সব থেকে বড় ভুল কি জানেন ?

মানুষ মাঝে মাঝে বিষাদগ্রস্ত হয় , জীবনটা টেবিলের কোনায় রাখা মানি প্লান্টের মরে যাওয়া পাতার মতন মনে হয় । কিন্তু জীবনে ঘুরে দাঁড়াতে হয় , নিজের জন্য , মিথ্যে অপবাদ শুনে কখনই নিজেকে কাঠগোড়ায় দাঁড় করাতে হয়না ।সবাই খারাপ ভাবলেও সবার কাছে গিয়ে নিজেকে জাস্টিফাই করতে হয়না ।

InShot_20231222_140928646.jpg

মানুষ এক জায়গায় হলেই কথা হয় , কথার প্রেক্ষিতে কথা বাড়ে , সুনাম দুর্নাম উভয়ই রটায় । সব রটানো জিনিস নিয়ে মাথা ঘামাতে হয়না , কারণ দুনিয়ার কেউ আপনার গল্প আপনার থেকে ভালো ভাবে জানেনা ।সবাইকে জানাতেও হয়না ।

আমাকে আমার কাছে একজন আপু বলেছিলেন -

" তোর আইডি কার্ডের মেয়াদ যতদিন, ক্যাম্পাসে তোর গল্পগুলোও ততদিন।যেদিন আইডিকার্ডের মেয়াদ শেষ হবে, এই গল্পগুলোও থেমে যাবে।
কেউ মনে রাখবেনা তুই কি করেছিলি, কার সাথে গল্প করেছিলি , কার হাত ধরে ঘুরেছিলি, কাকে বিপদ থেকে বাঁচিয়েছিলি। কিন্তু, তোর জীবন, তোর সিদ্ধান্ত, তোর সুখ তোর সাথে থেকে যাবে।"

এই কথাগুলোই তখন আমার শক্তির যোগানদাতা ছিলো। এই কথা আমিও অনেককে বলেছি এর পর থেকে। মানুষের গল্পের তোয়াক্কা না করে নিজে ভাল থাকাকে প্রাধান্য দিতে হয় । নিজের যে উদ্দেশ্য তা পূরণ করতে হয় , নিজে ব্যতীত বাকি সবার গল্পই মাকাল ফলের ন্যায় অন্তঃসারশূন্য ।

আমরা মানুষ , ভুল আমরা সবাই করি, কেউ প্রকাশ্যে কেউ বা অপ্রকাশ্যে। ওই যে কথায় আছে চুরি ধরা না পরা অব্দি সবাই সাধু , ব্যাপারটা এমনই । মানুষ অন্য মানুষের ভুল নিয়ে ঘাটতে আনন্দ পায় । গল্প বলে বেড়ানোর জগতে আপনি অনেক ভাগ্য নিয়ে এসেছেন যদি আপনি একটা ভালো সাপোর্ট সিস্টেম পেয়ে থাকেন , আর যদি আপনি সাপোর্ট সিস্টেম না পেয়ে থাকেন তাহলে ধরে নিবেন যে আপনি নিজেই শক্তিশালী বিধায় উপরওয়ালা আপনাকে একাই রেখেছেন ।

জীবনের অনেক জায়গায় অনেক ভুল হয়। জানতে, অজান্তে।

সব থেকে বড় ভুল কি জানেন ?
সব জায়গায়, সবার সাথে ভাল হওয়াটাই একটা বড় ভুল।

আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি , দেখা হবে খুব শীঘ্রই , আশা করছি সবাই ভালো থাকবেন ।



0
0
0.000
2 comments
avatar

সবার সাথে ভালো হওয়াটা ভুল হয়তো হবে, কিন্তু সবাই ভালো ব্যাবহার গ্রহন করতে জানে না। সবাইকে ভালো ব্যাবহার দিতে গেলে হিতে বিপরীত হতে পারে। জীবনের একটি মোক্ষম লেসন হলো, জীবন যেখানে যেমন, সেখানে তেমন হতে হয়। তা না হলে, পূর্ণতা পাওয়া যায় না।

তাই সবথেকে ছোট কি বড় ভুল টোকায়ে লাভ নাই, বরং ভুল কমাবার চেষ্টাই উত্তরণের সন্ধান দেয়। বাকিটা ইচ্ছার ওপর।

0
0
0.000
avatar

জীবনের একটি মোক্ষম লেসন হলো, জীবন যেখানে যেমন, সেখানে তেমন হতে হয়। তা না হলে, পূর্ণতা পাওয়া যায় না।

একদম সহমত পোষণ করছি । মাঝে মাঝে নিজস্বতা ধরে রাখতে হলেও নিজস্বতা ছাড়তে হয় , যাতে জীবনের বড় রাস্তায় নিজেকে হারাতে না হয় ।

Thanks for reaching 🌸

0
0
0.000