নতুন জায়গার খাবারের স্বাদ

avatar

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আপনাদের সাথে খাবার নিয়ে কিছু কথা শেয়ার করব৷ চলুন শুরু করি-

আমরা হলাম খাদ্য প্রিয় বাঙালি। নানা বাহারি খাবার খেতে আমরা খুবই পছন্দ করি। বিশেষ করে আমরা যদি কোথাও ভ্রমণ করতে যায় তাহলে নতুন নতুন স্বাদের খাবার খেতে খুবই পছন্দ করি৷ ভিন্ন জায়গার খাবারের স্বাদ কেমন তা উপভোগ করতে যেনো আমরা কোনো ভাবেই ভুলতে পারি নাহ। কয়েক দিন আগেই আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভাঙ্গা হয়ে ফরিদপুর গিয়েছিলাম, আমরা কয়েকজন বন্ধু মিলে। পদ্মা সেতু দেখে একবারে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছিল। এজন্য আমরা ট্রেন থেকে নেমে ভাঙ্গা বাস স্টেশনে গেলাম। সেখানে যেতে বিকাল ৩ টা বেজে গিয়েছিল, আমাদের সবারই দুপুরের খাবার খাওয়ার দরকার ছিল।
IMG_20230512_143947.jpg

IMG_20230512_143943.jpg

IMG_20230512_143801.jpg

আমার নিজেরও খুবই খিদা লাগছিল। এজন্য আমরা সবাই চলে গেলাম একটা খাবারের দোকানে। কয়েকটা দোকান আগে ঘুরে খাবারের দাম জিগালাম। এরপর আমরা একটা দোকানে গিয়ে তেহেরী অডার দিলাম গরুর মাংসের। প্রতি প্লেট এর দাম ১২০ টাকা করে। নতুন জায়গার খাবার কেমন হবে, তা আমাদের কারুরই জানা ছিল না। আমরা খাবারটা অডার দিয়ে ভিতরে টেবিলে গিয়ে বসলাম। এরপর কিছুটা সময় পর আমাদের সবার খাবার দিয়ে গেল। তেহেরীর স্বাদটা মোটামুটি ছিল৷ খুব একটা খেতে আমার কাছে ভালো লাগে না। আসলে নতুন জায়গার মানুষের হাতের রান্নার স্বাদ একটু ভিন্ন লাগতেই পারে।

খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই খাবারের বিলটা দিয়ে দিলাম। একটা মজার বিষয় বলি, আমরা মোট পাঁচ জন ছিলাম, যে পরিমাণ প্রতি প্লেটে ভাত দিয়েছিল, তাতে আমাদের পেটটা পুরোপুরি ভরে না৷ শুধু খুদাটা নিবারণ করার জন্য আমরা খাবারটা খেয়েছিলাম। আমি এর আগে কখনও ফরিদপুর যায় নাই, বা সেখানকার খাবারের স্বাদটা কেমন তাও জানতাম না। সেদিনই প্রথমবার জানতে পারলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠার জন্য বাস স্ট্যান্ড এ চলে গেলাম। এরপর আমাদের গন্তব্যের পথে যাত্রা শুরু হয়েছিল।

পেটে খুদা থাকলে স্বাদবিহীন খাবারও আমাদের পেটে চলে যায়। কোনো ধরনের অভিযোগ ছাড়া। কিন্তু যদি পেটটা সামান্য ভরা থাকে, তাহলে যদি স্বাদের খাবারই দেওয়া হোক না কেনো, নিজের কাছে যেনো মনে হয় স্বাদটা ভালো লাগতেছে না। আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের সবার কাছে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।



0
0
0.000
0 comments