একটি স্বপ্নের বাংলো বাড়ি

avatar
(Edited)

হাই hivers . আশা করি সবাই ভাল আছেন। আমার অনেক দিনের শখ ছিল একটি বাংলো বাড়ি নিয়ে কাজ করা। তাই বিগত ৩দিন ধরে এই বাংলো বাড়ির ড্রইংটি নিয়ে কাজ করলাম। আমার অনেক দিনের ইচ্ছার অবসান ধটল
আশা করি আপনাদের আমার এই ড্রইংটি ভাল লাগবে। বাংলো বাড়ি গুলো আমাদের আবাসিক বাড়ির মত হয় না এই বাড়ি গুলো বেশিরভাগ ২তলা বিশিষ্ট হয়ে থাকে। বাড়িগুলো অধিক জায়গা নিয়ে তৈরী করা হয়। এখানে আপনি বসবাসের ব্যবস্থার সাথেসাথে আরাম আয়েশের সব রকম ব্যবস্থা থাকে। এখানে সবসময়ের মত ২টি সফটওয়্যার ব্যবহার করেছি।

  1. Skatechup 2018
  2. V-Ray 3.6

haha.jpg

HYYHY.jpg
yoyo.jpgকিন্তু আমি যে বাংলো বাড়িটি ড্রইং করেছি এই ধরনের বাংলো সাধারনত বিদেশে সমুদ্র তীরবর্তী এলাকায় তৈরী করা হয়ে থাকে। এখানে আপনি সব রকমের ব্যবস্থা পাবেন যেমন সুইমিংপুল ,পার্টি রুম , মিটিং রুম ,রেস্ট রুম , লিভিং রুম আর বসবাসের ব্যবস্থা তো আছেই
cucu.jpgআমি এই ড্রইংটিতে নিচের তলায় রেখেছি ১টি লিভিং রুম , রেস্ট রুম ,একটি মিটিং রুম , ২টি বেডরুম ,২টি টয়লেট ,১টি সুমিংপুল। ২যা তলায় ও প্রায় একই রকম কিন্তু ২য় তলা আছে একটি বিরাট বারান্দা , ৪টি বেডরুম ,প্রতিটি রুমের সাথে টয়লেট , কিচেন , আর একটি বসার রুম
lolo.jpgএকটি ২য় তলার বেডরুম
এখানে যা যা ব্যবহার করা হয়েছে সব আমার অভিজ্ঞতার ও চিন্তা ধারার ওপর ভিত্তি করে করা হয়েছে। আশা করি আপনাদের ভাল লাগবে।

I am Arhat from Bangladesh. I am a Civil Engineer. This drawing is made entirely from my own experience. I work with this kind of drawing. I always using this software. I hope you will be by my side. Thanks.



0
0
0.000
0 comments