Hive Basics : হাইভ (Hive), হাইভ পাওয়ার (Hive Power বা HP), এইচবিডি(Hive Backed Dollar বা HBD) এর মধ্যে পার্থক্যগত সম্পর্ক

avatar

1.jpg

ভূমিকাঃ

পোস্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি হাইভ (Hive) এর আরেকটি বেসিক টপিক নিয়ে হাজির হয়েছি। তবে আজকে নতুন কিছু শেয়ার করব না। পুরনোকেই নতুন করে দেখার চেস্টা করব। হাইভ ব্লকচেইনে টোকেন গুলো হল প্রাণ কারন আপ্নারা জানেন যে কোন বিষয়ে সবকিছুর পর অর্থনৈতিক দিকটা অনেক মুখ্য। আমরা অনেকেই আনন্দ নিয়ে কাজ করি বা করতে চাই। কেউ আছে হয়ত অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য এখানে কাজ করে। তা সে যা-ই হোক টোকেন গুলো সবারই কমবেশি আগ্রহের বিষয়। আজকে এই ছুটির দিনে (শুক্রবার) টোকেন গুলোর মধ্যে পার্থক্যের মাধ্যমে সম্পর্ক দাড় করানোর চেস্টা করব। যাতে এক মুহুর্তে সবগুলো টোকেন নিয়ে একটা ধারনা পাওয়া যায়। আগেও আমি এই টোকেনগুলো নিয়ে লিখেছিলাম আমার ব্লগে (যার লিঙ্ক নিচে রয়েছে) যেখানে আলাদা আলাদা সবগুলো টোকেন নিয়ে বলেছি। আর আজকে দেখাতে চলেছি ছক আকারে মানে পুরনো জিনিসকে নতুনভাবে দেখানো…

the-hive-335984_1920.jpg

Source: Image by Thomas Mühl from Pixabay

হাইভ (Hive), হাইভ পাওয়ার (Hive Power বা HP), এইচবিডি(Hive Backed Dollar বা HBD) এর মধ্যে পার্থক্যগত সম্পর্কঃ

ক্ষেত্রহাইভ (Hive)হাইভ পাওয়ার (Hive Power বা HP)এইচবিডি(Hive Dollar বা HBD)
সংজ্ঞাহাইভ ব্লক চেইন এর বেসিক টোকেন বা কারেন্সি। এটি অন্য অনেক ডিজিটাল কারেন্সির মতই এবং এটা ডিসেন্ট্রালাইজড হাইভ ব্লকচেইনের মূল ডিজিটাল কারেন্সি বা টোকেনহাইভ ব্লকচেইনে ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তারকারী টোকেন হিসেবে পরিচিত যা মূলত হাইভ কে স্টেক করতে বা লক করতে সাহায্য করবে ও ব্লকচেইনে ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করতে ব্যবহৃত হবেহাইভ ব্লকচেইনের একটি লিকুইড টোকেন যা কিনা একটা ইন্সট্রুমেন্ট এর মত এবং ভবিষ্যতে ১ ডলার পরিমাণ মূল্যমান রাখে (যদিও মার্কেট সাপ্লাই ও ডিমান্ড অনুসারে দাম উঠানামা করে)। হাইভ যদি বেসিক টোকেন হয় তাহলে এটাকে হাইভের কারেন্সি বলা যেতে পারে
তারল্য (মুহুর্তে ক্যাশ বা এক্সচেঞ্জ করার ক্ষমতা)বেশিকমখুব বেশি
বর্তমান বাজার মূল্যপ্রায় ২৩ টাকাহাইভের সমানপ্রায় ৮৫ টাকা
হাইভ থেকে কোন কাজের জন্য পেমেন্ট পাওয়া যায়কিঊরেশন রিওয়ার্ডের অর্ধেককিঊরেশন রিওয়ার্ডের অর্ধেক ও অথর রিওয়ার্ডের অর্ধেকঅথর রিওয়ার্ডের অর্ধেক
আন্ত রুপান্তরপাওয়ার আপ করে হাইভ পাওয়ার করা যায় ও সেভিংস ওয়ালেটে নেওয়া যায়পাওয়ার ডাউন দিয়ে হাইভ করা যায় ১৩ সপ্তাহেকেবল সেভিংস ওয়ালেটে নেওয়া যায়
ট্রেড এক্সচেঞ্জ ও কেনা বেচাহাইভের মার্কেটে বা অন্য লিস্টেড এক্সচেঞ্জে ও ব্লকট্রেইড এ কেনা বেচা ও এক্সচেঞ্জ করা যায় এবং সরাসরি পাওয়ার আপ করা যায়কেবল ডিলিগেট করা যায় ও ব্লকট্রেইড থেকে কেনা যায় কিন্তু ট্রানফার করা যায় না তবে হাইভে ১৩ সপ্তাহে রুপান্তর করা যায়হাইভের মার্কেটে বা অন্য লিস্টেড এক্সচেঞ্জে ও ব্লকট্রেইড এ কেনা বেচা ও এক্সচেঞ্জ করা যায়
ট্রান্সফারকোন হাইভ একাঊন্টেকরা যায় না কেবল ডেলিগেট করা যায়কোন হাইভ একাউন্টে
শেষ কথাহাইভের মূল টোকেনশক্তিশালী টোকেন যা বেশি আয়ের জন্য সহায়কট্রেড করার উপযোগী টোকেন

halloween-1798080_1920.jpg
Source: Image by M W from Pixabay


হাইভের বেসিক বিষয়ের উপর আমার বাংলায় লেখা কিছু পোস্টঃ

নিচের কোন টপিক সম্বন্ধে জানার প্রয়োজন হলে পড়ে আসতে পারেন।

আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা

গতানুগতিক সোশ্যাল মিডিয়ার সাথে হাইভের পার্থক্য

হাইভ থেকে টাকা আয় করার উপায়গুলো কি কি

হাইভে নামের পাশে যে রেপুটেশন (Reputation) দেখায় তা কি, কেন, কীভাবে হিসাব করা হয় ও গুরুত্ব বিস্তারিত

হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত

রিসোর্স ক্রেডিট নিয়ে বিস্তারিত যা নতুনদের জানা জরুরী

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ১

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ২

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৩

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৪ ও শেষ পর্ব

ডেলিগেশন কি ও বিস্তারিত

ভোটিং পাওয়ার ও এর হিসাব নিকাশ

হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন

আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter



0
0
0.000
2 comments
avatar

hbd আর hive power দুইটাই তো জমা হচ্ছে, কিন্তু হাইভ তো আসে না। হাইভ কিভাবে পাবো?

0
0
0.000
avatar

Curation reward মানে আপনি ভোট দিলে যে রিওয়ার্ড পান সেটার অর্ধেক হাইভে দিবে। এইচপি কম তো তাই কম পাচ্ছেন। এইচপি বাড়ুক তখন ভাল পাবেন

0
0
0.000