বায়ার্ন বনাম ম্যানচেস্টার সিটি || কোয়ার্টার ফাইনাল ⚽

avatar

ইউরোপের সেরাদের সেরা হওয়ার লড়াই চ্যাম্পিয়ন্স লীগ। যেখানে ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ ক্লাবগুলো মুখোমুখি হয়ে থাকে শিরোপার লড়াইয়ে। চ্যাম্পিয়ন ক্লাব গুলোকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি ফুটবল বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়। বিশ্বকাপ ফুটবলের পরেই যার অবস্থান। তবে বিশ্বকাপ ফুটবলের সাথে এর পার্থক্যটা হলো সময়ের। বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পরপর একবার অনুষ্ঠিত হলেও এই টুর্নামেন্টে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে।

এবারও তার ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়ন্স লিগ ২০২২-২৩ মৌসুমের খেলা শুরু হয়েছে অনেক আগেই। সেটা ২০২২ সালে সেপ্টেম্বর - অক্টোবর মাসের দিকে। তবে সেবার শুধু গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। কেননা তার মাঝেই শুরু হয়ে যায় বিশ্বকাপ ফুটবলের খেলা। সব প্লেয়ার ব্যস্ত হয়ে পরে দেশের হয়ে লড়াইয়ে।

বিশ্বকাপ ফুটবলের পর ২০২৩ এর ফেব্রুয়ারিতে আবারো শুরু হয় চ্যাম্পিয়ানস লীগের খেলা। রাউন্ড অফ সিক্সটিনের মহাগুরত্বপূর্ন ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লীগ ফিরে ফুটবলপ্রেমীদের মাঝে। ইতিমধ্যেই শেষ হয়েছে রাউন্ড অফ সিক্সটিনের খেলাও। যেখানে বাদ পড়েছে প্যারিস-সেন্ট-জার্মেইন এবং লিভারপুলের মতো দলগুলো। কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেছে ম্যানচেষ্টার সিটি, রিয়াল মাদ্রিদ, এসি মিলান সহ আরো পাচটি দল।

কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে গতকাল অনুষ্টিত হয়ে গেলো শেষ আটের ড্র। যেখানে বেশ কিছু চমক দেখা গিয়েছে। এই যেমন ম্যানচেষ্টার সিটি এবং বায়ার্নের মুখোমুখি হওয়া। একনজরে দেখে নেয়া যাক তাহলে কে কার মুখোমুখি হলো।


FB_IMG_1679153871711.jpg
UEFA CHAMPIONS LEAGUE

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ VS ইংলিশ ক্লাব চেলসি
ইতালির ক্লাব ইন্টার মিলান VSপর্তুগিজ ক্লাব বেনফিকা
ইংলিশ ক্লাব ম্যানসিটি VS জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ
ইতালির ক্লাব এসি মিলান VS নাপোলি

এই চার ম্যাচে জয়ি দল আবার মুখোমুখি হবে সেমির লড়াইয়ে। সেখানে হিসেবটা হবে এমন -

ইন্টার মিলান/বেনফিকা VS এসি মিলান/নাপোলি
রিয়াল মাদ্রিদ/চেলসি VS ম্যানসিটি/বায়ার্ন মিউনিখ

এবারের ইউসিএলের কোয়ারর্টার ফাইনালের দুই আকর্ষণীয় ম্যাচ হবে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ বনাম চেলসির ম্যাচ। হয়তো এই দুই ম্যাচের জয়ী দল দুটিই এগিয়ে থাকবে শিরোপার লড়াইয়ে।



0
0
0.000
0 comments