চারুলতা.......(দ্বিতীয় প্রহর )

avatar
(Edited)

জীবন পরিকল্পনা মাফিক চলেনা । জীবনকে হাসানোর জন্য মাঝে মাঝে পরিকল্পনা করতে হয় । চারুলতার জীবনও হয়তো হেসেছিলো তার কল্পনার জগতে একা থাকার ভাবনা শুনে ।মানুষ সামাজিক জীব , মানুষ চাইলেই একবারে একা বাঁচতে পারেনা , মানুষ হিসেবে অন্য মানুষকেই তার সঙ্গী হিসেবে দরকার পরে ।

IMG-20240330-WA0000.jpg

জীবনে চলতে চলতে চারুলতারও বহু মানুষের সাথে পরিচয় হয়েছে বা এখনো হচ্ছে।এদের সবার মধ্যে যে জিনিসটা সে প্রথমেই খুঁজে সেটা হচ্ছে সফটনেস।যার মধ্যে সফটনেস বেশি,সে চারুলতার মনের ততই কাছের। তার মনে হয়,তার বিপদের দিনে,দুঃখের রাতে,চিৎকার করে কাঁদতে চাওয়া সময়ে এরা তাকে আরেকটু আগলে ধরবে,আরেকটু আদর মাখিয়ে বোঝাবে যে দুঃখের সময় সত্যিই একদিন শেষ হবে।আরেকটু কোমল স্বরে তার সাথে কথা বলবে,সে অতি সামান্য কথা...এইতো একটু জিজ্ঞাসা করবে সে ভাতটুকু খেয়েছে কিনা, ব্যাস এইটুকুই।চারুলতার চাওয়া পাওয়া খুব বেশী না , নেহায়েতই ডাল ভাতের মতই সরল । এই সরল জিনিসগুলোই সে পায়না , পায় দ্বারে দ্বারে উপেক্ষা !

চারুলতা এখন মানুষ ভয় পায় । এক কালে সে সব মানুষকে সরল ভাবে বিশ্বাস করলেও সে এখন সবাইকে সন্দেহের আড়চোখে দেখে । তবুও সে একা নির্জনে থাকতে পারেনা , চেষ্টা করে তবে তা দীর্ঘস্থায়ী হয়না ।

চারুলতা প্রেমে পরেনি , ভালোবেসেছিলো ।ভালোবাসতে পারে যারা তারা নেহায়েতই বোকা হয় , চারুলতাও তাই ।নগ্ন পায়ে কেউ বেল গাছের নিচ দিয়ে হাঁটেনা , চারুলতা ভালোবাসার টানে নগ্ন পায়ে বেল গাছের তলায় কাঁটা উপেক্ষা করে ক্ষত পায়ে দৌড়িয়েছেও , কেন জানেন ? ভালোবাসার টানে !

কত লোকে কত কথা বলেছে, সে উপেক্ষা করেছে। লোকেরা তাকে আগে বলতো বরবাদ তুমি , সে হেসে বলে দিতো , সে তো কতই আগে !

লোকেরা টরে বলতো নিজেরে সামলে নাও , সে হেসে বলে দিতো , ক্লান্তিরা ভর করেছে

লোকেরা তারে বুঝাতো , এগিয়ে যাও , সে নিম্ন স্বরে মাথা উঠিয়ে উত্তর দিতো , পিছুটান ছাড়েনা !

চারুলতা ছোট থেকেই ভালোবাসার কাঙাল তাই আজীবন অপাত্রে ভালোবাসা দিয়ে গেছে , শেষে এসে নিজেরে ভালোবাসার কালে দেখলো ভালোবাসার পাত্র খালি ! সে ভালোবাসার খালি পাত্র নিয়ে ভাবে সঠিক পাত্র পেয়ে গেলে ভালোবাসা পাবে কই ! ফাঁকা ভালোবাসে পাত্র নিয়ে একলা থাকার প্রতিজ্ঞা করেছে তবে ওই যে পরিকল্পনা করে কি জীবন চলে ! মাঝে মধ্যে চলে গেলেও আজীবন যায়না ....

সবাই তারে বুঝায় যাতে সে আঁধার থেকে আলোতে এসে রং খুঁজে, সে উত্তরে ঘাবড়িয়ে বলে ফেলে জীবন মানেই আলো-আঁধারের খেলা , আঁধার অঙ্গে জড়িয়ে আছে , ত্যাগ করা অসম্ভব !

লেখাটি পড়বার জন্য ধন্যবাদ , আজকের মতন এখানে বিদায় নিচ্ছি , আশা করছি দেখা হবে খুব শীঘ্রই।



0
0
0.000
0 comments