অভিমানের দিন।

avatar

হ্যালো ভাইয়া আপুরা। সবাই কেমন আছেন? মনে হয় ভালই আছেন। দোওয়া করি সব সময় ভালো থাকেন। আমিও আছি মোটামুটি ভালো। আমি খুব ভালো না খুব খারাপ ও না। তবে আল্লাহর রহমতে ভালই আছি বলা চলে।

আমি এটা অনেক আগে থেকেই বিশ্বাস করি নিজের মন ভাল থাকলে নিজের শরীর এবং তার আশপাশের মানুষদের কেউ ভালো রাখতে পারে।"স্বাস্থ্য সকল সুখের মূল" কথাটি বলার আগে অবশ্যই এখানে মনের বিষয়টা চলে আসে। মন যদি ভালো না থাকে তবে স্বাস্থ্য ভালো থাকবে না। আর স্বাস্থ্য ভালো না থাকলে কখনো জীবনে সুখ আসবে না।

আমি বর্তমানে শ্বশুরের বাসায় রয়েছি। আজ কিছু কারণে আমার মন কিছুটা উদাস। কিছু অতীতের কথা কিছু বাসার কথা মনে করে মনটা অনেক খারাপ আজ। আমার ভালোবাসার মানুষটি কিছু কারনে আমার উপর অনেক অভিমান করেছে। এই অভিমান নিয়ে সে আজ সকালে অফিসে গেছে। সকাল থেকে তাই আমারও মন ভাল নেই। আপনি হয়তো জানেন আপনার ভালোবাসার মানুষটা যখন আপনার সামনে একটু বাঁকা করে কথা বললেও মনে হবে আপনার বুকটা ফাটে যাচ্ছে। আমার কিন্তু তাই মনে হয়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তার হাসি মুখটা দেখে অভ্যাস আজ তার হাসিমুখটা অনেক মিস করছি। আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি আমার পরিবারের ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারব না। আর এটা কখনোই সম্ভব নয়। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি আমি একটি সুন্দর ফ্যামিলিতে এসেছি। এবং আমি আমার বাসায় যেভাবে জীবন যাপন করে ছিলাম সেভাবেই আমি এখানে করছি। এবং আমি তাদেরকে খুশি থাকতে পারছি এটা আমার অনেক সার্থকতা।

আমার শ্বশুর নেই তবে শাশুড়ির মুখের শশুরের অনেক কথা শুনেছি বুঝতে পেরেছি তিনি সারা জীবনই খেটে গেছেন তার ফ্যামিলির জন্য ভালোবাসা দিয়ে গেছেন ছেলেমেয়ে বাবা-মা সবাইকে। আল্লাহ উনাকে জান্নাতবাসি করুক। সারাদিন কাজকর্ম কড়ে বিকেলবেলা আমি ফ্রি হই বিকাল বেলা অবসর সময়ে মাথায় অনেক চিন্তা ভাবনা ডুকছে আবার এমনিতেই মন খারাপ। বসে ভাবছিলাম কখন 5 টা বাজবে কখন উনি আসবে কখন তার মুখটা দেখতে পাবো।

IMG_20210530_211611.jpg

অবশেষে পাঁচটা বাজলো প্রতীক্ষার সময় শেষ হলো। এখন ভাবছিলাম কখন বাইকের হন শব্দ শুনি। অবশেষে হনের শব্দ শুনতে পেলাম শোনামাত্রই আমি ছুটে গেলাম দরজা খোলার জন্য। প্রতিদিনের মত দরজা খুলতেই সে আমায় দেখে মুচকি হাসি দেয় আজও বরাবর সেই মুচকি হাসিটা মিস করলাম না। সব ভুলে গেলাম রাগ অভিমান সেও হয়তো ভুলে গেছে সে ও হয়ত আমার মত মিস করেছে।

আসলে মনে করি আমি জীবনটা দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছুরই প্রয়োজন। নাহলে কখনোই দুঃখ কষ্ট ভালোবাসা উপলব্ধি করা যায় না। এটা বোঝা উচিত সবার সকলেরই একে অপরের সঙ্গে পরিপূরক।

জানিনা কেমন হয়েছে আমার লেখা। তবে আমি যা ভেবেছি তাই লিখেতে চেষ্টা করেছি। আমার মনের ভাব শুধু প্রকাশ করেছি।

আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরধ রইল।



0
0
0.000
0 comments