বাকরুদ্ধ.!.....

বাকরুদ্ধ.!.....

IMG_20231008_125454.jpg

মানব জীবনে সুখ, দুঃখ আসে, আসবেই এটাই স্বাভাবিক। কিন্তু হয়ত সেটা কিছুটা নয়স ভেদেও এসে থাকে। কিছু মানুষের জীবন সব সময়ই আলাদা নিয়মে চলে যা, অন্যদের জীবন পরিচালনার থেকে ভিন্ন৷ আমার জীবনটাও সেই ভিন্ন দলের মানুষদের মতো। ছোট বেলা থেকেই জীবনে চলার পথটা আলাদা। যেখানে, ছোট বেলায় সবাই খেলতে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকে। সেখানে একই সময় আমাকে ভাবতে হয় কিভাবে নিজের প্রয়োজন গুলো পূরণ করা যায়৷ হাই স্কুল জীবন থেকেই পারিবারিক নানা টানাপড়ার কারণে চেষ্টটা করে চলেছি নিজের খরচগুলো যেভাবেই হোক জোগার করার৷ শত কষ্টের মাঝেও আমি আমার পড়াশুনা বন্ধ করি নাই৷

কখনও নিজের ইচ্ছা মতো পোশাক কেনা, ঘুরতে যাওয়া, খাবার খাওয়া ইত্যাদি কাজগুলো করতে পারি নাই। কারণ, দিন শেষে সকল খরচই আমাকে বহন করতে হতো। পরিবারের সার্মথ্য ছিল না অর্থ দেওয়ার। তবে আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি। কারণ, সৃষ্টিকর্তা যা দেন সেটা ভালোর জন্যই দেন। নিজে টিউশন করায়ে কলেজ পর্যন্ত পড়াশুনা করলাম এখন এডমিশনে জন্য কোচিং করতেছি৷ সব খরচই আমাকে জোগার করতে হয়৷ পড়াশুনার পাশাপাশি হাজারও ভাবনা ভেবে অর্থের জোগান দিতে হয়৷ এরই মধ্যে আব্বুর শরীর বেশি খারাপ হওয়ায় পরিবারেরও অনেক খরচই নিজেকে চালাতে হয়৷ যেখানে সবাই পরিবার থেকে অর্থ নিয়ে পড়াশুনা করতেছে।

সেখানে আমি নিজের খরচ জোগার করেও পরিবারকে দেখার চেষ্টটা করে যাচ্ছি। এই তো গত মাসে নিজে দায়িত্ব নিয়ে বোনের বিয়ে দিলাম। মাঝে মাঝে মনে হয়, আমার জীবনটায় কেনো এমন মাত্র ২০ বছর বয়সে এতো দায়িত্ব পালন করা লাগে। যেখানে এই বয়সে অন্যরা বন্ধুদের সাথে আড্ডা আর ঘুরতে সময় ব্যয় করে। সেখানে, আমাকে সকল দিক বিবেচনা করে চলতে হয়৷ বাবা-মাকে ডাক্তার দেখাতে হয়, নিজের খরচ চালাতে হয়। কিছু দিন হলো অনেক অর্থ সংকটে আছি। তারপরও আল্লাহ তায়ালার উপর ভরসা করে চলতেছি৷ কারণে, আল্লাহ তায়ালা আমাকে এতটুকু বয়সে যা দিয়েছেন, তা হয়ত অন্যদের দেন নাই। যার জন্য আমি এতো দায়িত্ব পালন করতে পারতেছি৷ এজন্য আল্লাহর হাজারো শুকরিয়া (আলহামদুলিল্লাহ).

মাঝে মাঝে নিজেই হতাশাগ্রস্ত হয়ে যায়। চিন্তায় পরে যায়। পরেই আল্লাহ আমাকে হতাশামুক্ত করে দেন৷ তবে বেশির ভাগ সময় আমি আমার জীবনটাকে নিয়ে বাকরুদ্ধ হয়ে থাকি৷ জীবনের অস্তিত্ব যেনো খুজে পায় না। নিজের খুশি, আনন্দ গুলো যেনো ভুলে গেছি।আমি মনে করি, ইনশাআল্লাহ, আল্লাহ আমার এই কষ্টের দিনগুলো খুব শীঘ্রই দূর করে দিবেন৷

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে, আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

ধন্যবাদ।



0
0
0.000
0 comments