সাক্ষী

avatar

তাহলে কি সবকিছু স্বপ্নের মধ্যে ঘটেছিল? তাহলে আমি আমার স্বপ্নে বাস্তবতা কেন খুঁজতে গিয়েছিলাম? আমি সেখানে ছিলাম? সেখানে আমি গিয়েছিলাম? তখন তার বাস্তবতা বিকৃত হতে শুরু করেছিল, তিনি নিজের মধ্যে বিকৃত অনুভব করছিলাম। তিনি কোনোভাবেই তখন কোন কিছু বাস্তব বলে মেনে নিতে পারছিল না। কিন্তু তার পরেও তার কাছে কোন কিছু জাল মনে হচ্ছিল না। নিজেকে বোঝার চেষ্টা করেছেন তিনি। সেই জায়গায় পৌঁছেছেন, তিনি বাস্তবতা সবকিছু নিশ্চিত করতে কোন কিছু একটা খুঁজছেন। যেটা তাকে বেঁচে থাকার অনুভূতি দিবে। হয়তো তিনি কিছুই খুঁজে পাবেন না। তিনি সেখানে শুধু বাতাসের পাতলা হাওয়া অনুভব করছিলেন।

তিনি নিজের মধ্যে তখন চাপ বহন করছিলেন না। তিনি শুধু বাস্তবতা খুঁজে ছিলেন। তিনি অনুভব করছিলেন নিজের মধ্যে বাতাসের থেকেও পাতলা কিছু। জীবন তখন স্বর্গের মতো অগম্য ছিল এবং তিনি নরকের ফাঁকা খাদের মধ্যে অবিশ্বাস্যকর ভাবে পড়েছিলেন। না, না, তিনি অবশেষে তার মনকে থামিয়ে ছিলেন। তিনি কোন স্বপ্নের মধ্যে ছিলেন না, তিনি জানতেন তিনি বাস্তবতায় ছিলেন। তিনি চাইলেও তখন আর সত্যকে দূরে ঠেলে দিতে পারেনি। প্রতি মুহূর্তে তাকে সত্যের মুখোমুখি হতে হয়েছিল। জীবনে এমন কিছু যেটা কখনো এড়িয়ে চলা যায় না। তিনি শুধু চিন্তা করছিলেন সেই মানুষগুলোর কি সমস্যা ছিল?

তারা কি শুধু মাত্রই বোকা ছিল নাকি ভীষণ অমনোযোগী? নাকি তারা আমার কথায় পাত্তা দিতে চাইনি? তিনি শুধু এটাই চিন্তা করছিলেন এতগুলো মানুষ কেন তাকে বিশ্বাস করল না। তারা কি নিজের চিন্তা ভাবনা তে ইয়েইও হত্যাকাণ্ডকে এড়িয়ে চলতে চেয়েছিল? তার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছিল। কিন্তু তার কোন উত্তর ছিল না। তাই নিজের জন্যই প্রশ্নগুলো ব্যাখ্যা করার উপায় খুঁজছিলাম। তিনি আবারো ধীরে ধীরে, কাঁপতে কাঁপতে, তার দুর্বল ও রক্তাক্ত আঙ্গুলগুলো দিয়ে পুলিশকে ফোন করলো। তারা ফোন তুলেছিল। অফিসার হ্যালো বলার পর তিনি তাঁকে বলেছিলেন আমি একটি হত্যাকাণ্ডের রিপোর্ট করতে চাই।

তিনি আবারও সেই হত্যাকাণ্ডের গল্প বলা শুরু করলেন। অফিসার বলল যে, আমি আপনার সব কথা শুনতে পেয়েছি।দয়া করে আপনি আপনার নাম কি বলবেন? তিনি কোনো উত্তর দেওয়ার আগেই অফিসার হেসে ফোন কেটে দিলাম। ফোনটি কাটার আগে অফিসারে আবারো সেই কথাটি বলল। দয়া করে আমাদের এখানে মজা করার জন্য ফোন করবেন না। অবশ্য মজা করার জন্য আপনার নাম জানার প্রয়োজন নেই। তিনি প্রতিবাদ করতে চেয়ে ছিলেন। প্রতিবাদ করার জন্য যখন তিনি মুখ খুলে ছিলেন, তার আগেই ফোনটি কেটে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করলো।

তিনি একটু জায়গা থেকে সরে বসে। নিজেকে শান্ত করার জন্য তিনি কিছুক্ষণ সময় নিয়েছিল। তারপর তীব্রভাবে নিঃশ্বাস নিয়ে নিজের প্রতি রাগ ঝেড়েছিল। তিনি তার চোখ বন্ধ করে নিল আকাশের দিকে মুখ করে ছিল। সূর্যের আলো কিছুক্ষণ অনুভব করে তিনি ধীরে ধীরে চোখ খুলে ছিলেন। সে চুপচাপ নিজের সাথে কথা বলতে শুরু করেন। আমার নাম ইলোরা রোজ। তিনি উচ্চস্বরে হাসতে শুরু করলেন।তারপর একটি গলির ভিতরে অদৃশ্য হয়ে যায়, তার হাতে তখন একটি বন্দুক ছিল।

IMG_20220610_174749.jpg



0
0
0.000
1 comments