চলুন ঝটপট বাঙ্গাঁলী বাবুর পরিচয় পর্বটা সেরে নেয়া যাক। (Introduction post of @bangalibabu)

avatar

কে এই বাঙ্গালী বাবু, কিবা তার পরিচয়, কোথা থেকে এসেছেন তিনি, কিবা করতে চায় এখানে? আমার মতো প্রশ্ন কি আপনার মাথায় ও খেলা করছে? বাঙ্গালী বাবু প্রকৃত অর্থে কোন ব্যক্তি নন। বাঙ্গালী বাবু একজন সম্পূর্ণ এবং প্রকৃত বাঙ্গালীর প্রতিচ্ছবি মাত্র। আমার এই পরিকল্পনা আপনাদের কাছে কেমন ভাবে গ্রহণযোগ্য হবে তা আমার জানা নাই। আশা করছি আপনারা আপনাদের নিজ নিজ মতবাদ ব্যক্ত করবেন।

আমি #hive ব্লকচেইন প্লাটফর্মে এক প্রকৃত বাঙ্গালী সত্তার জন্ম দিতে চাচ্ছি। তার মানে এই নয় যে আপনি,আমি প্রকৃত বাঙ্গালী নই। বাংলার প্রতিটা বাঙ্গালী,বাঙ্গালীপনায় ষোলআনা। বাঙ্গালীপনা আমাদের রক্তে মিশে ক্লোরোফিল এর মতো ক্লোরোফিল এর উপস্থিতি যেমন রক্তের রং লালচে বর্নের করে, তেমনি বাঙ্গালীপনা বাঙ্গালীর প্রকৃত পরিচয় বহন করে।


images 1.jpeg
img src

আপনি,আমি সকলেই এই প্লাটফর্মে একজন বাংলাদেশি হয়ে কাজ করছি। আমরা সকলেই নিজেদেরকে হয়তোবা বাঙ্গালী হিসাবে পরিচয় করিয়ে দিয়েছি, হয়তোবা মাঝেমধ্যে বাংলা ভাষায় দুই একটা ব্লগ লিখেছি। এই প্লাটফর্মে বাংলাদেশকে আমরা প্রতিনিয়ত সুন্দরভাবে উপস্থাপন করে আসছি, কিন্তু একজন বাঙ্গালী হিসাবে না, একজন লেখক বা ব্লগার হিসাবে।

#Hive এর সূচনালগ্ন থেকে #Comminity গুলো শক্তিশালী থেকে শক্তিশালিতর হয়ে উঠছে। @bdcommunity সমগ্র ব্লকচেইনে অনেকটাই আধিপত্য বিস্তার সক্ষম হয়েছে। #bdcommunity অত্র ব্লকচেইনে অনুপ্রেরণার অপর নাম হয়ে উঠছে। সমগ্র পৃথিবীর মানুষের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাধ মিলিয়ে,বন্ধুত্ব,সহযোগিতা,ভাতৃত্ত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিনত হয়েছে #hive Blockchain ব্যবহারকারি সমগ্র পৃথিবীর মানুষের কাছে।

শুধু বাঙ্গালী কেন যে কোন জাতির জন্য এটা প্রকৃত অর্থে এক বিশাল প্রাপ্তি। অলিম্পিকে দেশের হয়ে স্বর্ণ পদক জয়ের মতোই কোন অংশকে কম প্রাপ্তি না এই বিষয়টা। বরংচ একটু বেশিই বলা যেতে পারে, এখানে আমরা কোন দেশ বা কমিউনিটিকে পরাজিত করে এই বাহবা অর্জন করেছি। আমি কি ভুল বললাম, হয়তোবা! কারন আমাদের কেউতো আমাদের সাবাসি দিচ্ছে না, প্রসংশাও করছে না। এখানে আমাদের ক্ষুদ্র অথবা বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে তাই হয়তোবা আমরা সাবাসি পাই না।

আরে ভাই হতাশ হইয়েন না, এখানেইতো আমরা আমাদের বঙ্গালীপনার সর্বচ্চো দৃষ্টান্ত রেখেই চলছি। যেমন ১৯৭১ সালে আমরা সাবাসি পাওয়ার জন্য নির্ধিদ্বায় মৃত্যুকে আলীঙ্গন করেছিল, দেশ ও দেশের মানুষের বৃহত্ত্বর স্বার্থে। কেউ সাবাসি দেক আর না অত্র ব্লক চেইনে আমরা আমাদের প্রিয় দেশকে সমগ্র পৃথিবীর কাছে উপস্থাপন করে যাচ্ছি। ডিজিটাল কারেন্সির আমাদের রাষ্ট্রের যদি কোন প্রকার প্রতিবন্ধকতা না থাকতো, তাহলে হয়তোবা আমাদের কমিউনিটির চিত্র কিছুটা অন্যরকম হতো। প্রতিবন্ধকতা থাকার পরেও আজ আমরা এখানে এবং এমনভাবে হওয়াটাও অামাদের বাঙ্গালীপনার স্বকীয়তার একটা অংশ।

আমি @shadonchandra, আমার নতুন এই আইডি খোলার পিছনে খারাপ কোন উদ্দেশ্য জড়িত নেই। আমি আমার নিজ মাতৃভাষায় মাতৃভূমিকে উপস্থাপন করতে চাই, সমগ্র পৃথিবী ব্যাপী। আমি বাঙ্গালীর প্রকৃত সত্ত্বাকে বিলিয়ে দিতে চাই গোটা পৃথিবীতেই। এটা আমি আমার পুরাতন অাইিড থেকেও করতে পারতাম, কিন্তু আমি চাই না বাঙ্গালীনার মাঝে জগা খিচুড়ি পাকাতে চাই না। আমি বাংলার মাধ্যমে বাঙ্গালীকে উপস্থাপন করতে চাই। তাই অামি সাধন চন্দ্র বর্মন #Hive ব্লকচেইনে প্রকৃত বাঙ্গালীর স্বাদ পেতে ছদ্বনামে "বাঙ্গালী বাবু"(@bangalibabu) সাজলাম।

আশা করি আপনারা সকলেই @bangalibabu এর সাথেই থাকবেন।



0
0
0.000
4 comments
avatar

Welcome bangalibabu!
Esteem is mobile and desktop application that improves your experience on Hive.

Download Android: https://android.esteem.app, iOS: https://ios.esteem.app, desktop: https://desktop.esteem.app apps that helps you to gain new followers and stay connected with your friends, unique features - notifications, bookmarks, favorites, drafts, and more.
We reward our users with encouragement upvotes as well as ESTM token.
Learn more: https://esteem.app
Join our discord: https://discord.me/esteem

0
0
0.000
avatar

স্বাগতম আপনাকে ব্লকচেইনে ।

0
0
0.000
avatar

Congratulations @bangalibabu! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 10 upvotes. Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000