বাংলাদেশ বনাম শ্রীলংকা || কার হাতে উঠবে ওডিয়াই সিরিজের শিরোপা?

avatar
(Edited)

বেশ কিছুদিন আগেই টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলার লক্ষ্যে বাংলাদেশে সফরে এসেছে শ্রীলংকা ক্রিকেট দল। ইতিমধ্যেই দল দুটির মধ্যাকর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে। যেখানে দুই এক ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে সফরকারি শ্রীলংকা দল। টি-টোয়েন্টির পর এবার পালা ওয়ান ডে সিরিজের। ওডিয়াইতেও বেশ চমক দেখিয়েছে দুই দল। ইতিমধ্যেই দল দুটির মধ্যকার প্রথম দুইটি ওডিআই অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা দল। সর্বশেষ ওডিআই ম্যাচে অলিখিত ফাইনালে জয় পাবে কোন দল?

বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও ওয়ান ডে সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের মাটিতে। প্রথম ওডিয়াইতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো শ্রীলংকা দল। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশকে ভালো টার্গেট দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু তারা তাদের পরিকল্পনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। ফলে ভালো শুরুর পরেও ২৫৫ রানেই থামে শ্রীলংকার প্রথম ইনিংস।

জবাবে বাংলাদেশের শুরুটা হয়েছিলো খুবই বাজেভাবে। ২৩ রানেই প্রথম তিন উইকেট হারানোর পর অসাধারণভাবে ম্যাচে কাম ব্যাক করে স্বাগতিকরা। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে খুব সহজেই এই ম্যাচ জয় পায় বাংলাদেশ। ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ব্যাট হাতে ১২২ রানের রেকর্ড ইনিংস উপহার দেয় বাংলাদেশকে। ফলে তিন ব্যাচের ওডিআই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখে বাংলাদেশ। সিরিজ জয় করতে নেমে বাজে বোলিং এবং ফিল্ডিং পারফরমেন্সে হারতে হয় স্বাগতিকদের। এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কা বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানায়। বাংলদেশ প্রথমে ব্যাটিংয়ে এসে শুরুতেই লিটন কুমার দাসকে হারায়। তবে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত সৌম্য সরকারকে নিয়ে দলকে ভালো শুরু এনে দেয়। কিন্ত হাসারজ্ঞার এক ওভারে ম্যাচের প্রেক্ষাপট বদলে যায়। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ২৮০+ রানের টার্গেট দাড় করায় বাংলাদেশ দল।

পরবর্তীতে বোলিংয়ে এসে ১০ ওভারেই লংকানদের প্রথম তিন উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। এরপরেই বদলে যায় ম্যাচের প্রেক্ষাপট। যেই ম্যাচে সহজেই জয় পাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের সেই ম্যাচেই অসাধারণ ভাবে কামব্যাক করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। একের পর এক ক্যাচ মিসের মহড়ায় শেষ পর্যন্ত ৩ উইকেট এর ব্যবধানে হারতে হয় বাংলাদেশ দলকে। ফলে সিরিজে ১-১ সমতায় ফিরে সফরকারি শ্রীলঙ্কা দল।

বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার ওডিআই সিরিজের ভাগ্য নির্ভর করছে তৃতীয় ওডিআই ম্যাচের উপর। অলিখিত ফাইনালে চট্টগ্রামের এমএ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে দুই চির-প্রতিদ্বন্দ্বী দল। ইতিমধ্যেই শেষ ম্যাচকে ঘিরে একাদশে বহু পরিবর্তণ এনেছে স্বাগতিক বাংলাদেশ। বাজে ফর্মে থাকা লিটন কুমার দাস এবং তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরমেন্স করা জাকির হাসান এবং রিশাদ হোসেন। শেষ ম্যাচে বাংলাদেশ কি পারবে ভক্ত সমর্থকদের আশার পূর্ণতা দিতে?


image.png
Bangladesh Cricket : The Tigers



0
0
0.000
0 comments