বাংলার রূপ আমি দেখিয়াছি!

যদি নদীর সৌন্দর্য দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি ৬৮ হাজার গ্রামের সৌন্দর্য দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি শিশির ভেজা ঘাসের সৌন্দর্য দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি ছয়টি ঋতুর সৌন্দর্য দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি সুন্দরবনের সুন্দরীদের দেখতে চাও তাহলে এদেশে এসো।যদি প্রাচীন সংস্কৃতি দেখতে চাও তাহলে এদেশে এসো।এদেশের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না।এ যে আমার বাংলাদেশ।
IMG_20200724_184319~2.jpg
হ্যাঁ বন্ধুরা আমি আমাদের বাংলাদেশের চিরচেনা বৈচিত্র্যময় রূপ ও সৌন্দর্যের কথা বলতেছি।
বাংলার কবি জীবনানন্দ দাশ যথার্থই এরকম একটা কথা বলেছিলেন যে, বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আমি খুঁজিতে যাই না আর পৃথিবীর রূপ।।আমিও কবির সাথে সুর মিলিয়ে বলি বাংলার রূপ আমি দেখিয়াছি।আমাদের বাংলাদেশ সত্যিই একটি সুন্দর দেশ।
IMG_20200724_183256~3.jpg
IMG_20200724_183049~2.jpg
আমাদের দেশের বৈচিত্র্যময় রূপে আমরা মুগ্ধ।
১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটারের আমাদের এই দেশে রয়েছে অগনতি প্রাকৃতিক সৌন্দর্য।ছয়টি ঋতুর গড়া এ দেশ রুপের নাই যেন শেষ।আমাদের দেশের কোন ঋতুই আমাদের নিরাশ করে না।বছরের ছয়টি ঋতুই তার সৌন্দর্য প্রকাশ করে।সারা বছরই অপূর্ব চিত্রের মত তার সৌন্দর্য প্রকাশ করে।এই দেশের প্রাকৃতিক দৃশ্য সত্যিই চোখ ধাঁধানো। প্রকৃতি আমাদের জীবনে আকার দেয়।এটি সবকিছু বদান্যতা ও অতিশয় দানশীলতার সাথে অর্পণ করে।
IMG_20200724_180230~2.jpg
পাখির শব্দে এখানে সকালে ঘুম ভাঙে।শিশির ভেজা সকাল সবাইকে মুগ্ধ করে।এদেশে প্রচুর সবুজ সবজি জন্মে।আরও রয়েছে প্রচুর সবুজ গাছপালা।তাই আমাদের এই সুন্দর দেশটাকে আবার সবুজের দেশও বলা হয়।এদেশের অনেক দর্শনীয় স্থান রয়েছে।পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতও আমাদের দেশেই অবস্থিত।রয়েছে আরো এদেশে ম্যানগ্রোভ সুন্দরবন।সুন্দরবনে দেখার মতো অনেক সুন্দরী গাছ রয়েছে।নদীমাতৃক এই দেশে রয়েছে অসংখ্য ছোট ও বড় নদ-নদী।নদীগুলো গ্রামের ভেতর দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে।নদীগুলোর প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ।
চাঁদনী রাতে যখন নদীর ওপর আলো পড়ে তারা অতিশয় উজ্জ্বল ক্ষুধাবর্ধক হয়।আমাদের মাঝিরা মর্মস্পর্শী গান গেয়ে নদীতে নৌকা চালায়।
এদেশের রয়েছে প্রাচীন সংস্কৃতি।ঐতিহ্যবাহী প্রাচীন সংস্কৃতি মানুষের অন্তরে অন্তরে গাঁথা।এদেশের সংস্কৃতিতে জড়িয়ে আছে মানুষের অনেক স্মৃতি।
IMG_20200724_184820~2.jpg
IMG_20200724_185155~2.jpg
নিজ দেশের এতো সব সৌন্দর্য রেখে কেন আমরা পৃথিবীর রূপ খুঁজতে যাই।আমাদের ঘরের পিছনেই রয়েছে অতি আবেগের প্রাকৃতিক সৌন্দর্য, যা পৃথিবীর অন্যান্য রূপকেও হার মানায়।
তাইতো কবির মতো আমিও বলি বাংলার রূপ আমি দেখিয়াছি।

Follow my twitter

Subscribe my youtube channel

Thank you

@mdaminulislam



0
0
0.000
6 comments
avatar

Manually curated by ackhoo from the Qurator Team. Keep up the good work!

0
0
0.000
avatar

The place looks stunning. I wish i could visit there!

0
0
0.000
avatar

Yes, you can go to such places if you want.These beautiful places are inside our country.

0
0
0.000