আবার সেই ম্যাস জীবনের মুড়ি পার্টি

আবার সেই ম্যাস জীবনের মুড়ি পার্টি।

IMG_20231010_015522.jpg

বিগত চার বছর ম্যাস জীবনে অনেক আনন্দ, খুশি এবং কষ্টের মাঝে দিন পার করেছিলাম। এখন মাঝো মাঝো দিনগুলো স্মৃতির পাতায় ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয়, আবারও রুমমেট দের সাথে বসে সেই আড্ডা দিতে,গল্প করতে। আবারও সেই সবাই মিলে মুড়ি পার্টি দিতে। কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না৷ এখন আমি ডুয়েটে এডমিশন দেওয়ার জন্য গাজিপুরে আছি৷ এখানেও ম্যাসের মতো। পাথর্ক্য হলো এখানে কোচিং এর আবাসিকে থাকি, ইচ্ছা করলেই কোনো কিছু করা যায় না। তারপরও অনেক সময় বন্ধুরা মিলে কিছুটা সময় আড্ডা দেয়।

আমার আবাসিকে একই তলাতে আমাদের কলেজের আমরা দুই বন্ধু থাকি। কিন্তু আমাদের রুম আলাদা। আর বাকি সবাই অন্যান্য জেলার। মাঝে মাঝে আমি বন্ধুর রুমে যায়, আবারও মাঝে মাঝে বন্ধু আমার রুমে আসে। এতে আমাদের ডিপ্রেশন কিছুটা হলেও দূর হয়। তবে এখানে সবাই সাথেই প্রায় ভালো মিল হয়ে গিয়েছে৷ সবাই এক সাথে থাকছি, কোচিং করছি৷ সব দিক দিয়ে একটা নতুন পরিবার গঠন হয়ে গিয়েছে৷ আজ ২/৩ দিন ধরে সব সময় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। গতকালকে হঠাৎ আমার বন্ধু আফ্রিদি বললো বন্ধু চলো আজকে মুড়ি পার্টি দেওয়া যাক। আমি বললাম ওকে চলো ঠিক আছে।

IMG_20231005_232406.jpg

IMG_20231005_232027.jpg

IMG_20231005_232023.jpg

আমার বন্ধুর দুই রুমমেট এবং আমি মিলে রাত ১১ টার সময় বাইরে থেকে মুড়ি, চানাচুর কিনে আনলাম। তখন বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল। রুমে এসে পেঁয়াজ মরিত কেটে নিয়ে সবাই মিলে মুড়ি মাখানোর কাজ শুরু করলাম। এরপর খাওয়ার পালা, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা রুমে আড্ডা দিয়ে মুড়ি পার্টি করতেছি৷ এর মজাটাই অনেক বেশি৷ যা বলে বোঝানো যাবে নানে। মনে হচ্ছিল যেনো সেই ম্যাস জীবন আবার ফিরে পেয়েছি। বেশ আনন্দের সাথে মুহুর্তটা কেটেছিল।

সবাই ভালে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন পোষ্ট নিয়ে৷ সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।



0
0
0.000
0 comments