ফড়িং (ছোটবেলার স্মৃতি)

avatar

ফড়িং

ছোটবেলায় ফড়িং নিয়ে খেলা করে নিয়ে এরকম লোকের সংখ্যা এদেশে অর্থাৎ বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর হবে বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছে। স্কুল জীবনে অর্থাৎ প্রাইমারি স্কুলে থাকাকালীন সময়ে বিশেষ করে ফড়িং ছিল নিত্যদিনের খেলার সঙ্গে অর্থাৎ ফড়িং ছাড়া আমাদের খেলাধুলাই সম্পন্ন হত না। স্কুলের টিফিনের ফাঁকে কিংবা পড়াশোনার অবসরে দুপুরবেলা কিংবা বিকেল বেলা ছুটে যেতাম মাঠে ফড়িং ধরতে। বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের ফড়িং ধরার মধ্যে ছিল এক অনাবিল আনন্দ। ছাত্র জীবনের এবং ছোটবেলার এই আনন্দকে ভুলে থাকা যায় বিশেষ করে যখন গ্রাম্য পরিবেশে প্রকৃতির আরো কাছাকাছি এসে এত সুন্দর ফড়িং চোখে পড়ে যায় (যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন)
rbjq2o.jpg
বিভিন্ন রংগের ও বর্ণের ও আকৃতির ফড়িং ধরার জন্য ব্যবহার করতাম বিভিন্ন রকম পদ্ধতি এরমধ্যে ফাঁদ পাতা এবং আঠা লাগিয়ে কাঠের মাধ্যমে ধরা ছিল সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতি। যতই দিনকেদিন বড় হয়েছি ততই ছোটবেলার সেই সব স্মৃতি কে মিস করছি। ছোটবেলার যে আনন্দ সেটা ছিল অল্পের মধ্যে দুষ্ট এবং খুবই আনন্দঘন। কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে চাহিদা বেড়েছে অনেক চাহিদা পূরণের পর ছোটবেলার সেই আদি অকৃত্রিম আনন্দকে আর ফিরে পাওয়া যায় না। আগে অল্পতেই এত বেশি আনন্দ পাওয়া যেত যা এখন অনেক অনেক কিছুতে পাওয়া দুষ্কর। তাই অনেক কবি সাহিত্যিক তার ছোটবেলায় ফিরে যেতে চেয়েছেন কারণ এটা সবারই জানা ছোটবেলার যে আনন্দঘন মুহূর্তগুলো সেগুলো আর কখনোই ফিরে আসবেনা। হঠাৎ করে যখনই গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে এই ফড়িং দেখলাম তখন আবারও আবেগাপ্লুত হয়ে পড়লাম ছোটবেলার সেই সব স্মৃতিগুলোকে মনে করে। আশা করি যারা এ বাংলাদেশের বাঙালি এই লেখা পড়ছেন তারাও তাদের ছোটবেলার সেই সব স্মৃতি গুলোকে মনে করছেন কারণ অনেকেরই ছোটবেলায় বিভিন্ন রকম খেলাধুলা এবং আনন্দঘন মুহূর্তে স্মৃতি রয়েছে বিশেষ করে আমাদের এই দেশে বাংলাদেশ ছেলেরা ছোটবেলায় খুবই চঞ্চল থাকে এবং বিভিন্ন রকমের গ্রাম্য পরিবেশের খেলাধুলা যেমন গোল্লাছুট ফুটবল হাডুডু আরো বিভিন্ন রকমের খেলাধুলার করে থাকেন। তাই শৈশবের খেলাধুলা সারা জীবনের জন্যই একটা স্মৃতি শুধু স্মৃতি নয় এটা মধুর স্মৃতি হয়ে হৃদয়ের আঙ্গিনায় বা ফ্রেমে বাঁধা হয়ে থাকে।
pao8xc.jpg

আজকে যারা এই লেখা পড়ছেন তাদেরকে ফড়িংয়ের স্মৃতি মনে করিয়ে দিলাম আশা করি পোস্টটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পোষ্ট অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ



0
0
0.000
1 comments
avatar

সত্যি স্কুল জীবনের অনেক স্মৃতিময় ঘটনা রয়েছে এই ফড়িং নিয়ে, স্কুল ফাঁকি দিয়ে ফড়িং ধরতাম।

0
0
0.000