনে হয় ভয়েই তাদের হাঁটু কাঁপতে থাকে কি খেলবে।

0
0
0.000
avatar

বাংলাদেশের প্লেয়ারদের ফিটনেস ই নাই; কি আর খেলবে 😄

0
0
0.000
avatar

নাচতে না জানলে উঠোন বাঁকা টাইপ অজুহাতের জন্যই আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের এমতাবস্থা।

0
0
0.000