Know the Basics of Hive : Details on Hive, HP and HBD [হাইভ, এইচপি, এইচবিডি টোকেন সম্পর্কে বিস্তারিত বাংলায়]

avatar

হাইভ ব্লগ অর্থাৎ হাইভ ব্লকচেইন এ যারা নতুন তাদের কাছে তিনটি টোকেন একটু জটিল মনে হয় । এই তিনটি টোকেন কি কেন এবং কিভাবে কাজ করে তা আজকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব । যারা নতুন ব্লগার রয়েছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পোস্ট হতে পারে । বাংলা ভাষাভাসীদের জন্য সহজ করে বাংলায় উপস্থাপনের চেষ্টা করেছতাই আপনার নতুন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন ।
Hive, HBD.jpg

Hive (হাইভ)

হাইভ হচ্ছে হাইভ ব্লক চেইন এর বেসিক টোকেন বা কারেন্সি । হাইভ ব্লকচেইন এর মূল কারেন্সি হিসেবে ব্যবহৃত হয় এই টোকেন। এটি সহজে আপনি ট্রেড করতে পারবেন । বেশকিছু এক্সচেঞ্জ সাইটে এই কারেন্সি লিস্টেড রয়েছে তাই সহজেই আপনি এটি ট্রেড করে নিতে পারেন । আমরা জানি হাইভ এ দুই ধরনের রিওয়ার্ড রয়েছে একটি হচ্ছে কিউরেশন (Curation) আর অপরটি অথর(Author) । অথর রিওয়ার্ড দেওয়া হয় যারা এখানে ব্লগিং করে থাকেন বা পোস্ট দিয়ে থাকেন । আর যারা এখানে ভোট দেন তারা কিউরেশন রিওয়ার্ড পেয়ে থাকেন। কিউরেশন রিওয়ার্ড এর অর্ধেক আপনাকে হাইভ টোকেন দেয়া হয়ে থাকে। হাইভ টোকন কে সহজেই আপনি হাইভ পাওয়ার এ কনভার্ট করতে পারবেন । এই কনভার্শনের কাজটি আপনি চাইলে এক ক্লিকেই করে নিতে পারেন । হাইভ যদি আপনি এইচবিডি (হাইভ ডলার) করতে চান তাহলে আপনাকে সাড়ে তিন দিন অপেক্ষা করতে হবে অথবা হাইভ মার্কেটে সহজেই কনভার্ট করে নিতে পারবেন। বর্তমানে এই টোকেনের দাম প্রায় ১৮ টাকা।
1.jpeg
Source


HP (হাইভ পাওয়ার)

এই টোকেন টি হাইভ ব্লকচেইন ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তারকারী টোকেন হিসেবে পরিচিত । অর্থাৎ আপনি যদি কাউকে ভোট দেন তাহলে সেই ভোটের ভ্যালু কত হবে তা নির্ভর করবে আপনার কতো পরিমাণ এই টোকন বা কারেন্সি টি রয়েছে । যার যত বেশি এইচপি জমা রয়েছে তার ভোটিং ইনফ্লুয়েন্স অর্থাৎ মূল্য ততো বেশি । এই টোকেন থেকে কেবলমাত্র হাইভ টোকেনে কনভার্ট করা যায় । তবে এতে আপনার ১৩ সপ্তাহ লেগে যাবে অর্থাৎ যদি আপনার কাছে ১৩০০ এইচপি থাকে তবে প্রতি সপ্তাহে ১০০ করে করে ১৩ সপ্তাহে আপনি আপুনার সম্পুর্ন টোকেন এইচপি হতে হাইভ তে কনভার্ট করতে পারবেন। এতে কোন চার্জ লাগবে না। শুধু ১৩ সপ্তাহ সময় দিতে হবে। আপনার কাছে হাইভ থাকা মানেই আপনি মুহূর্তেই এইচপি করে ফেলতে পারবেন কিন্তু উল্টো রূপান্তর করতে গেলে এই সময়টা আপনাকে দিতে হবে । আপনি চাইলে আপনার এইচপি কোন ভোট সার্ভিসকে ডেলিগেট করে রাখতে পারবেন যেমন আপনি যদি বিডি কমিউনিটিতে (@bdvoter of @bdcommunity #bdcommunity) ডেলিগেট করেন তাহলে আপনার ডেলিগেশনের জন্য আপনাকে লভ্যাংশ দেয়া হবে । যারা ভাল কনটেন্ট খুঁজতে চায় না তাদের উচিত ট্রাস্টেড সার্ভিস যেমন বিডি কমিউনিটির হাতে ভোটিংয়ের দায়িত্বটা ছেড়ে দেয়া । ফলে তারা ভাল পোস্ট দেখে ভোট দিবে এবং আপনার ডেলিগেশন থেকে যে মুনাফা জেনারেট হবে তা আপনাকে ফিরিয়ে দেবে । বিডি কমিউনিটির এই ভোটিং সার্ভিসের নাম হচ্ছে বিডিভোটার (#bdvoter)। আপনি সরাসরি এইচপি কে অন্য কারেন্সিতে রূপান্তর করতে না পারলেও হাইভ বা অন্য কোন কারেন্সি দিয়ে আপনি এইচপি কিনে নিতে পারবেন সে ক্ষেত্রে ব্লকট্রেডস(blocktrades) এর মত এক্সচেঞ্জ এ আপনি এটা সহজেই করে ফেলতে পারবেন । অথর রেওয়ার্ড এর অর্ধেক অংশ আপনি এই টোকেন (এইচ পি) হিসেবে আবার কিউরেশন এর অর্ধেকও পাবেন এই টোকেনে।
armwrestling567950_1920.jpg
Source: Image by Ryan McGuire from Pixabay


HBD (হাইভ ডলার)

হাইভ ব্যাক ডলার বা সংক্ষেপে হাইভ ডলার । এটিকে হাইভ ব্লকচেইন এর একটি লিকুইড টোকেন হিসেবে তৈরী করা হয়েছে । হাইভ এর সাথে এটিকে সহজেই আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন । এই টেকেন এর একটি বিশেষত্ব হচ্ছে এর দাম ১ ইউ এস ডলার এর আশেপাশে রাখার চেষ্টা করা হয় । আর আপনি যখন অথর রিওয়ার্ড পাবেন তার অর্ধেক আপনাকে এই এইচবিডি তে দেয়া হবে। অর্থাৎ আপনি আপনার ব্লগিং এর অর্ধেক আয় পাবেন এইচপি তে আর বাকি অর্ধেক এই টোকেনে। বর্তমানে এই টোকেনের দাম প্রায় ৮২ টাকা।
3.jpg
source


আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter



0
0
0.000
8 comments
avatar
(Edited)

ভালো লিখেছেন। নতুনরা অনেকেই উপকৃত হবেন।

0
0
0.000
avatar

বেশ কিছু প্রশ্ন ছিল মনে। অনেকটাই ক্লিয়ার হলাম আপনার পোস্টটা পড়ে। কারেন্সি ট্রেডিং পদ্ধতি সম্পর্কে যদি একটা লেখা লিখতেন, আমাদের মত নতুনদের জন্য খুব ভালো হতো।

0
0
0.000
avatar

I am very glad that you find it very useful. I have plan to continuously write about hive and its basic things. Hope to get you on your topic soon.

0
0
0.000