Medicinal properties of Yajna figs /Yajnadumur( যজ্ঞডুমুর এর ঔষধি গুন)

avatar

IMG_20200816_105034.jpg

Introduction

The leaves of Yajna figs are big and quite rough. That is why it is also called Kharapati. Figs are soft and sweet fruits. Besides, there is Baradumur. Figs are cheap, but curry is very nutritious. Although it is a very popular and popular curry in the homes of Hindus in this country, it does not fetch a fair price at home due to lack of health awareness. Apart from that, it takes more time to crush figs, so its use is decreasing in today's busy days. Raw fruits are very advanced vegetables. But there is no such cheap tonic and delicious food. It is also full of medicinal properties. Cucumber is an antidote for leukemia. This fruit cures thinness in its raw and ripe state, it is especially beneficial in gurupak and winter semen bile. According to the expression, it cures whiteness and blood clots.

IMG_20200817_141710.jpg

Quality:

Cucumber holder, aphrodisiac, blood purifier, but rheumatic vomiting. Its bark decoction is useful for psoriasis, jaundice and jaundice and hemoptysis (nose, mouth bleeding). To control fever, 1-2 grams of its bark powder is taken three to four times a day. It acts as a tonic when played in small amounts. It is beneficial to mix fruit powder in hot water and give poultice in the bag. According to some, premature abortion is prevented by eating cucumber fruit. Many feed figs to cows and buffaloes to thicken the milk. Below are the herbal uses of figs -

Incineration - It is a disease that is eaten in folklore. The origin of this disease is in the main indigestion of flatulence and if it is not treated, atrophy disease is inevitable. In case of this disease, take 2 teaspoons of cucurbit fruit juice once or twice a day and the fruit can be seen in two or three days.

IMG_20200816_104821.jpg

Malnutrition thinness - In this case, cut ripe cucumbers to see if there are any insects and then dry in the sun. Then boil it in half a cup of milk and 2 cups of water at the rate of 5 grams and it to about half a cup.

IMG_20200817_141801.jpg

Malnutrition in edema - In this case, 2 teaspoons of ripe fruit juice should be warmed a little or once or twice a day. It will also reduce the weakness of the chest, swelling will also be cured.

Raktapitta - If ripe cucumber is small, mix it with 3 water, if it is big, mix it with water and strain it in a thin cloth. If you drink that water 2-3 times a day, the bleeding will stop in 2-3 days.

Pradar - After crushing 10 grams of raw bark of Kakdumur tree in 3 cups of water with blood and white matter, lower it to about one cup, strain it and drink that water in the morning and afternoon. It will also cure blood clots. Svetapradarao sarabe if used for a few days. However, if the skin is washed with water, the disease will be cured quickly.

Stomach guilt - If stomach guilt lasts for twelve months, then in that case dry bark at the base of cucumber tree, 10 gms crushed a little, boiled in 4 cups of water, then reduced to one cup and sifted to drink 2 parts of water in the morning and afternoon. Have to pay.

Leukemia - In leukemia, the color of the spots will gradually begin to return to normal, playing with the rules of the stomach defect. Fig curry should also be eaten. If treatment starts, inflammation or irritation at the spot should be stopped.

IMG_20200816_105007.jpg

Skin discoloration - If the skin color changes for any reason, i.e. if it becomes different, then 10-15 skins should be washed in boiled water (raw fig or bark). Peel a squash, grate it and boil it in 4 cups of water. If used in this way for 15-20 days, the color will be natural.

Contaminated wound - Rotten or contaminated wound, whether it is new or old, 20 grams of cucumber peel can be washed in boiled water to cure rot. It should be boiled in 5-6 cups of water with the peel and used to have one and a half cups.

Menstruation - In case of excessive menstruation in girls, it is beneficial to mix the juice of young figs with honey. It can be mixed with milk and sugar.

Bleeding or bleeding from the mouth - It should be eaten twice a day by mixing candy in the juice of young figs (half a teaspoon of candy powder in 1 teaspoon of juice. It will stop bleeding from the mouth, it is 3-4 days). Is to eat.

Dysentery - In this disease, chewing a bud of cactus leaves with hot rice cures the disease. Thus you have to eat for three days. Apart from that, after crushing the bark of the tree and sifting it well with candy syrup, make 2 teaspoons twice a day.

IMG_20200817_141624.jpg

Dizziness - It is beneficial to eat 1 teaspoon of fried grass grass in rice and then fried figs without seeds.

Diabetes - Cucumber root juice is very useful in this disease. However, playing for a long time only benefits.

Hiccups - Cut the cucumber into chunks and soak it in water for a while and drink it with 1 teaspoon every half an hour. After drinking it 4-5 times, hiccups stop. Cucumber also contains a lot of iron, so it cures scurvy, hemorrhage, hemorrhage, hemorrhoids, blood, urine and anemia, but playing too much causes constipation.

➢ **Yajna figs ** - It is also known as Udumbar. Yajnadumur works as an anthelmintic, sinus healer, anti-inflammatory, anti-hemorrhagic, antiseptic, leprosy. If its latex is applied on the flower of the knot, the inflammation or burning pain is reduced. Below are the usage rules of Yajnadumur.

Poisonous insect -spider bites and dog scratches- In this case, if you apply yajnadumur ghansara will relieve the irritation and pain, there will be no poison.

Bruising and bruising - In this case, by mixing twice the amount of water with Ghansar and applying it as a paste or lotion, the swelling and pain will be reduced.

IMG_20200817_141432.jpg

Boil - Mix four times the amount of water in the boil and apply it on a rag or cotton and it will burst and pus will come out and it will heal in a few days.

Bad breath,toothache and sores on the face - In this case, gargling eight times the density of yajnadumur in water or putting it in the mouth will cure the disease in a day or two.

Glandular edema - Hemoptysis, hemorrhage and hemorrhage - 12 grains of yajnadumura ghansara mixed with 50 ml of water 2-3 times a day to cure the disease.

Chicken Pox - In these cases, soaking the leaves in milk and rubbing them in honey is especially beneficial.

Female pathogenic discharge - In this case, if the dose is diluted in 8-12 times of Ghansar, it will be relieved for sure.

IMG_20200817_141801.jpg

Pradar - The blood of Yajnadumur is mixed with honey to cure Pradar disease.

Diabetes - Yajnadumur mash is beneficial in diabetes. Despite the many benefits of yajnadumura it is high in iron can cause constipation if eaten in large quantities. The problem is eliminated by drinking a glass of water mixed with a leaf of lemon juice on an empty stomach every morning.

Many thanks to you for reading this valuable Articles.

**With a lot of effort, with a lot of talent, I have presented this valuable information to you. If your mind is touched. Please, upvote me.

যজ্ঞডুমুর এর ঔষধি গুন :

IMG_20200816_105032.jpg

পরিচিতি:

যজ্ঞডুমুরের পাতা বড় ও বেশ খসখসে। তাই একে খরপত্রীও বলে। ডুমুর নরম ও মিষ্টিজাতীয় ফল। এ ছাড়া রয়েছে বরাডুমুর। ডুমুর দামে সস্তা, কিন্তু তরকারি খুবই পুষ্টিকর। এ দেশের হিন্দুদের ঘরে এটি খুবই সমাদৃত ও বহুল প্রচলিত তরকারি হলেও স্বাস্থ্য সচেতনতার অভাবে ঘরে এটি যথার্থ দাম পায় না। তা ছাড়া ডুমুর কুটতে বেশি সময় লাগে বলে আজকের ব্যস্ততার দিনে এটির ব্যবহার কমে যাচ্ছে।কাঁচা ফল অতি উন্নত সবজি। কিন্তু সস্তায় এমন টনিক ও স্বাদু খাবার আর নেই। ভেষজগুণেও এটি ভরপুর। কাকডুমুর শ্বেতী রোগের মহৌষধ। এ ফলটি কাঁচা ও পাকা অবস্থায় কৃশতা সারায়, এটি গুরুপাক ও শীতবীর্য রক্তপিত্তে বিশেষ উপকারী। ভাবপ্রকাশের মতে এটি শ্বেতী ও রক্তপ্রদর সারায়।

IMG_20200816_105012.jpg

গুণাগুণ:

কাকডুমুর ধারক, কামোদ্দীপক, রক্তপরিষ্কারক, তবে বাতকর বমনকারক। এর ছালের ক্বাথ সোরিয়াসিস, পাণ্ডু (জন্ডিস) ও কামলারোগ ও রক্তপিত্তে (নাক, মুখ দিয়ে রক্ত পড়া) উপকারী। জ্বর নিবারণের জন্য এর ছালের গুঁড়ো ১-২ গ্রাম মাত্রায় দিনে তিন-চার বার খাওয়াতে হয়। অল্প মাত্রায় খেলে এটি টনিকের কাজ করে। ফলের গুঁড়ো গরম পানিতে মিশিয়ে বাগীতে পুলটিশ দিলে উপকার হয়। কারো কারো মতে, কাকডুমুরের ফল খেলে অকালে গর্ভপাত নিবারণ হয়। অনেকে দুধ ঘন করার জন্য গরু-মহিষকে ডুমুরের ফল খাওয়ায়। নিচে ডুমুরের ভেষজ ব্যবহারবিধি দেয়া হলো -

ভস্মকাগ্নি - একে লোকজ কথায় বলে খাই-খাই করা রোগ। এ রোগের উৎপত্তি বায়ুধিকার প্রধান অগ্নিমান্দ্যে এবং এর চিকিৎসা না করলে কৃশতা রোগ অনিবার্য। এ রোগ হলে কাকডুমুরের ফলের রস ২ চা-চামচ করে প্রতিদিন এক-দুই বার করে খেলে দুই-তিন দিনেই ফল দেখা যায়।

অপুষ্টিজনিত কৃশতা - এ ক্ষেত্রে পাকা কাকডুমুর কেটে পোকা আছে কি না দেখে নিয়ে তারপর রোদে শুকাতে হবে। এরপর প্রতি ৫ গ্রাম মাত্রায় আধাকাপ দুধ ও ২ কাপ পানিতে সিদ্ধ করে আন্দাজ আধা কাপ থাকতে নামিয়ে ডুমুরসহ সে পানি খেতে হবে।

IMG_20200816_105007.jpg

শোথে অপুষ্টি - এ ক্ষেত্রে কাকডুমুরের পাকা ফলের রস ২ চা-চামচ মাত্রায় একটু গরম করে প্রতিদিন একবার অথবা দুইবার খেতে হবে। এতে বুকের দুর্বলতাও কমবে, শোথও সারবে।

রক্তপিত্ত - পাকা কাকডুমুর ছোট হলে ৩টি, বড় হলে ২টি পানিতে মিশিয়ে নিংড়ে পাতলা ন্যাকড়ায় ছেঁকে ওই পানি দিনে ২-৩ বার খেলে ২-৩ দিনের মধ্যে রক্ত ওঠা বন্ধ হবে, গলার সুড়সুড়ি ও কাশি থাকবে না।

প্রদর - রক্ত ও শ্বেতপ্রদরে কাকডুমুর গাছের কাঁচা ছাল ১০ গ্রাম একটু থেঁতো করে ৩ কাপ পানিতে সিদ্ধ করার পর আন্দাজ এক কাপ থাকতে নামিয়ে, ছেঁকে ওই পানি সকাল ও বিকেলে খেতে হবে। এর দ্বারা রক্তপ্রদরও সারবে। শ্বেতপ্রদরও কিছু দিন ধরে ব্যবহার করলে সারবে। তবে এ ছালসিদ্ধ পানি দিয়ে ধুয়ে দিলে এ রোগ তাড়াতাড়ি সারবে।

IMG_20200816_104731.jpg

পেটের দোষ - পেটের দোষ যদি বারো মাসই চলে, তবে সে ক্ষেত্রে কাকডুমুর গাছের গোড়ার দিকে শুকনো ছাল, ১০ গ্রাম নিয়ে একটু থেঁতলে ৪ কাপ পানিতে সিদ্ধ করার পর এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে সে পানি সকাল ও বিকেলে ২ ভাগ করে খেতে দিতে হবে।

শ্বেতী রোগ - শ্বেতী রোগের বেলায় পেটের দোষের নিয়মে খেলে ধীরে ধীরে দাগগুলোর রঙ স্বাভাবিক হতে শুরু করবে। ডুমুরের তরকারিও খেতে হবে। চিকিৎসা শুরু হলে দাগের জায়গায় প্রদাহ বা জ্বালা শুরু হলে কয় দিন খাওয়া বন্ধ রাখতে হবে।

চামড়ার বিবর্ণতা - কোনো কারণে চামড়ার রঙ বদলে গেলে অর্থাৎ অন্য রকম হয়ে গেলে কাকডুমুর সিদ্ধ পানিতে (কাঁচা ডুমুর অথবা ছাল) ১০-১৫টি চামড়াটা ধুয়ে ফেলতে হবে। এ ছাল বা ফল থেঁতলে নিয়ে ৪ কাপ পানিতে সিদ্ধ করে ১ ভাগ থাকতে নামিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করতে হবে। ১৫-২০ দিন ধরে এভাবে ব্যবহার করলে রঙ স্বাভাকি হবে।

দূষিত ক্ষত - পচা বা দূষিত ঘা, তা নতুন বা পুরাতন হোক, ২০ গ্রাম কাকডুমুরের ছাল সিদ্ধ পানিতে ধুলে পচাটা সেরে যাবে। এতে ৫-৬ কাপ পানিতে ছাল নিয়ে সিদ্ধ করে এক-দেড় কাপ থাকতে নামিয়ে ব্যবহার করতে হবে।

IMG_20200816_104742.jpg

ঋতুস্রাব - মেয়েদের অতিরিক্ত ঋতুস্রাব হলে কচি ডুমুরের রস মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এটি দুধ ও চিনি মিশিয়ে খেলেও চলে।

রক্তপিত্ত বা মুখ দিয়ে রক্ত ওঠা - এতে কচি ডুমুরের রসে মিছরি মিশিয়ে দিনে ২ বার করে খেতে হবে (১ চা-চামচ রসে আধা চা-চামচ মিছরির গুঁড়ো। তাতে মুখ দিয়ে রক্ত ওঠা বন্ধ হবে, এটা ৩-৪ দিন খেতে হয়।

আমাশয় - এ রোগে কাকডুমুরের পাতার একটি কুঁড়ি আতপ চালের সাথে চিবিয়ে খেলে রোগের উপশম হয়। এভাবে তিন দিন খেতে হবে। তা ছাড়া গাছের ছাল থেঁতলে নিয়ে মিছরির সরবতের সাথে ভালোভাবে চটকে ছেঁকে নেয়ার পর দিনে ২ বেলা ২ চা-চামচ করে।

মাথা ঘোরা - ভাতপাতে প্রথমে ১ চা-চামচ দূর্বাঘাস ভাজা খেয়ে পরে বীজ বাদ দিয়ে ডুমুর ভাজা খেলে উপকার হয়।

ডায়াবেটিস - কাকডুমুর গাছের শিকড়ের রস এ রোগে খুবই উপকারি। তবে অনেক দিন ধরে খেলে তবেই উপকার মিলে।

IMG_20200816_105042.jpg

হেঁচকি - কাকডুমুর চাক চাক করে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে আধা ঘণ্টা পর পর ১ চা-চামচ করে তা পান করলে ৪-৫ বার পান করার পরই হেঁচকি ওঠা বন্ধ হয়। এ ছাড়া কাকডুমুরে যথেষ্ট পরিমাণে লোহা রয়েছে বলে এটি খেলে স্কার্ভি, রক্তপ্রদর, রক্তপড়া, অর্শ্ব, রক্ত প্রস্রাব ও রক্তশূন্যতা রোগ সারে, তবে বেশি করে খেলে কোষ্ঠকাঠিন্য হয়।

যজ্ঞডুমুর -এটি উদুম্বর নামেও পরিচিত। যজ্ঞডুমুর কৃমিনাশক, সাইনাস সারায়, শোথ, রক্তদোষনাশক, ক্ষতনাশক, কুষ্ঠে কাজ দেয়। এর ক্ষীর গাঁটের ফুলোয় লাগিয়ে দিলে প্রদাহ বা জ্বালা ব্যথা কমে। নিচে যজ্ঞডুমুরের ব্যবহারবিধি দেয়া হলো।

বিষাক্ত পোকা-মাকড়ের কামড় ও কুকুরে আঁচড় - এ অবস্থায় যজ্ঞডুমুরের ঘনসার লাগালে জ্বালা-যন্ত্রণার উপশম হবে, বিষও থাকবে না।

IMG_20200816_104705.jpg

থেতলে যাওয়া ও আঘাত লাগা - এ অবস্থায় ঘনসারের সাথে দুই গুণ পানি মিশিয়ে পেস্ট বা লেইয়ের মতো লাগালে ফুলা ও ব্যথা দুই-ই কমে যাবে।

ফোঁড়া - ফোঁড়ায় ঘনসার চার গুণ পানির সাথে মিশিয়ে ন্যাকড়া বা তুলোয় লাগিয়ে বসিয়ে দিলে ওটা ফেটে পুঁজ রক্ত বেরিয়ে যাবে এবং ক’দিনেই তা সেরে যাবে।

IMG_20200816_105000.jpg

মুখের দুর্গন্ধ, দাঁতের ও মুখে ক্ষত - এ অবস্থায় যজ্ঞডুমুরের ঘনসার আট গুণ পানিতে গুলে গরগরা করলে অথবা মুখে রেখে দিলে দু-এক দিনেই রোগের উপশম হবে।

গ্রন্থিস্ফীতি - রক্তপিত্ত, রক্তার্শ ও রক্তস্রাব - যজ্ঞডুমুরের ঘনসার ১২ গ্রেন আন্দাজ নিয়ে ৫০ মিলিলিটার পানিতে মিশিয়ে দিনে ২-৩ বার খেলে রোগের উপশম হয়।

চিকেন পক্স - এসব ক্ষেত্রে পাতা দুধে ভিজিয়ে মধুতে মেড়ে লাগালে বিশেষ উপকার হয়।

স্ত্রী রোগজনিত স্রাব - এ ক্ষেত্রে ঘনসার ৮-১২ গুণ পানিতে গুলে ডোস দিলে তা নিশ্চিত প্রশমিত হবে।

প্রদর - যজ্ঞডুমুরের রক্ত মধুর সাথে মিশিয়ে খেলে প্রদর রোগ সারে।

IMG_20200817_141513.jpg

বহুমূত্র - যজ্ঞডুমুরের ভর্তা খেলে বহুমূত্র রোগে উপকার হয়। যজ্ঞডুমুরে অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এতে লোহা বেশি বলে অধিক পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এতে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে একটি পাতি লেবুর রস মিশিয়ে পান করলে অসুবিধাটা দূর হয় ।

অনেক ধন্যবাদ আমার এই অনুচ্ছেদটি পড়ার জন্য

অনেক কষ্ট করে, অনেক মেধা খাটিয়ে , আপনাদের উদ্দেশ্যে এই মূল্যবান তথ্যটি আপনাদের সামনে তুলে ধরেছি । যদি আপনাদের মন ছুঁয়ে থাকে । দয়া করে ভোট করুন।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @jahangir1! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

Project Activity Update
The Customization Guide for the HiveBuzz store
0
0
0.000