Homonyms : Regret of my life || bdc-shorts || week#10

avatar

শুভ সন্ধ্যা! আশা করি সবাই ভালো আছেন। আবারো নতুন বিষবস্তু নিয়ে #bdc-shorts হাজির হয়েছে আমাদের মাঝে। bdc-shorts ; Week #১০ এর এবারের টপিক “ Regret ” বা “ অনুশোচনা”।

আজকে আমার লেখার বিষয়বস্তু এটাই। প্রতি সপ্তাহে বিশেষ এক টপিকের উপর লিখালিখির ব্যাপারটা বেশ আকর্ষনীয়। নির্দিষ্ট একটা বিষয়কে নিজের মতো করে তুলে ধরা, নিজের মতামত প্রকাশ করার পাশাপাশি একই বিষয়ে অন্যান্যদের মতামত জানার সুযোগটা করে দিয়েছে # bdc-shorts। এর মাধ্যমে নিজের জ্ঞানের পরিধিটাকে বাড়ানো সহজ হয়ে গেছে।


image.png
PIXABAY

“অনুশোচনা ” বলতে জীবনের কোন পদক্ষেপের কারনে দুঃখ প্রকাশ বা হতাশ হওয়াকে বুঝায়। এই ধরুন কেন আমি এই কাজটি করেছিলাম/ কেন আমি তা করতে পারলাম না / যদি ওই কাজটি করতে পারতাম তাহলে এমন হতোনা, ইত্যাদি ইত্যাদি উক্তিতেই অনুশোচনার প্রকাশ পায়। পৃথিবীতে সব মানুষেরই কিছুনা কিছু আক্ষেপ থেকেই যায় জীবনে।

আমিও তার ঊর্ধ্বে নই। সবার মতো জীবনে কিছু অনুশোচনা আমারও রয়েছে। এই ছোট্ট জীবনে স্বপ্ন তো আর কম ছিলনা! কিন্তু বাস্তবতা যে বড়ই কঠিন। তবে কিছু স্বপ্ন হয়তো নিজের ভুলেই পূরন হয়নি, আবার কিছু স্বপ্ন পূরন করার সামর্থ্য আমার ছিলোনা। সবকিছুর ঊর্ধ্বে একটা মানুষকেই ভীষণ মিস করি আমি। তাকে না পাওয়ার শূন্যতা আজও কাজ করে। আজও হঠাৎ করে তার নামটি হৃদপিন্ডের কম্পনটা বাড়িয়ে দেয়।

কলেজ জীবনের শুরুতে জীবনে প্রথম কাউকে ভীষন ভালো-লেগেছিলো। সেই হাবাগোবা আমি কারো প্রতি ভীষন টান অনুভব করতাম। ক্লাস ফাকি দিয়ে তাকে দেখতে যেতাম। ক্লাস শেষে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকতাক। দূর থেকে যখন তাকে দেখতে পেতান ; তখন হাত-পা কাপাকাপি শুরু হয়ে যেতো। তার সামনে দাঁড়িয়ে কথা বলাটা আমার কাছে ছিলো সবচাইতে কঠিন ব্যাপার। তখন মুখ দিয়ে কথাই বের হতে চাইতো না।

একটা সময় সব জড়তাকে পিছনে ফেলে মানুষটার প্রতি আমার আবেগের পরিমানটা রেড়ে যায় আরো বহুগুনে। কিন্তু শেষটা যে আমার পক্ষে ছিলোনা৷ প্রথম ভালোবাসাতেই ব্যর্থ আমি।

আজ পাচ বছর পরেও তার প্রতি অনুভূতিটা ফুরিয়ে যায়নি। এখনও মাঝে মাঝে তার শূন্যতা অনুভব হয়৷ অন্য কারো মাঝে সেই ফিলিংটা খুযে পাইনা। তাকে হারিয়ে অনুতপ্ত আমি। হয়তো আমিই ভুল ছিলাম। হয়তো তাকে আমি সঠিকভাবে বুঝাতে পারিনি। সময়মতো পদক্ষেপ হয়তো তাকে আমার থেকে দূরে নিয়ে যেতোনা।

তাকে না পাওয়ার অনুশোচনা হয়তো কখনো শেষ হবার নয়। মাঝে মাঝে মনে হয়, “এমনটা না হলেই পারতো"।



0
0
0.000
1 comments