✳️ Ramadan Mubarak || মাহে রমজান ✳️

avatar


image.png
PIXABAY

রমযান এলো; রমযান এলো ; এলো মাহে রামাদান!!

মাহে রমজান! মুসলিম উম্মার বহু প্রতিক্ষিত ও সবচাইতে পবিত্রতম একটি মাস যা আত্মসুদ্ধির মাস হিসেবেও পরিচিত। প্রতি বছরে একবার শান্তির বার্তা নিয়ে মুমিনের দুয়ারে হাজির হয় বছরের সর্বোত্তম মাসটি। রমযান মাস মুসলিম জাতির কল্যানময় এক মাস হিসেবেও সুপরিচিত ৷ সুখ ও শান্তির বার্তা নিয়ে অন্যান্য বছরের ন্যায় এ বছরও পবিত্রতম এই মাসটি হাজির হয়েছে আমাদের মাঝে।

রমযান মাস এক উৎসবের মাস যারা মহান আল্লাহ তা'লার প্রতি বিশ্বাসি। চারদিকে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন ভোররাতে সেহরি খাওয়া এবং তারপর সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত স্রষ্টাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না খেয়ে থাকার নামই রোযা।

সারাদিন রোযা পালন করার পর সন্ধ্যায় ইফতার খাওয়ার বিষয়টি আরো আনন্দের। কেননা পরিবারের সবাই একসাথে খাওয়ার সুযোগ তৈরি করে দেয় এই রামাদান। পাশাপাশি সুযোগ থাকে ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে এক পাত্রে ইফতার খাওয়ার। যা মানুষ মানুষের বৈষম্য দূরীকরণে সাহায্য করে। এই বিষয়গুলোই বছরের বাকি দিনগুলো থেকে রোজার মাসের দিনগুলোর মধ্যে পার্থক্য গড়ে তোলে।

রমজান মাসের প্রতিটি সেকেন্ড মহান আল্লাগ তা'লার বিশেষ রহমতে পরিপূর্ণ। এই ৩০ টা দিন বাকি সবগুলো দিন থেকে উত্তম। কেননা একমাত্র আল্লাহতা'লার সন্তুষ্টির জন্যই তার সৃষ্টির সেরা জীব মানুষগুলো সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে, যারা তার প্রতি বিশ্বাস এনেছে। এই মাসের সকল আমলেই ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অন্যান্য সময় যেখানে একটি আমলের জন্য একটি সওয়াব, সেখানে পবিত্র এই মাসে তার থেকে বহুগুন বেশি।

পবিত্র রমযান মাস ঈমানদারের কাছে আশীর্বাদস্বরূপ । এই মাসে আমাদের উচিত বেশি বেশি ধর্মচর্চায় মগ্ন থাকা, পাশাপাশি সমাজের গরীব দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা অভাবগ্রস্ত এবং সমস্যায় জর্জরিত । আমরা প্রতিদিন সেহরীতে এবং ইফতারে ভালো-ভালো খাবারগুলো উপভোগ করছি , অপরদিকে আশেপাশের অনেক মানুষ খেয়েই কোনভাবে জিবন পার করে দিচ্ছে। তা কখনো শোভনীয় নয়! ইসলাম কখনোই তার পক্ষে নয়! আমাদের উচিত সেসব মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাহলে হয়তো একদিন মহান আল্লাহ তা'আলা আমাদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

এই পবিত্র রমজান মাসে আমাদের উচিৎ বেশি বেশি ইবাদত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার সৃষ্টির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলেই সফল হবো আমি আর আপনি এবং আমরা পুরো মুসলিম জাতি। ইনশাল্লাহ!



0
0
0.000
6 comments