হারিয়ে ফেলা "আমি"....

ব্যক্তি আমি অনেকটা মিষ্টভাষী ছিলো । মুখের উপরে উত্তর দিয়ে দেওয়া আমার স্বভাব ছিলোনা । কাছ থেকে আমাকে অবসার্ভ করা মানুষগুলো সবাই একটা কথাই আমাকে বলেছে "এই গরম মেজাজের মেয়েটিকে আমরা চিনিনা ।"

আমি নিজেও চিনিনা । শুনেছি ভালো মানুষকে নাকি সবাই ব্যবহার করে , তাই নেহায়েত খারাপদের দলে যোগ দিয়েছি ! আমি এখন আর যেচে কারো সাহায্য করতে যাইনা । প্রায় সকলকেই কড়া ভাষায় উত্তর দেই ।

ভুল ভুল ক্রমে কারো খারাপ সময় নিয়ে উদ্বেগ বোধ করলেও মনে পরে যায় আমার খারাপ সময়ে সকলে কিভাবে আমাকে ত্যাজ্য করেছিল , ক্ষনিকেই উদ্বেগ শেষ হয়ে যায় ।

কারো মনে শক্তির সঞ্চার করতে আমি আর সাহস দ্বারা পরিপূর্ণ বাস্তবিক কথা বলিনা । পরিচিত কাউকে দেখলে শক্ত করে জড়িয়ে ধরিনা । অথচ আমি এমন না! কখনও হতে চাইনি এমন।

IMG-20231229-WA0013.jpg
এখন নিজের খারাপ সময়ে বন্ধুদের ডেকে জড়ো করিনা , ছোটদের ডেকে ভালো মন্দের তফাৎ বুঝাইনা , বড়দের খোঁজ খবর নেইনা । কাউকে বই উপহার দেইনা অনেকদিন , কারো জন্মদিনের শুভেচ্ছার আদলে চকলেট দেওয়ার প্রথার সমাপ্তি ঘটিয়েছি মনে হয় বহুকাল হলো ! আমি ঘুরতে গেলে এখন আর ছোট ছোট ভিডিও স্মৃতি রাখতে করিনা , আগের মতন ঘন্টা খানেক ধরে কোনো গল্পের কাল্পনিক জগৎ তৈরী করিনা , বেশ কয়েক সপ্তাহ কোনো গল্পের বইও খুলিনি । নিজের সকল শখ আহ্লাদ নিজস্বতার মৃত্যুতে শোকাহত হইনি । স্বপ্নহীন ভাবে দিন যাপন করছি , আমি জানতাম স্বপ্ন বিহীন মানুষ বাঁচেনা বেশিদিন অথচ আমি বেঁচে আছি , মরছিনা , কি আশ্চর্য্য !

I know being rude isn't my character, I have become like this, now I don't even think about the good or bad side of people close to me.এই তীক্ষ্ণভাসি মানুষটাকে আমি চিনিনা তবে সেই মিষ্টভাষী আমিকেও আর ফেরত পেতে চাইনা , যেই আমিকে হারিয়েছি বাইশের শুরুতে !

আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি , লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , দেখা হবে খুব শীঘ্রই , আশা করছি সবাই ভালো থাকবেন ....



0
0
0.000
1 comments