বন্ধুরা মিলে দিন-মজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে ইফতার বিতরণের কিছু অংশ।

avatar

received_481470699730566.jpeg

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে । দেশের অবস্থা যদিও খুব একটা ভালো না। প্রথমত করোনা পরিস্থিতি খুব একটা ভালো না। তার উপর আমাদের দেশের মানুষ অতোটা জটিল ভাবে নিচ্ছে না। যার ফলে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের প্রতিবেশি দেশ ভারতের অবস্থা খুবই খারাপ। ভারতে নতুন প্রজাতির কোভিড এর প্রভাবে সারা ভারত হিমসিম খাচ্ছে। ফলে বাংলাদেশ সরকার আর কড়াকড়ি ভাবে লক-ডাউন বাড়িয়ে দিয়েছে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে খেটে খাওয়া মানুষগুলোর মধ্যে। আমাদের মধ্যে মধ্যবিত্ত ও বিত্তবান মানুষগুলো কোন ভাবে দিন পার করে দিতে পারলেও গরিব ও দিন মজুর মানুষ গুলোর জন্য তা হয়ে উঠছে না। তাদের সময়টা খুব খারাপ যাচ্ছে।

received_4488469947832979.jpeg

তাদের এই খারাপ সময়ে তাদের পাশে এসে দারাবার জন্য আমারা বেশ কয়েকজন বন্ধু মিলে টাকা তুলে তাদের এই রমজান মাসে ইফতার করানোর মাধ্যমে কিছুটা সাহায্য করার চেস্টা করি। আমারা আর কয়েক বছর আগে এতিম ও গরিব বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য একটি ফান্ড গঠন করি। যার নাম দেওয়া হয় ব্রাদারহুড অরফান ফান্ড। আমারা আমাদের কলেজের ও আমাদের আশে পাশের বিভিন্ন কলেজের ছাত্র - ছাত্রী ও আমাদের বন্ধুদের আমাদের ফান্ডে মাসিক অল্প কিছু চাঁদা দেওয়ায় মাধ্যমে আমাদের ফান্ডে জোগদান করার জন্য বলি ও অনেকেই আমাদের সাথে এই কাজটি করার জন্য এগিয়ে আসে। এরই ফলে আমার অনেক অনাথ ও গরিব শিশুদের মাদ্রাসায় ভর্তি করতে ও তাদের সকল প্রয়োজনীয় খরচ বহন করতে পেরেছি। তাদের মাসিক বেতন ও খরচ আমাদের মাসিক চাদার ওপর বহন করা হয়। যা আমাদের কাছে অনেক বড় একটি পাওয়া বলে আমি মনে করি।

received_817019358912812.jpeg

আমারা প্রতিবছরই আমাদের ফান্ড থেকে রমজান মাসে ইফতার এর আয়োজন করে থাকি। আমারা এবছর আমাদের আশে পাশের এলাকা ও দুরের বেশ কিছু এলাকা মিলিয়ে বেশ কিছু এলাকাই ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি ও ইতিমধ্যে দুই এলাকাতে ইফতার বিতরণ শেষ করছি। আজ আমাদের ইফতার বিতরণের ২য় দিন ছিল । তো সব মিলিয়ে আমাদের এই আয়োজন খুব ভালোভাবেই চলছে। আশা করি সামনের দিনগুলোতে আমরা এভাবে শেষ করতে পারব। আপনাদেরও যাদের সাহায্য করার মতো অবস্থা আছে তারাও নিজেদের মতো করে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবেন আশা করি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোভিড থেকে বেচে থাকার জন্য সকল নীতিমালা মেনে চলার চেষ্টা করবেন।

ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পড়ার জন্য।
@troublemaker



0
0
0.000
6 comments
avatar

খুবই ভালো একটা উদ্যোগ ৷ আমাদের সকলেরই উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষদের সাহায্য করা ৷

0
0
0.000
avatar

হুম আর এই রমজান উপলক্ষে আর বেশি করে সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া উচিৎ।

0
0
0.000
avatar

হ্যাঁ , রমজান মাস উপলক্ষে সাহায্যের হাত বেশি করে বাড়িয়ে দেওয়া উচিত, তবে বছরের বাকি সময়ও অভাবগ্রস্তদের সাহায্য করা উচিত! খুবই ভালো কাজ করছেন আপনারা ....

0
0
0.000
avatar

খুবই ভালো কাজ করতেছেন, ভাই।

0
0
0.000