My some flower Photography..
Hi friend's,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব৷ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে৷ চলুন শুরু করি
এই ফুলটা আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। এটা অনেকটা সূর্য়মুখী ফুলের মতো। তবে আকারে ছোট। ছবিটা আমি পার্কে ঘুরতে গিয়ে তুলেছিলাম। এটার সঠিক নাম আমার জানা নেই। এক সাথে অনেকগুলো ফুল ফুটে থাকায় দেখতে অনোক ভালো লাগছিল।
এটা ডালিয়া ফুল। ফুলগুলো ফোটার পর দেখতে অনেক সুন্দর লাগে। ফুলের ঠিক মাঝ খানে হলুদ কালারের চিকন চিকন শীষ থাকে। যেটার জন্য ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। অনেকগুলো ফুল এক সাথে ফুটে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে।
এই ফুলটা দেখে অনেকেই মনে করতে পারে এটা গাঁধা ফুল। কিন্তু না, এটা গাধাঁ ফুলের মতো দেখতে হলেও এটার জাত ভিন্ন৷ সাইজে ছোট ছোট হয়৷ ফুলের পাপড়িগুলো খুবই চিকন এবং ছোট সাইজের হয়ে থাকে। আসলে সৃষ্টি কর্তার প্রতিটা সৃষ্টিই খুবই সুন্দর। এই ফুলগুলো একই গাছে অনোকগুলো ফুটে থাকে। যার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগে।
এখানে সব বাহারি রঙের ফুল ফুটে আছে। এই জাতীয় ফুল কিন্তু তাদের কালারগুলো ভিন্ন৷ এগুলো একসাথে অনেক ফুল ফুটেথাকে। এজন্য পূরো জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে।
প্রকৃতির সব রূপইসব সময় আমাদেরকে মুগ্ধ করে। এজন্য আমরা সব সময় নিজেদেরকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতো চায়৷ আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্টে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য৷