নিরবতা

avatar

একটা দিন ছিল যখন নীরবতা সঙ্গ দিতে চাইত না। সূর্যের আলোক রশ্মী আর রাতের বেলা চাঁদের আলো জীবনকে প্রফুল্ল করে রাখত। প্রতিমুহূর্ত ছোট ছোট ঘটনা গুলো মনে করিয়ে দিত জীবন সুন্দর। আমি দেখেছি আমাদের নীরবতা মাঝেমধ্যে সুফল বয়ে আনতে ‌। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা তর্ক করতে ভীষণ পছন্দ করে। আপনি আমার সাথে একমত হবেন, তারা যতক্ষণ পর্যন্ত তর্কে জিতে না যায় তারা থামবে না। কিন্তু মানুষ বলে বুদ্ধিমান লোকেরা নাকি তর্ক করেনা। আবার বিপরীত দিকে আমাদের কাছে এমন মানুষ থাকে যাদের সাথে আমরা তর্ক করতেই ভালোবাসি। আমরা চাই সেই মানুষগুলো আমাদের সাথে প্রচুর কথা বলুক।

নিজেদের নীরবতার প্রাচীর ভেঙে আমাদের কাছে একটি উন্মুক্ত বই হিসেবে প্রকাশ হোক। আপনি ভাবতে পারেন যখন পৃথিবীর সব মানুষ শান্ত হয়ে যাবে, তখন সর্বত্র অন্ধকার থাকবে। নিজের কাছের কেউ যখন দরজা বন্ধ করে, তখনই আমরা কিছু সন্দেহ করতে শুরু করি। নীরবতার মাঝে আমরা নিজেদেরকে লুকিয়ে ফেলতে চাই। আমরা মনে করতে চাই আমাদের চারপাশের সবকিছু নিখুঁত, নিরাপদ। তাই আমরা নিরাপত্তার চাদরে ঢেকে ভান করতে চাই পৃথিবীতে কোন সমস্যা নেই। আমরা নিজেদের আনন্দের সময় বাতাসের চিৎকারে উপহাস করতে পছন্দ করি। আবার ঠিক একইভাবে যখন নিজেরা নীরবতায় বাস করি, তখন বাইরের জাঁকজমক আমাদের কষ্ট দেয়। নিজের মধ্যে হিংসা তৈরি হয়। মনে হয় আমার নিরবতায় পৃথিবী আনন্দ করছে।

নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে কেন আমার মন খারাপে পৃথিবী আনন্দ অনুভব করছে। তারা কেন এই সময় আমার পাশে নেই। এটি আমাদের মধ্যে অতি সক্রিয় কল্পনা, যার সাহায্যে আমরা অভিনয় করার চেষ্টা করি। আমি প্রথম থেকে যদি শুরু করি, এটা গত সপ্তাহের কথা যখন সবে আমার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ঘরির কাটায় তখন রাত তিনটা বেজে কয়েক সেকেন্ড এগিয়ে ছিলো। আমি নিজের পাঠ্য বইয়ের পড়া শেষ করে বইটি টেবিলে ঘুম পাড়িয়ে রেখে ছিলাম। আমি জানতাম সেই সময় আমি যে তথ্যগুলো করছিলাম সেটা আমার মস্তিষ্ককে আরো ক্লান্ত করে তুলবেন। তখন রাত শেষ পর্যায়ে ছিল। আমার বাসার পিচ কালো জানালায় একটি আলোর ঝলক আমার নজর কেড়েছে। আমি সেটাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম। পরক্ষণেই আমি সূর্যের আলোর দেখা পাই। আমার ঘুমানোর সময় শেষ ছিল। কিন্তু তার পরেও আমি ঘুমানোর জন্য সময় বের করে নিয়েছিলাম।

আমার সম্পূর্ণ পুরো দিনের মধ্যে রাতের অংশটা খুব প্রিয়। সেই সময়টাতে আমি নিজের জন্য আলাদা করে একটু সময় পাই। আমি সারাদিন এর ছোট ছোট ঘটনাগুলো নিয়ে হাসি এবং মন খারাপ করি। প্রত্যেকটা মুহূর্ত আমি যেভাবে নিজেকে নিয়ে উপভোগ করি, তার থেকেও বেশি উপভোগ করি রাতে। রাতে আমি কোন শব্দ খুঁজে পাইনা। শুধু নিজের মনের শব্দ ছাড়া আশেপাশে কারো কন্ঠ শুনতে পাই না। শুধু নিজের মনের কন্ঠ ছাড়া তখন একমাত্র সঙ্গ দেওয়ার জন্য ঘড়ির কাঁটার টিক টক শব্দটাই পাশে থাকে। যেটা আমাকে প্রতিটা সময় মনে করিয়ে দেয় আমরা এখন নিজের জন্য সময় কাটাবো।

নিরবতা এক কঠিন একাকীত্ব। যেটার সাথে লড়াই করে বেড়ে ওঠা বেশ কঠিন। কিন্তু আমরা প্রত্যেকটা সময় লড়াই করেই বেঁচে থাকি। এর মধ্য দিয়ে জীবন পার হলেও এর মধ্যে নানা ধরনের রং এর মিশ্রণ থাকে। যাকে আমরা একটা সময় স্মৃতি হিসেবে গণ্য করি। আমরা কখনো চেষ্টা করি না নিজের সময় গুলোকে ধরে রাখার‌। শুধু একটাই চেষ্টা থাকে পরবর্তী দিন আমরা কি করতে চলেছি। নীরবতা আমাদের নিজেদের সাথে লড়াই করতে সাহায্য করে। আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা কিভাবে পরেরদিন নতুন সূর্যের দেখা পাবো। আমরা অপেক্ষা করি প্রতিদিনই নতুন দিনের আশায় এবং নতুন করে একটি দিনও খুঁজে পাই। কিন্তু শুধুমাত্র আমরা নিজেদেরকে নতুনভাবে তৈরি করতে পারিনা।

IMG_20220616_204217.jpg



0
0
0.000
4 comments
avatar

এই গানটা আমার অনেক পছন্দ। আমি এখন এই গানটাই শুনছি। ❤️

0
0
0.000
avatar

Congratulations @shahinaubl! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000