জীবনের মানে

avatar

একটি দাঁড়কাক বসে আছে অনেক ক্ষন ধরে, আসে পাশে কারেন্টের তারে ও অনেকগুলো কাক একমনে কা কা করছে কিন্তু দাঁড়কাকটাকে অন্য শহুরে কাক গুলো পাত্তা দিচ্ছে না। দাঁড়কাক নিজেকে বেমানান ভেবে নিজেকে গালমন্দ করছে, আর মনে মনে পালিয়ে বাঁচার রাসেল খুঁজছে যেমন করে গ্রামের কোন ছেলে শহরে এসে প্রথম দিনেই ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ের সামনে পড়ে হাপিত্যেশ করে!

দাঁড়কাক নিজেকে সান্ত্বনা দিতে বদ্ধপরিকর যে করে হোক সে শহুরে কাকদের সাথে মানিয়ে নিবে এবং সুন্দরী কোন কাকের সাথে সংসার পেতে নিবে। কাকটির পাগলামো দেখে তিতলী হেঁসে খুন। তার হাসবার অবশ্য অন্য কারণ আছে, সে কারণটা হলো শাকিল। শাকিলের সাথে অনেক মিল আছে দাঁড়কাকটির। শাকিল পাগলাটে, জেদি হলেও জীবনের লক্ষ্যের ব্যাপারে খুবই সিরিয়াস।

তিতলীর সাথে শাকিলের দেখা ডিপার্টমেন্টের নবীন বরণ অনুষ্ঠানে। গেঁয়ো উচ্চারণে কী সাবলীল বাংলায় অনুবাদ করা যায় জীবনের প্রতিচ্ছবি, শাকিলের নবীনবরণ অনুষ্ঠানের বক্তব্য না শুনলে বুঝতেই পারতোনা তিতলী। সেদিন থেকে শাকিলকপ ভালো লেগে যায় তিতলীর। যদিও এই ভালোলাগাটা ছিলো একতরফা।

শাকিল কয়েকমাসের ভিতর তার গ্রাম্য জড়তা কাটিয়ে উঠতে পারে, সে এখন সাবলীল ভাবে সবার সাথে কথা বলতে পারে, মিশতে পারে। আরজ আলী মাতব্বর নিয়ে, এস এম সুলতান, জয়নুল, ছফা, রবি বাবু, নজরুল, জীবনানন্দ, শরৎ, আহমেদ শরীফ, সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারে।

জীবনের নিজস্ব কোন রঙ নেই, জীবন কখনো বুড়িগঙ্গার জল, আবার কখনো সেন্ট মার্টিনের পানির মতো স্বচ্ছ। কখনো বা ফুটপাতের টঙের দোকানে কালচে চায়ের কাপে এক কাপ চা আার রুটি দিয়ে দুপুরের খাবার সারিয়ে নেয়া আবার কখনো সেরাটনে গিয়ে লাঞ্চ। কখনো সব পেতে ইচ্ছে করে, অথচ কিছুই পাওয়া হয়না।

নদীর পাড়ে বেড়ে ওঠা শাকিল জানে বেঁচে থাকার আরেক নাম লড়াই। যে লড়াই একাই লড়তে হয়। কখনো যুদ্ধে নামাই জেতার সমান, কখনোবা শত্রুর চোখে চোখ রাঙিয়ে লড়াই চালিয়ে যাওয়ার নামই জীবন। কখনো হেরে যাওয়ার অপর নামই জেতা!

তিতলী আর শাকিলের মাঝে এক জায়গায় খুব মিল, দুজনেরই বৃষ্টি খুবই পছন্দ।

এই রকম বৃষ্টি মুখর দিনে তিতলী শাকিলকে প্রপোজ করে কিন্তু শাকিল তিতলীর মুখের উপর না বলেনি, শুধু বলছে আজ বৃষ্টিটা আমার ভালো লাগছেনা।

শুনো তিতলী তুমি আমাকে কেনো পছন্দ করো? তোমার জীবন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে তাই, তিতলীর সরল স্বীকারোক্তি। আমার হয়তো তা আছে, কিন্তু তোমার তা নেই তিতলী, আর তুমি না বলতে পারোনা, জেটা আমি পারি।

তাই আগে জীবন সম্পর্কে স্বচ্ছ ধারণা নাও, জীবনে কীভাবে না বলতে হয় তা শেখো, তারপর না হয় জীবন সমুদ্রে সাঁতরানোর কথা চিন্তা করো, ভালো থেকে তিতলী।

Source [Pixabay]https://pixabay.com/photos/hands-macro-nature-outdoors-plant-1838659/)khtuj6.jpg



0
0
0.000
6 comments
avatar

আরজ আলী মাতব্বর নিয়ে, এস এম সুলতান, জয়নুল, ছফা, রবি বাবু, নজরুল, জীবনানন্দ, শরৎ, আহমেদ শরীফ, সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারে।

শাকিলকে পেলে আলোচনাটা জমতো, বুঝাই যাচ্ছে।

0
0
0.000
avatar

ভাই চলপন একদিন আলাপ জমিয়ে দি😂😂

0
0
0.000
avatar

হুম.. হবে।

0
0
0.000
avatar

কবে হবে ভাই

0
0
0.000
avatar

যে দিন ডাক দিবেন, চলে আসব। আড্ডা আমার খুব ভালো লাগে। আর যে টপিকস গুলি উল্লেখ করেছেন, ম্যাক্সিমাম কমন পরেছে। অতএব , আড্ডা জমবে...

0
0
0.000