Combine harvester machine in agriculture | কৃষিতে কম্বাইনার

avatar

মেশিনটির নাম কম্বাইনার। কৃষিতে ধারাবাহিকভাবে উন্নতির দিকে বাংলাদেশ। কম্বাইন হার্ভেস্টার মেশিন এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। কৃষিতে অারও ১ ধাপ এগিয়ে গেলো অামাদের অঞ্চলসহ সব অঞ্চল। এক সময় এই মেশিনটি সবাই টিভির পর্দায় দেখে অাসছিলাম, সেটি অাজ অামাদের এলাকায় অবস্থান। কৃষক ভাই এবং গ্রামের মামুষের জন্য এক দারুন সু,সংবাদ। অার এই কারণেই, গ্রামের মানুষজন ভেঙ্গে গেছিলো মেশিনটি ১ পলক দেখতে। ইন্তৈদোনেশিয়া তৈরী এই মেশিন। মেশিনের গায়ে লেখা দেখেছিলাম। ইন্দোনেশিয়া দেশটিও কৃষির উপরে অনেকটা নির্ভরশীল বলা যায়। যাই হোক, গ্রামের মানুষজন অনেক উত্তেজিত মেশিনটির জন্য। এই মেশিনটি দিয়ে ১ বিঘা জমির ধান কাটতে ২৫ মিনিট এর মতো সময় লাগে। তবে ১ ঘন্টায় মেশিনটি ১ একর জমির ধান কাটতে সক্ষম।

IMG_20200627_111710.jpg

এই মেশিনটি খুব দ্রুত এবং কম খরচে ধান মাড়াইসহ কেটে দিতে সক্ষম। এটি দিন এবং রাত উভয় সময়েই চলে। Yamaha কম্পানির এই মেশিনটি অনেক শক্তিশালি। কাদা, ভেজা, শুক্না মাটিতে এবং যেকোনো প্রতিকুল পরিবেশে এটি চলতে সক্ষম। চাকায় ট্যাং গাড়ির চাকা লাগানো। এবং মেশিনটির সামনে খুব ধারালো দঁাতের মতো রয়েছে, যার কারিশমায় জমির ধান জমিতেই মাড়াই হয়। এই মেশিনটি তার ভিতরে ১৫ মন ধান নিতে সক্ষম। এর বেশি নিতে পারেনা, স্পেস এতোটুকুই। এটি দূজন মানুষের সমন্বয়ে চলে। অার গাড়িটি তেল দিয়ে চলে এবং তুলনামূলক কম তেল খায়। অর্থাৎ, কৃষকের থেকে এই মেশিনটি দিয়ে ধান কাটা এবং মাড়াই করে নিলে কম খরচে হয়ে যাবে। মেশিনটি দেখার জন্য গ্রামের লোকজন রা সেখানে ভিড় করতে থাকে, নিচে লক্ষ করলে দেখবেন,

IMG_20200627_100907.jpg

তবে বলতেই হয়, এই মেশিনটি পেয়ে সবাই খুশি এবং সবার জন্য উপকার। শুনলাম, মেশিনটি এখন থেকে প্রতিবছর অামাদের এই উপজেলাতেই থাকবে এবং অাগামি তিনমাস পর অারও নতুন মেশিন নিয়ে অাসবে। তবে, এক্ষেত্রে কৃষকরা ভালো লাভবান হবেন, টাকা কম লাগবে, এবং কম সময়েই মধ্যেই ধানের কাজ সম্পন্ন হবে বলে মনে হয়।
মেশিনটির কারুকার্য যতোটুকু দেখলাম, তা হলো-
১। এটি অত্যন্ত শক্তিশালি।
২। এটি দ্রুত চলতে এবং মাড়াই করতে সক্ষম।
৩। ১ বিঘা জমির ধান কাটতে ২৫ মিনিটের মতো লাগে।
৪। জমির ধান জমিতেই মাড়াই সম্পন্ন।
৫। তেল খরচ কম।
৬। প্রতি ট্রিপে ১৫ মন ধান কেটে নিয়ে ভিতরের বক্সে রাখতে সক্ষম।
৭। যেকোনো প্রতিকুল পরিবেশে চলতে সক্ষম।

IMG_20200627_100821-01.jpeg

IMG_20200627_095402-01.jpeg

ধানের গাছগুলো হতে ধানগুলো মেশিনে রেখে গাছগুলো সাড়ি সাড়ি করে রেখে দেয়। অার কৃষক দিয়ে ধান কেটে নিয়ে মাড়াই করে নেওয়া কতটা দূস্কর, ভাবা যায়না। এছাড়া কৃষকরা ১ বিঘা জমির ধান কাটে ১ ঘন্টা+ সময়ে। সেখানে কতটা সাশ্রয়ী বুঝতেই পারতিছেন। যাই হোক, প্রযুক্তি এখন অনেক উন্নতির দিকে। ভবিষ্যৎে অারও নতুন কিছু অাসবে, এরপর ড্রোন দিয়ে জমিতে ঔষুধ ঝিটানো মেশিন অাসবে, অারও নতুন কিছু অাসবে, এই অামাদের প্রত্যাশা।

গ্রামের মানুষ অন্তত্য অানন্দিত এই কারণে। তবে, সরকার কে ধন্যবাদ দিতে ভুলবো না এবং নতুন করে যেনো সব কৃষি প্রযুক্তিই অামাদের এলাকায় অাসে, এই অাশা ও প্রত্যাশা রেখে ব্লোগটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।



0
0
0.000
3 comments
avatar

আমাদের এখানে আরো ২-৩ বছর আগে থেকেই প্রচলিত এটা। এর আগে ধান কাটার জন্য লোক পেতে কষ্ট হয়ে যেত। এখন আর এই ঝামেলা নাই। খরচ বাঁচে, সময় বাঁচে, পরিশ্রমও বাঁচে।

0
0
0.000
avatar

Congratulations @yeakub50! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 400 upvotes. Your next target is to reach 500 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

The Hive community is in mourning. Farewell @lizziesworld!
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000
avatar

কৃষিকে আরো উন্নত করতে হবে।

0
0
0.000