এবার একটু স্থিরতা আসুক ....

avatar

এখন রাত তিনটা বেজে আঠারো মিনিট ।
গল্পের প্লট সাজাচ্ছি ।বাইরে বৃষ্টি হচ্ছে , একটু আগে বজ্রপাতও হচ্ছিলো ।আমার গল্পের প্লট সাজানো হচ্ছেনা , কারণ ? জানা নেই আমার ।

গল্পের প্লট সাজাতে অসংখ্য চরিত্র দরকার হয় , আর চরিত্র তৈরী করতে গিয়ে কাল্পনিক জগতে কত শত বাস্তব চরিত্রের মিশ্রণ ঘটিয়ে ফেলেছি তার হিসেব নেই। জীবনে ইচ্ছে অনুযায়ী কিছু হচ্ছেনা , কল্পনা শক্তি তাই হয়তো হ্রাস পাচ্ছে। নাকি বেশি সুখে আছি তাই কল্পনা শক্তি হ্রাস পাচ্ছে বুঝতে পারছিনা ।

InShot_20240324_040057795.jpg

মানুষ গল্প লিখে হয় নিজের জন্য নয়তো মানুষকে পড়ানোর জন্য , কিন্তু মানুষ যখন খোদাকে খোঁজে তখন কি করে ?! সিজদাতে শান্তি খোঁজার চেষ্টা করে ? এর উত্তরও জানা নেই আমার ।

আমি বরাবরই এমন মাঝ রাত থেকে শেষ রাতে গল্প লিখি ।নিরিবিলি পরিবেশে লেখার মাঝে ঢুকে যেতে পারি ।শুনেছি মানুষ সব পেয়ে গেলে নাকি শান্তির একটা ঘুম দেয় , আমার তো পাওয়ার মতন তেমন বিশেষ কিছু নেই , যা পাওয়ার তা পাওয়া হয়ে গেছে তাও এমন অনিদ্রার কারণ কি তাই বুঝতে পারছিলাম না ।

প্রথমে ভাবলাম যেহেতু ঘুম হচ্ছেনা বই পড়ি , গল্পের বই , শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা বইটি পড়বো বলে ভাবছিলাম , হোস্টেলে থাকলে তাই করতাম তবে বাসায় মাঝ রাতে রুমের লাইট জ্বালিয়ে অযথা কারো ঘুম নষ্ট করতে চাইনি।

মাঝ রাতে আমার ক্ষেত্রে দুটো জিনিস বেশি হয় , প্রথমটি হলো আমি খুব সুন্দর সুন্দর গল্প লিখে ফেলতে পারি আর দ্বিতীয়টি হলো ছন্নছাড়া কথা গুলো লিখতে থাকি ।বর্তমানে দ্বিতীয়টি করছি তা বুঝতেই পারছেন .... রাত এখন পৌনে চারটা , একটু পর ভোর হয়ে যাবে । ঘুম হলোনা , গল্প লেখাও হলোনা , মন শান্তও হচ্ছেনা ।এক অস্থির চিত্ব আলোর খোঁজে অন্ধকারে থেকে ভোরের আগমন দেখছে , এবার একটু স্থিরতা আসুক ....

আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ।লেখাটি আপনাদের কেমন লেগেছে জানাবেন । আশা করছি দেখা হবে খুব শীঘ্রই ।



0
0
0.000
0 comments