পরিযায়ী - ভাবাবেগ

avatar

image.png

পরিযায়ী - ভাবাবেগ

আমি ছুটি চাই ,
হারিয়ে যাবো শুভ্র মেঘের দলে
আমি ছুটি চাই ,
কোলাহোলের পথ ভুলে ,
হারিয়ে যাবো মৃত্তিকা মায়ায় ।
আমি ছুটি চাই ।
বিষাদ আজ জেঁকে বসেছে আমারি অবলা ছায়ায় ,
আমি ছুটি চাই ।
শুভ্র মেঘের দেখা পাবো কোথায় ?
শুনেছি দুর পাহাড়ের সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে ,
মৌনতাকে সাথে ল,য়ে
প্রাতে ঘুমিয়ে থাকে ,
আমি না হয় চুপটি করে ,
ঘুমিয়ে পড়বো তাদের মাঝে ,
উঠবো সেই সাঁজে ,
তারপর গোধূলি দেখবো
দেখতে দেখতে আবার হয়তো যাবো ঘুমিয়ে ,
সকালে আমাদের নিচ দিয়ে পাখিগুলো যাবে ঝুনঝুনিয়ে ,
আমি ছুটি চাই ।
আমি ছুটি চাই ।
মুক্ত করে দে,না আমায় ।

Note : Apologies for the Bangla words i put in the poem. You may find it hard to read. I just wanted to express my feelings by writing.

Cover Source



0
0
0.000
6 comments
avatar

No need to apologise, we will sure translate it with Google and see you amazing piece, expressing yourself in a way you want is one of the nicest feeling we ever have 😊

0
0
0.000
avatar
(Edited)

you have actually used google translate to read it? thank you so much. This means a lot. Certainly, this comment is the best I have received in HIVE lifetime. Thank you.

0
0
0.000
avatar

Can I tell you something, I love your Language and from here, i would be learning it bit by bit ❤️
Thank you so much 🥰

0
0
0.000
avatar

আমাদের জীবনে স্বাধীনতার প্রয়োজন যাকে ভয়ঙ্কর করে তুলতে এবং আমরা যে পরিমাণে বাঁচতে চাই, এমনকি পাখিরাও মুক্ত হতে চায়, সে কারণেই তারা কখনও কখনও এত উঁচুতে উড়ে যায়, ভাল পয়েন্ট
অসাধারণ পোস্ট 🤝

0
0
0.000
avatar

thank you. did you use google translate, my curious mind wants to know? 😇 you are giving so much effort into this, thank you so much.

0
0
0.000