অবশেষে বাংলাদেশে উদ্ভাবিত হলো ভাইরাস কিলার ফেব্রিক

avatar

দুই মাসের বেশি সময় ধরে গবেষণার পর বাংলাদেশী টেক্সটাইল প্রতিষ্ঠান জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড অবশেষে তৈরী করলো ভাইরাস কিলার ফেব্রিক্স। এন্টিমাইক্রোবিয়াল টেক্সটাইল ট্রিটমেন্ট সমৃদ্ধ হওয়ার এই কাপড় ২০ বার ধৌত করা পর্যন্ত কার্যকর থাকবে।


img src

প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাবী করেছে মাত্র ২ মিনিটে নাকি এই কাপড় ৯৯.৯৯% ভাইরাস দমন করতে সক্ষম। ভবিষ্যতে এই ফেব্রিক্স দিয়ে পিপিই, মাস্ক, আইসোলেশন গাউন সহ সকল ধরনের পোশাক উৎপাদনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই কিলার ফেব্রিক্স উদ্ভাবন এবং উৎপাদনের দিক দিয়ে অন্যান্য দেশের তুলনায় বেশ এগিয়ে বাংলাদেশ। যদি প্রতিষ্ঠানটি সফলভাবে এর প্রোডাকশনে যেতে পারে তাহলে অন্যান্য প্রতিযোগীদের থেকে বেশ এগিয়ে থাকবে বাংলাদেশ।

এগিয়ে যাক বাংলাদেশ।

নিউজ সোর্স



0
0
0.000
5 comments