Wanderlust (ভ্রমণের নেশা) Travelling is associated with blood (ভ্রমণ সহজাত প্রবৃত্তি হয়ে রক্তে মিশে আছে)

avatar
(Edited)

ভ্রমণ করতে কে না ভালোবাসে । আমরা প্রত্যেকেই এক একজন ভ্রমণপিপাসু মানুষ । এরকম খুব কম মানুষ খুঁজে পাওয়া যাবে যারা ভ্রমণ করতে পছন্দ করে না । ভ্রমণ করতে আমরা সাধারনত যেহেতু প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি যাই সেহেতু আমাদের মন শীতল হয় তাই ভ্রমণ করা মানুষের এক সহজাত প্রবৃত্তি । ভ্রমন তাই আমদের কাছে এক নেশা।

Who doesn’t love to travel. Each of us is a traveler. Very few people like this can be found who do not like to travel. It is a natural human instinct to travel as we usually go along with the natural environment to cool our minds. Travel is therefore an addiction to us.
maldives1993704.jpg
Source: Image by David Mark from Pixabay

এ সপ্তাহে বিডি কমিউনিটিতে এত সুন্দর একটি টপিক কনটেস্টের জন্য নির্বাচন করা হয়েছে যা খুবই চমৎকার। আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে ভালোবাসি এবং একজন ভ্রমণপিপাসু মানুষ। আজকে আমি শেয়ার করতে চলেছি আমার কিছু ভ্রমণের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে ভ্রমণ করার ইচ্ছা গুলো।
This week #BDcommunity has selected such a beautiful topic for the contest which is very nice. I personally love to travel and am a traveler. Today I am going to share some of my travel experiences and desires to travel in the future.

প্রথমে আসা যাক ভ্রমণ অভিজ্ঞতার ব্যাপারে । বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এক অপরূপ দেশ যেখানে ভ্রমণ করা কিংবা ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে । এ দেশে ভ্রমণ করার জন্য যেমন রয়েছে ঐতিহাসিক প্রাকৃতিক অনেক নিদর্শন তেমনি রয়েছে সাগর, নদী, পাহাড় ইত্যাদি নানাবিধ স্থান । বিভিন্ন সময়ে দেশ শাসন করা যেমন মোগল, পাল কিংবা সেন-দের রেখে যাওয়া ঐতিহাসিক নিদর্শন যেমন মানুষকে কাছে টানে তেমনি নদী বা তার আসে পাশে গড়ে ওঠা হাওর ইত্যাদি প্রাকৃতিক নিদর্শন মানুষকে আকৃষ্ট করে । অন্যদিকে মানুষ ছুটে যায় পাহাড়, ঝর্ণা কিংবা বঙ্গোপসাগরের পানে । আমরা অনেকেই নতুন জায়গায় যেতে কিংবা নতুন কিছু দেখতে ভালবাসি আর এই ভালোলাগা থেকেই মানুষের ভ্রমণের ইচ্ছা তৈরি হয় । বাংলাদেশের যে সকল প্রাকৃতিক নিদর্শন রয়েছে সেগুলোর সবগুলো আমার পক্ষে এখনো ভ্রমণ করা সম্ভব হয়নি যদিও বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমি সেই সকল স্থানগুলোর সৌন্দর্যকে উপভোগ করে থাকি । ভ্রমণ বিষয়ক দেশি-বিদেশি অনুষ্ঠান দেখতেও আমি খুব ভালোবাসি । যখনই ভ্রমণের কথা আসে তখন সেটা বুঝায় প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন উপভোগ করা।
First of all let's talk about travel experience. Bangladesh is a land of natural beauty, a unique country where there are many beautiful places to visit or sightseeing. Just as there are many historical and natural monuments to visit in this country, there are also various places like sea, river, hills etc. Just as the historical monuments left by the Mughals, the Palas or the Sens to rule the country at different times attract people, so the natural monuments like the rivers or the haors formed near them attract the people. On the other hand, people rush to the hills, springs or the Bay of Bengal. Many of us love to go to new places or see new things and this love makes people want to travel. I have not yet been able to travel all the natural wonders of Bangladesh, although I enjoy the beauty of those places through various YouTube channels or other media. I also love to watch local and foreign travel programs. When it comes to travel, it means enjoying the amazing natural beauty.

IMG_20191112_164054.jpg

ভ্রমণ যেমন আমাদের কাছে নেশা তেমনি এই কাজটিকে অনেকেই নিজেদের পেশা বানিয়ে ফেলেছে যেমন যারা টুরিস্ট গাইড এ কাজ করে কিংবা বিভিন্ন টুরিস্ট এজেন্সি গুলোতে কাজ করে থাকে । পাশাপাশি যারা বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল ব্যবসা টুরিস্ট স্পটগুলোর আশেপাশে পরিচালনা করে তারাও কিন্তু ভ্রমণটা কে নিজেদের পেশায় পরিণত করেছে । এছাড়াও রয়েছে বিভিন্ন ট্রান্সপোর্ট সার্ভিস যারা ভ্রমণপিপাসু মানুষকে নিয়ে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ায় ।
Traveling is an addiction for us and many people have made it their profession, such as those who work as tourist guides or in various tourist agencies. As well as those who run various restaurants, hotel business in the vicinity of tourist spots, they have also made travel their profession. There are also various transport services for people who travel to different countries.

বাংলাদেশের পর্যটন স্থান সমূহের মধ্যে আমি চট্টগ্রাম এর আশেপাশের অঞ্চলগুলি ভ্রমণ করেছি খুব বেশি । ভ্রমণ করা হয়েছে পার্বত্য তিন জেলার যাবতীয় দৃষ্টিনন্দন স্থানসমূহ । পার্বত্য তিন জেলা খুব মনমুগ্ধকর ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ করে সাজেক ভ্যালি কিংবা নীলগিরি অথবা কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ । বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল কক্সবাজার ও সেন্টমার্টিন। কক্সবাজার ও সেন্টমার্টিন তিন বা ততোধিক বার ভ্রমণ করেছি । কুমিল্লা এবং চট্টগ্রামের বেশিরভাগ পর্যটন স্থানে ভ্রমণ করা শেষ । এর অন্যতম প্রধান কারণ হলো আমার নিজ জেলা হচ্ছে কুমিল্লা এবং আমি পড়াশোনা এবং চাকরির বেশিরভাগ সময় কাটিয়েছি চট্টগ্রামে । ঢাকা শহরের ভিতরে যেসব নিদর্শন রয়েছে যেমন আহসান মঞ্জিল কিংবা লালবাগ কেল্লা ইত্যাদি ভ্রমণ করেছি । অন্যদিকে সিলেট জেলায় একবার ভ্রমণের মাধ্যমে কিছুটা উপভোগ করা গেছে তবে জাফলং কিংবা মৌলভীবাজারের ঝরনায় পদচারণা ঘটেনি । ইচ্ছা আছে সুনামগঞ্জের হাওর অঞ্চলে ভ্রমণের । উত্তরাঞ্চলের জেলা সমূহের মধ্যে কেবলমাত্র ময়মনসিংহ ও রাজশাহী ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে । কাজের সুবাদে রাজশাহী যাওয়ায় পদ্মা পাড়ে ঘুরে আসার স্মৃতি ছিল অসাধারণ । অন্যদিকে পরিকল্পনা করেই ময়মনসিং জেলা করেছি ভ্রমণ তবুও গারোদের জীবন-জীবিকা এখনো অধুরাই রয়ে গেছে।
Among the tourist destinations in Bangladesh, I have traveled a lot in the vicinity of Chittagong. We have visited all the scenic places of the three hill districts. The three hill districts are very fascinating for those who are thirsty for travel especially boat trips to Sajek Valley or Nilgiris or Kaptai Lake. Cox's Bazar and St. Martin are some of the important places in Bangladesh. I have traveled to Cox's Bazar and St. Martin three or more times. Most of the tourist places in Comilla and Chittagong are visited. One of the main reasons for this is that my own district is Comilla and I spent most of my time studying and working in Chittagong. I have visited the monuments inside Dhaka city such as Ahsan Manzil or Lalbagh Fort. On the other hand, there was some enjoyment by visiting Sylhet district once, but there was no walking in the springs of Jaflong or Moulvibazar. I want to travel to the haor area of ​​Sunamganj. Of the northern districts, only Mymensingh and Rajshahi have travel experience. The memory of going to Rajshahi for work and visiting the banks of the Padma was extraordinary. On the other hand, I have planned to travel to Mymensingh district, but the livelihood of the Garos is still incomplete.

20200116_172233.jpg

বাংলাদেশের যেসব পর্যটন স্থান এখনো দেখা হয়নি তার মধ্যে অন্যতম হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত । বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন আজও পদচারণা পায়নি আমার । বেনাপোল বন্দরের যশোর কিংবা হিলি বন্দরের দিনাজপুর ভ্রমণ বাকি রয়েছে, তবে ইচ্ছা আছে । অন্যদিকে রাজবাড়ী কিংবা উত্তরবঙ্গের কুড়িগ্রাম পঞ্চগড় এর মত জেলাসমূহে যাওয়া হয়নি আজও । তাই বাংলাদেশ ভ্রমনের ক্ষেত্রে পরিকল্পনার মধ্যে আমার তালিকায় প্রথমেই রয়েছে এ স্থানগুলো । খুব শীঘ্রই ইনশাআল্লাহ এসব স্থান ভ্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব । করোনা পরিস্থিতির কারণে এ বছরের তেমন কোন বড় ধরনের ভ্রমণের পরিকল্পনা করা হয়নি ।
Kuakata beach is one of the most visited places in Bangladesh. The Sundarbans is the only mangrove forest in Bangladesh. Travel to Benapole Port, Jessore or Hili Port to Dinajpur is pending, but there is a will. On the other hand, districts like Rajbari or Kurigram Panchagarh in North Bengal have not been visited even today. So these places are at the top of my list of plans to travel to Bangladesh. Soon inshaAllah we will go ahead with the plan to visit these places. Due to the Corona situation, no major trips have been planned this year.

IMG_20191112_170326.jpg

দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ভ্রমণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা অনেক বেশি । যদিও এখনো পর্যন্ত কোথাও যাওয়া হয়নি আমার । সরকারি চাকুরী করলে বিদেশ যাওয়াটা অনেক ঝক্কি ঝামেলার। তবুও সময় সু্যোগ করে ঘুরে আসতে হবে বিদেশ থেকে। জীবনতো একটাই। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি দেখে চোখ শীতল করতে চাই।

প্রথমেই পরিকল্পনার মধ্যে রয়েছে পার্শবর্তী দেশ ভারত ও নেপাল। ভারতের মেঘালয় রাজ্য প্রথম পছন্দ । আমি হয়তোবা মেঘালয় দিয়েই শুরু করব আমার বিদেশ ভ্রমণের যাত্রাপথ । বিভিন্ন মাধ্যমে দেখা মেঘালয় রাজ্যের অপরূপ সৌন্দর্য এবং সাধারণ জীবনযাপন আমাকে খুব আকৃষ্ট করে । এরপরেই অন্যান্য শহরগুলো রয়েছে পশ্চিমবঙ্গ, আগরতলা কিংবা রাজস্থান বা গোয়া ভ্রমণ হচ্ছে আমার পরবর্তী টার্গেট । কাশ্মির রয়েছে টপ লিস্টে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি এবং ইটালী হচ্ছে আমার প্রথম পছন্দ । জার্মানি এবং ইতালিতে যতবেশি পর্যটন এবং ইউনেস্কো পর্যটন স্থান রয়েছে তা অন্য কোথাও নেই । ইচ্ছা আছে পছন্দের ক্লাব বার্সালোনার দেশ স্পেন ঘুরে আসারও। ভ্রমণের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি যেমন রয়েছে তেমনি রয়েছে দূর প্রান্তের দেশগুলো যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তুরস্ক ইত্যাদি। এই দেশগুলো ভ্রমণ করার অদম্য ইচ্ছা রয়েছে । আমার প্রিয় জায়গা মধ্যপ্রাচ্য । তাই সময় সুযোগ পেলেই আমি এই আরব দেশগুলো আগে ভ্রমণ করব ।
There is a lot of desire and aspiration to travel abroad beyond the borders of the country. Although I haven't gone anywhere yet. Going abroad for government service is a big hassle. However, you have to take the opportunity to come back from abroad. There is only one life. I want to cool my eyes by seeing the amazing creation of the Creator.

First of all, neighboring India and Nepal are included in the plan. The state of Meghalaya in India is the first choice. I may start my journey abroad with Meghalaya. I am fascinated by the beauty of the state of Meghalaya and the general way of life. Then other cities are West Bengal, Agartala or Rajasthan or Goa is my next target. Kashmir is at the top of the list. Among the European countries, Germany and Italy are my first choice. Germany and Italy have the highest number of tourist and UNESCO tourist destinations. I also want to visit my favorite club Barcelona's country Spain. There are neighboring countries like India, Nepal, Sri Lanka, Malaysia, Myanmar, Indonesia, Pakistan, Afghanistan etc. as well as far flung countries like America, Australia, United Kingdom, Turkey etc. There is an indomitable desire to travel to these countries. My favorite place is the Middle East. So whenever I get a chance, I will travel to these Arab countries first

20160923_100527.jpg

ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় ও সংঘ । ছাত্রজীবন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময় কারণ হাতে প্রচুর সময় থাকে এবং অনেক বন্ধু পাওয়া যায় । যদিও তখন হাত থাকে খালি । অন্যদিকে ছাত্র জীবনের গণ্ডি পেরিয়ে চাকরিজীবন কিংবা সংসার জীবনে প্রবেশের পর হাত খালি না থাকলেও সময়-সুযোগ কিংবা পারিবারিক ব্যস্ততার ভ্রমণের সুযোগ হয়ে ওঠে না । পরিবারের সাথে ভ্রমণ করার ইচ্ছাই বেশি। কিন্তু পরিবারের সাথে বন্ধুদের মন হই হোল্লোর করা যায় না। তবুও পরিবারের সাথে ভ্রমণ আমি খুব উপভোগ করি। এ এক অন্য রকম ভ্রমনের আনন্দ। সময় সুযোগ পেলে আমরা সহকর্মিরা পরিকল্পনা করে ঘুরে বেড়াই আশেপাশের গ্রামগুলোতে। আমার কিছু কলিগও হাইভে ব্লগিং করে, যাদের নিয়ে আমরা একসাথে বিভিন্ন স্থান ভ্রমণ করে থাকি। এটা খুব আনন্দের।
The most important part of travel is time and association. Student life is a very important time because there is a lot of time on hand and many friends are found. Although then the hands are empty. On the other hand, after crossing the boundaries of student life and entering into career or family life, even if the hands are not empty, it does not become an opportunity to travel for time or family activities. I want to travel with my family. But friends with family can't be hollowed out. Yet I really enjoy traveling with my family. This is a different kind of travel pleasure. When the time comes, we plan to visit the surrounding villages. Some of my colleagues also blog on the highway, with whom we travel to different places together. It's a pleasure.

20200116_163417.jpg

পরিকল্পনা ও অর্থ সংগ্রহ অবশ্যই খুব জরুরী দূর ভ্রমনের ক্ষেত্রে। তাই আমি কিছু অর্থ সঞ্চয় করি যাতে আমার ইচ্ছাগুলো পুরন করতে পারি। হাইভে ব্লগিং এর কিছু অংশ আমি আমার ব্যাক্তিগত সংগ্রহশালায় রাখি যা দিয়ে আমি আমার ভ্রমনের ইচ্ছাগুলো পূরন করব।

শেষ কথা হল, নেশা হোক কিংবা পেশা। প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ হল আমাদের ভাললাগা ও ভালবাসার জায়গা। প্রকৃতির প্রেমে ঢুবে হাবুডুবু খেয়ে ও ভ্রমণের নেশায় মত্ত হয়ে ঘুরে বেড়াতে চাই দেশ বিদেশ। চলুন ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।

Planning and fundraising are of course very important in case of long distance travel. So I save some money so that I can fulfill my desires. I keep some parts of highway blogging in my personal archive with which I will fulfill my travel desires.

The last thing is, whether it is intoxication or profession. Nature and natural environment is our place of love and affection. I want to immerse myself in the love of nature, eat habudubu and get drunk on travel and travel around the country and abroad. Let's turn to the unknown, where the river has come and stopped.


পরিশেষে, এমন একটি দুর্দান্ত সাপ্তাহিক প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য #bdcommunity টিমকে ধন্যবাদ জানাতে চাই। আর এ সপ্তাহের কন্টেস্ট স্পন্সর করার জন্য @azircon ভাইকেও ধন্যবাদ। বিডি কমিউনিটি খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এবং হাইভ প্লাটফর্মে প্রভাব বিস্তার করছে। আমি এই সম্প্রদায়ের সদস্য হতে পেরে খুব আনন্দিত। এই সম্প্রদায়ের স্থানীয় হওয়ার কারণে আমি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লিখিত কন্টেন্টগুলো উপভোগ করতে পারি। আমার লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Finally, I would like to thank the #bdcommunity team for organizing such a great weekly competition. And thanks to @azircon brother for sponsoring this week's contest. The BD community is gaining popularity very fast and is making an impact on the hive platform. I am very happy to be a member of this community. Being a native of this community, I can enjoy content written in both Bengali and English. Thank you for reading my post.

আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।

Who I Am

I am a lecturer of textile engineering in Bangladesh and a new father. I love sharing my thoughts and ideas with my friends and community. I love blogging on YouTube, Dtube etc. I want to share everything I have learned so that people can benefit from me at least a little bit. I talk about textiles, online income, and many other interesting things on my blog. I have always wanted to learn from everyone as a beginner and move forward with this community.


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter



0
0
0.000
5 comments
avatar

সুন্দর লিখেছেন ভাই।

0
0
0.000
avatar

ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্যের জন্য

0
0
0.000
avatar

আশা করি আপনার সকল ইচ্ছাগুলো খুব শিগ্রহী পুরন হক! অনেক সুন্দর লিখেছেন!শুভ কামনা রইল.....

0
0
0.000
avatar

উইশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

0
0
0.000
avatar

আপনার মত ভ্রমনপ্রিয় মানুষ আমি খুব কমই দেখেছি। আপনার সাথে অনেকগুলো ভ্রমণের সময় সঙ্গী হতে পেরে আমি খুবই আনন্দিত। ভাই, আসলে আপনি একজন অসাধারণ ব্যক্তিত্ব।

0
0
0.000