আমার স্বার্থপরতার গন্ডি !

avatar

আমি আমাতেই মজে থাকি । আমি আমাতেই সীমাবদ্ধ থাকি । আমি আমার কথা কাউরে বলিনা ।আমি অন্যের কথাও আমারে শুনাই না । কেবল ছোট্ট শব্দে আমাকে বর্ণনা করা যায় , তা হলো "স্বার্থপর"

InShot_20240405_151634780.jpg

হ্যাঁ ! আমি স্বার্থপর । আমি ঘাড়তেড়া ।আমি এক রুখো । আমি জানি এইগুলো কোনো ইতিবাচক দিক নয় , তবে আমার মানসিক শান্তির জন্য এইগুলো সাধারণের তুলনায় একটু বেশিই ইতিবাচক ।

পারিবারিক ঝগড়া , বন্ধুত্বের মাঝে ধোকা , প্রেমে ব্যর্থতা , খারাপ রেজাল্ট , বডি শেমিং কোনো কিছুই আমার ভিতরে আর খারাপ লাগা জাগায় না ।বরাবর ইন্ট্রোভার্ট বলে ভাবওয়ালা ভাবা লোকগুলোর অনেক কথাতে কষ্ট পেলেও এখন আমি সকল কথাই পাত্তা না দিয়ে চলতে পারি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দিনের দিনের পর বন্ধ করে গর্তে ঢুকে যেতে পারি , আর এই গর্তে ঢুকে থেকে পাই তীব্র শান্তি । আগে আমি অনেক বড় বড় মানসিক চাপ নিতে পারলেও এখন সামান্য মানসিক লড়াই করতে পারিনা । তাই নিজেকে নিজের গন্ডিতে আটকে রাখার মধ্যে পাই তীব্র শান্তি ।

টুকটাক লেখালিখি করি , মানুষের সাথে সব কথা বলে ফেললে লিখবো কি ?! অবশ্য হ্যাঁ , প্রয়োজনে কথা বলে লেখার গল্প খুঁজি , তবে তা এক পাক্ষিক , আমি কিছু বলিনা । ইদানিং আমি আমার বলতে চাওয়া কথাগুলো গর্তে ঢুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গিয়ে লিখি ।আমার গন্ডিতে আমি বাঁচি ।

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷



0
0
0.000
0 comments