সুন্দর দিন

avatar

সকাল থেকেই একটি উষ্ণ দিন শুরু হতে যাচ্ছে। সকালের সূর্য যখন আমার ত্বকের উপর উষ্ণতা ছড়াচ্ছিল তখন আমি জানালার বিপরীতে তাকিয়ে ছিলাম। আপনি জানেন আমি তখন কিসের সৌন্দর্য উপভোগ করছিলাম? সকালে দিগন্তের উপরে সূর্যোদয়ের একটি সুন্দর দৃশ্য তখন আমাকে মুগ্ধ করছিল। আমার সাথে থাকা প্রায় সকল বন্ধুরা আমার দিকে খুব বিরক্তের সাথে তাকিয়ে ছিল। যখন তারা জানতে পেরেছিল যে আমি সাধারনত খুব সকালে ঘুম থেকে উঠি। কারণ আমি একটা দিনও সূর্যোদয় দেখা বাদ দিতে পারিনি। আমি তাদের কথায় কিছু মনে করিনি যখন তারা এটা শুনে আমাকে পাগল বলে ছিল।

আমি সবকিছু ভুলে দীর্ঘশ্বাস ফেলে নতুন দিন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি আমার ঘর থেকে বের হয়ে নিচে নেমে একটি সুন্দর নাস্তার আয়োজন করছিলাম। ছাত্রজীবনে সুন্দর নাস্তা পাওয়া আমার কাছে বরাবরই সৌভাগ্যের বিষয় ছিল। কিন্তু তার পরেও প্রতিটা দিন আমার কাছে সুন্দর। আজকের নাস্তা টোস্টের উপর নরম সিদ্ধ ডিম হালকাভাবে লবণ এবং মরিচ দিয়ে মেশানো। এটা আমার অসাধারণ পছন্দের একটি খাবার। যেটার উপর আমি কখনো বিরক্ত হই না। এবং প্রতিদিনের মত আজকেও এটাতেই আমার সুন্দর সকালের নাস্তা হয়ে যাবে। আমার রুমমেটরা যাতে কোন ভাবে জেগে না যায় সেই জন্য আমি খুব সাবধানতার সাথে নিজের কাজগুলো সম্পন্ন করছি। যাতে তারা কোন শব্দে তাদের ঘুম ভেঙে না যায়। আমি সকল কাজ শেষ করে নিজেদের বসার ঘর খাওয়ার জন্য বেছে নিয়েছিলাম।

আমি কিছুক্ষণ আমার ঠান্ডা ডিমের দিকে তাকিয়ে ছিলাম। আমার পেটে গিঁট খুদা পেয়েছিল যেটা আমাকে আরো কঠিন করে তুলছিলো। আমি প্রতি সপ্তাহে একটি দিনের জন্য অপেক্ষা করি। যেটা আমার কাছে পছন্দের দিন হয়ে ওঠে যখন থেকে এটা ছুটির দিন হিসেবে আমার কাছে আসে। আমি প্রতি ছুটির দিনে আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাই। যেখানে আমার মা আগে থেকেই আমার পছন্দের সকল খাবার রান্না করে রাখে। সেই দিনটায় আমি না চাইতেও আমার ঘুম থেকে ওঠা হয় অনেক দেরি করে। আমি নিজেও সেই দিনটা আমার জন্য শান্তির দিন হিসেবে থাকে যেখানে আমার গভীর ঘুম হয়। মাঝেমধ্যেই আমি চেষ্টা করি একটি গোছানো দিন তৈরি করার। যে দিনটাতে আমার সবকিছু নিখুঁত থাকবে।

যখন থেকেই আমি পরিবারের বাইরে থাকা শুরু করেছি আমার কাছে এসব কিছুর ভিন্ন একটা দিক তৈরি হয়েছে। আমি যখন স্কুল কলেজে ছিলাম তখন আমি বন্ধুদের সংজ্ঞা ভিন্নভাবে নিজের মধ্যে গ্রহণ করেছিলাম। আমি ভেবেছিলাম বন্ধুরা কখনো কারো ক্ষতি করতে পারেনা‌। বন্ধুরা মানেই আরেকটা পরিবার, যেখানে আমরা নির্দ্বিধায় নিজেদের সমস্যাগুলো খোলা মনে বলতে পারি। আমি যখন থেকে হোস্টেল জীবন শুরু করেছি বন্ধুত্বের সংজ্ঞা পরিবর্তন হয়েছে। আমি দেখেছি বন্ধুরাও বন্ধুদের নিয়ে হিংসা করতে জানে। পরিবার থেকে দূরত্ব টা আমাকে এখন অনেক কিছু শিখিয়েছে।

দূরত্বটা আমাকে শিখিয়েছে কিভাবে একা নিজের একটি দিনকে সুন্দর করা যায়। কিভাবে নিজের জন্য সময় কাটানো যায়। কিভাবে নিজের জন্য রান্না করে সেটা নিজেই প্রশংসা করতে হয়। আমার পৃথিবীটা খুব ছোট পরিসরের। আমি পরিসর থেকে কখনো বের হব এটা চিন্তা করিনি। আমি আপনাকে এটা বলতে পারি পরিবার থেকে যখন আপনি নিজের একটি জীবন তৈরি করতে নিজের দরজা থেকে বাইরে পা রাখবেন, এটা যেমন আপনার জন্য সুফল থাকবে তেমন আপনার জন্য কঠোর থাকবে। কিন্তু তার পরেও প্রতিনিয়ত আমি আমার একটি সুন্দর দিন তৈরীর কাজে নিযুক্ত রয়েছি। আমি আশেপাশে কে কি বলছে সেটাই কান্না দিয়ে নিজের সময়টাকে সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করেছি।

IMG20200701182832.jpg



0
0
0.000
1 comments