প্রেমের টানে খিচুড়ি নাকি খিচুড়ির টানে প্রেম ?!

রাত বারোটার দিকে একটা মেসেজ আসলো, "আপনার জন্য খিঁচুড়ি বসিয়েছি, একটু পর এসে দিয়ে যাবো ।"
আমি মানুষটাকে বললাম, "এখন এই রাতের বেলা তোমার এসব করার তো কোনো দরকার ছিল না। তাছাড়া আমি তো এই মুহূর্তে একটু ব্যস্ত আছি, তোমাকে তাইলে অন্তত আরো ঘণ্টা দুয়েক জেগে থাকতে হবে!"
ওপাশ থেকে উত্তর আসলো, "সমস্যা নাই, ধীরে সুস্থেই কাজ করেন। আমি জেগে থাকবো।আপনার কাজ শেষ হলেই খিচুড়ি আপনার মেসের নিচে দিয়ে আসবো "

আমার একটা বদ অভ্যাস আছে , অভ্যাসটা হলো প্রেমে পরার ! প্রেমে পরার একটা বদ অভ্যাস হয়তো আমার জন্ম থেকে। বোধ হবার পর থেকে সব সময়ই প্রেমে পরে ছিলাম। প্রেমে ভেসেছি। প্রেমে ডুবেছি। সাঁতরেছি। নাকানিচুবানি খেয়েছি। মরতে বসেছি। আবার এই প্রেমই বাঁচিয়ে তুলেছে। আজব না?! সাধারণভাবে ভাবলে আজবই বটে !

প্রেমের প্রসঙ্গে পরে আসা যাবে , আগে আসি খিচুড়ির গল্প নিয়ে ! সাধারণত আমার 'ওয়েদার ডিমান্ড' নিয়ে এত ফেটিশ না, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু হতেই হবে, খেতেই হবে এমন কোনো চাহিদা নাই। কিন্তু আজকে যে কি হইলো, সবগুলো ইন্দ্রীয় যোগসাজশে ষড়যন্ত্র করে বাসায় যত্ন করে রান্না করা খিঁচুড়ি, ভর্তা আর ডিম ভাজা খাইতে চেয়ে আবদার করে বসলো।
ইচ্ছে যে হয়না এমন যা তবে সচারচর আমি এরকম ইচ্ছাকে প্রশ্রয় দেইনা। তবে আজকে কি ভেবে সন্ধ্যায় বৃষ্টি থামলে দুধের স্বাদ ঘোলে মেটাতে দোকানে গিয়েছিলাম সন্ধ্যার দিকে গিয়ে খিঁচুড়ির খোঁজ করেও পেলাম না। ফেইসবুকের একটা পোস্টের এক কোণায় সামান্য আফসোসও ঝেড়েছিলাম। তারপরই মধ্যরাতে হঠাৎ এই মেসেজ।

IMG-20230526-WA0000.jpg
ছেলেটা বয়সে আমার থেকে ছোট । তবে প্রেমে পরার অভ্যাস আমার আগে থেকে থাকলেও আমি পাত্তা দেইনা তবে এই ছোট ছেলেটার মায়া মায়া চেহারা আমি হারাতেও পারিনা ! শেষ একবার সবচেয়ে গভীর ভাবে যার প্রেমে পরলাম, তার চেহারা ভালো করে দেখিনি। তার অস্তিত্বটা অনুভব করেছিলাম। প্রেম করেছি অথচ তাকে দেখিনি বছর ধরে ! প্রেমহীনতা আমাকে ধরেনি বহুদিন ! অবাক লাগছে ?! শুনে মনে হচ্ছে আমি পাগল হয়েছি তাইনা ?! আমার জন্য প্রেম করা একটা অভ্যাস আর অভ্যাস অনেক কিছুরই থাকতে পারে। সেখানে প্রেম অনুপস্থিত থাকতে পারে আবার প্রেম উপস্থিতও থাকতে পারে।

প্রেমের জগতে এসে একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে আমার।আর তা হলো আমার সামনে কেউ এসে বসলেই আমার মনে হচ্ছে সে হয়তো প্রেমে পরেছে, ভয়ানক ভাবে । অথবা, তুমি যার প্রেমে পরতে যাচ্ছো, তার সাথে তোমার সমীকরণ খানা অনেকটা একরকম হবে। প্রেমের জগৎ খুব বিরাট , তবে প্রেম আর ভালোবাসা এক না , আমার এক মনে হয়না , ভাবিওনা .....

কেন জানি আমার মনে হয়, জীবন পর্যবেক্ষণকারীদের ভাগ্যটা বিধাতা একটু নিঠুর করেই গড়েন!সে যাই হোক , প্রেম করি বা যা করি , ঝড়ের রাতে খিচুড়ির সাথে সক্ষতা ভালোই করলাম ! ছেলেটা ভালো রান্না পারে , পরিবেশন পদ্ধতিও ভালো , আমিও এতো গুছানো যা , সে একটা সুন্দর বক্সে খাবার দিয়ে গেলো , বৃষ্টিতে ভিজে ....! সিনিয়র আপুর মনের কোনে খিচুড়ি খাওয়ার সুপ্ত ইচ্ছাকে যে পূরণ করলো তার প্রেমে পরা যায় নাকি ভালোবাসা যায় ?!

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , আজকের মতন বিদায় নিচ্ছি , আশা করছি সবাই ভালো থাকবেন .....



0
0
0.000
0 comments