হৃদয়র খুনির শুন্যতা ....

avatar

"শূন্যতার প্রশ্ন থেকে দাঁড়ায়,
দেয়ালে চৌকাঠে আয়নায় কে সত্য?
তুমি না আমি? "

উত্তর নেই , পাইনা আমি ! পৃথিবী ঘুরতে থাকে। আমরা থাকি স্থির। তৃষ্ণার্ত। উদ্বাহু। উদ্বিগ্ন। জনতার ভীড়ে এক ফোঁটা জমিনের মতো নিঃসঙ্গ।নিঃস্বঙ্গতাই বেশ !

InShot_20220928_220306582.jpg
মাঝে মাঝে কষ্ট করে হলেও অনুভুতির গভীরতম স্পন্দন ফুঁড়ে উঠে পড়ি। দেখি ঠাঁই বসে আছি দুঃস্বপ্নের নিবিড় ক্রোড়ে। বিনীত সব নিবেদন অগ্রাহ্য করে পৃথিবী আমাকে দেয় অভিশাপ। তারপর মহাকালের আদিমতম ঘড়িতে বারোটা বাজলে বার্ধক্যের পোষাক পরে আমাকে দাঁড়াতে হয় নিজের সামনে। রক্তাক্ত চোখে দেখতে হয় কীভাবে বুকের খাঁচায় মাথা কুটে মরে যায় একটি বিষন্ন পাষান হৃদপিণ্ড।

বিষন্ন বলে পাষান নাকি পাষান বলে বিষন্ন তর উত্তর আমার কাছে নেই । এইটুকু জানি এবং বুঝি আমি যা তা হলো আমি নির্দয় । এক হৃদয়কে খন্ড বিখন্ড করে দিয়ে আমি বেশ খানিক দূরে নগ্ন পায়ে হেটে গেছি , আর হেটে যাওয়ার সময় ওই খণ্ডিত হৃদয়ে আঘাত করেছি আর আঘাতের রক্তর উপর দিয়ে আমি ক্রমাগত হেটে চলেছি ।

তারপর?! পা টেনে টেনে আমি যে হেটে চলেছি এই হেটে চলার সাথে রয়েছে এক হৃদয় হত্যার চিহ্ন । আমার পদচিহ্নের সাথে থাকবে পুঁজ, রক্ত, স্মৃতি। মাথা নিচু। ক্লান্ত। পরাজিত। বিদগ্ধ। নিঃসঙ্গতা । আপাত শুকনো চোখের ভেতর দিয়ে বয়ে যাবে অন্ধ রাগ আর বিগত সময়ের বিস্মৃত সব অভিমান। পাশ দিয়ে হেঁটে যাবে আগন্তুক। নাক সিঁটকাবে ঘেন্নায়। ধুলোর গায়ে এঁকে দেবে ভন্ডামি আর কপটতার এক দলা থকথকে জলছবি। তবুও হাঁটো।

চলছি। ছুটছি। অথচ কিছুই ছুঁতে পারছি না। প্রতিদিন কমছে ফাঁটা ঠোঁটে ক্লিষ্ট হাসির ডায়ামিটার। অথচ নিদারুণ বাড়ছে তাপমাত্রা, দেনা, দ্রব্যমূল্য, সুগার, আর তোমাকে না পাওয়ার শঙ্কা। তোমাকে না পাওয়ার শংকাকে ছাড়িয়ে আছে এক মাছুম হৃদয়কে খন্ড বিক্ষত করার অভিশাপ !

দিনকে দিন বাড়ছে দুঃখ। বাড়ছে শোক। বাড়ছে বিষাদ আর দূরত্ব৷ বাড়ছে যানজট, অনাহার। বাড়ছে সংশয় আর মানুষ।
থামছি। বসছি। অথচ জিরোতে পারছি না। প্রতিদিন সকালে ঘুমাবোনা বলে ঘুমিয়ে যাই। অথচ আর কক্ষণো উঠবো না বলেও জেগে উঠি। কী আজব !

তাই শেষমেষ হেরেই যাচ্ছি।

হারিয়ে যাচ্ছি, হারিয়ে ফেলছি। হারিয়ে যাচ্ছো তুমি। হারিয়ে যাচ্ছি আমার আমি টা !

জান্নাতের খুশবু জুটবে না বলে দোজখের ওম গায়ে মেখে এক হৃদয়র খুনি হয়ে আরেক হৃদয়কে না পাওয়ার আফসোসে জীবন কাটাচ্ছি।

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷



0
0
0.000
2 comments
avatar

লেখাটা অনেক পরিচিত পরিচিত লাগছে। মনে হচ্ছে কোথায় যেন এটা পড়েছিলাম। তবে মস্তিষ্ক আমার সায় দিচ্ছেনা।

যাইহোক সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার লেখার গুণগত মানেও এসেছে বহু পরিবর্তন, যা স্পষ্টত দেখা যাচ্ছে। আসলে বই পড়লে মানুষের জ্ঞানের ভান্ডার আরো বর্ধিত হয়। নতুন সকল চিন্তা ভাবনা নতুন কোন শব্দকে বেছে নিতে সাহায্য করে।

তবে মতো বইআনারী ব্যক্তির কাছে এগুলো বোধগম্য শব্দ নয়। মনে হচ্ছে অন্য ভাষায় কিছু পড়ছি 😃।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ

পরশেষে বলবো, “যথেষ্ট ভাল লিখেছেন আপনি ”।
এভাবেই এগিয়ে যান৷

0
0
0.000
avatar

"শূন্যতার প্রশ্ন থেকে দাঁড়ায়,
দেয়ালে চৌকাঠে আয়নায় কে সত্য?
তুমি না আমি? "

কথাটি প্রচলিত এক বাক্য!

আসলেই বই পড়লে অনেক শব্দ নিজের সাথে যুক্ত হয় , আমিও তার ব্যতিক্রম নই ...চেষ্টা করছি লেখার মান পরিবর্তন করে উন্নত করতে ...এখন তো কেবল শুরু ...

চেষ্টা করবো নিজের লেখার মান এর উন্নতির জন্য ...
আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ

0
0
0.000