অসম্পূর্ণ গল্প

avatar
(Edited)

এটি একটি স্নিগ্ধ সন্ধ্যা।

বাইরের আবহাওয়া অসম্পূর্ণ কোন গল্প তুলে ধরছিল। আমার রুমের জানালার পাল্লা গুলো ঝড়ো হাওয়ায় নিজের অস্তিত্ব বুঝাচ্ছিল। বজ্রপাত, বজ্রধ্বনি, আকাশের বিদ্যুৎ চমকানো আমাকে সুন্দর সন্ধ্যা উপহার দিচ্ছিল। বৃষ্টির আবরণ অবিরাম ঝরে পড়ছিল বাতাসের চাদরে। অন্ধকার কতটা সুন্দর হতে পারে বৃষ্টির ফোঁটা গুলো সেটাই প্রকাশ করছিল। বৃষ্টির আদুরে ছোঁয়া রাত্রির অন্ধকারকে ঢেকে দিচ্ছিল। ঘর থেকে একটি চেয়ার জানালার পাশে নিয়ে বসে, আমি কাচযুক্ত জানালা ভেদ করে বৃষ্টির ফোঁটার দৌড় উপভোগ করছিলাম। আমি আমার আর তার স্মৃতির দিকে তাকাই যা এখনো অসম্পূর্ণ রয়েছে।

যখনই তার ধূসর চোখের দিকে তাকিয়ে থাকতাম, আমাকে ভালোবাসার গভীরে নিয়ে যেতো। তার চকচকে কালো চুল সমুদ্রের ঢেউয়ের মত এলোমেলো হয়ে সামনে আসতো। মাঝেমধ্যেই যখন সে আমার দিকে তাকাতো আমার মনের মধ্যে ঝড় ওঠতো, চিনচিন ব্যথা অনুভব হতো তীব্র ভালবাসার ঢলে। আমি যখনই পিছন ফিরে তাকাই তার প্রতিধ্বনি আমাকে মনে করিয়ে দেয় এখনো পথ বাকি রয়েছে। যে পথে পূর্ণিমার চাঁদের আলো আমাদেরকে পথ দেখাবে। কিন্তু এটি কেবল একটি প্রতিধ্বনি মাত্র। যা আমাকে মনে করিয়ে দেয়, যে অসম্পূর্ণ গল্প তৈরি করে সে কখনো সম্পূর্ণ করতে ফিরে আসে না। তিনি হয়তো জিনিসগুলো অনুভব করার প্রয়োজন মনে করেনি।

সত্যিই হয়তো স্মৃতিগুলো ধারণ করার তার ক্ষমতা রয়েছে। আমি যেভাবে ভেবেছিলাম তিনি তার উল্টো ভেবে সময় নিয়েছে। আমরা দুজনে এমন কিছু সময় পার করেছি যখন আমার মনে হয়েছিল এটা আমাদের দুজনেরই অস্তিত্বের লড়াই। আমরা হারতে প্রস্তুত ছিলাম না। পুরনো গানের সুর আমাদের এখনো ভীষণ পছন্দ। আমরা যতবারই শুনি নতুন করে আমাদের ভিতরে ভালোবাসা জাগায়। ঠিক আপনার ভালোবাসাও আমার কাছে পুরনো বা স্মৃতি হয়ে রয়ে যায়নি। আমি যখনই এর দিকে ফিরে তাকাই তা আমাকে নতুন করে ভালোবাসায় মুগ্ধ করে। চলে যাওয়ার আগে আমাকে বলেছিল, আপনি জানেন না আপনি ভবিষ্যতে কি পেতে চলেছেন। কিন্তু তিনি একবারও বলার প্রয়োজন মনে করেননি, আপনি এখন কি হারাতে চলেছেন।

আমি তার কথা ভেদ করার প্রয়োজন মনে করিনি। তখন আমি আমার নির্জনতাকেই মূল্য দিয়েছিলাম, আমি একাই সবচেয়ে বেশি সুখী। কেউ আমাদের জীবন জটিল করে তুলতে পারে। নির্জনতা একাকীত্ব কে উপহার দিতে পারে, কিন্তু জটিল করবে না। তিনি তার ভালোবাসা এবং স্মৃতি গুলোকে লাগেজ ভরে ফিরে গিয়েছিলো। আমি ফিরে যেতে হোঁচট খেয়েছিলাম, উঠার জন্য হাত বাড়িয়ে তাকে আর খুঁজে পাইনি। আমি তাকে ফেরানোর জন্য একবারও চেষ্টা করিনি। ততক্ষণ পর্যন্ত চেষ্টা করিনি যতক্ষণ আমার ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও আমি একাই রয়ে গিয়েছিলাম।

এটি জীবনের সেই সময় যেটাকে আমি সব থেকে বেশি অপছন্দ করতাম। কিন্তু এটি আমার কাছে রয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এই সময়টা কখনো পাবো না। কোন না কোন উপায় খুঁজে আমার ভেতরে আবার প্রবেশ করেছে। একটা মৃদু দীর্ঘশ্বাস ঠোঁট বেয়ে বেরিয়ে আসে। এটা সুন্দরভাবেই আমাকে তার কথা মনে করিয়ে দেয়। দুঃস্বপ্নে জর্জরিত ঘুমের মধ্যে আমি কিভাবে ফিসফিস করবো এবং অনুনয় করব তা জানা ছিল না। শুধু এটি আমাকে মন ভারী করতে সহযোগিতা করেছিল। যখন তিনি আমার বন্ধু ছিলেন আমি বিশেষ কোনো অনুভূতি নিজের মধ্যে লক্ষ্য করেনি। শুধুমাত্র আমি তার সাথে নিজের অস্বস্থির কথা ভাগ করতাম, ছোট ছোট কথাগুলো ভাগ করে আনন্দ পেতাম।

আমি অনেক আগে থেকেই হয়তো তার ওপর আবদ্ধ ছিলাম। আমি তাকে বারবার প্রশ্ন করতাম আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন? এর উত্তর হিসেবে অন্য কিছু আশা করতাম। তার উত্তর শোনার জন্য আমার পর্যাপ্ত সময় ছিল। গ্রীষ্মের ঝড় ক্ষিপ্ত সময় তৈরি করেছিলো। আমি রুমের অন্ধকার কোণায় দাঁড়িয়ে তার কথা মনে করছিলাম। জানালা দিয়ে হিমশীতল বাতাস বইছিল, যা উদ্বিগ্ন মেঘের মধ্যে আমার শ্বাস প্রবাহিত করছিল। উষ্ণ হলুদ আলো অন্ধকারকে আরো দূরে সরিয়ে দিয়েছিল। সেই সময় বজ্র আরও একবার বিধ্বস্ত হয়েছিল, তবে অবশ্যই আপনি আমাকে এই আলোতে খুঁজলে খুঁজে পাবেন।

Image

young-couple-stand-window-look-night-street_107791-10545.webp



0
0
0.000
2 comments