প্রত্যেকেই সফলতা চায় কিন্তু সবাই এটা অর্জন করতে পারে না - An educational blog in bangla

avatar
(Edited)

বন্ধুরা,
প্রত্যেকেই সফলতা চায় কিন্তু সবাই এটা অর্জন করতে পারে না।কিন্তু কেন পারে না।এর অন্যতম কারণ হলো কিছু মানুষ আছে যারা নিজেরা চেষ্টা না করে অন্যদের ওপর নির্ভর করে।

children-593313__480.jpg
Source
হ্যাঁ বন্ধুরা আমরা মানুষেরা জীবনে চলার পথে সব সময় সফলতা চাই, কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই এই সফলতা অর্জন করতে পারি না।আর আমাদের এই সফলতা না হওয়ার পেছনের অন্যতম কারণ হতে পারে আমাদের কাজের প্রতি অনীহা এবং আমাদের অলসতা।আমরা অনেকেই আছি যেকোনো কিছু নিজে চেষ্টা না করে অন্যদের উপর নির্ভর করি।আর এই অন্যদের প্রতি নির্ভর করাই আমাদের সফলতা না হওয়ার অন্যতম কারণ।আত্মতৃপ্তিই হলো কাজের প্রতি প্রধান উদ্দীপনা।যদি এই তৃপ্তি আমাদের নিজেদের ভালোর জন্য নিজের কাজ করতে উৎসাহিত না করে তাহলে আমাদের ভালোর জন্য অন্যদের ওপর নির্ভর করতে পারিনা।যদি আমরা নিজেরাই আমাদের ভালোর জন্য কাজ করতে না পারি তাহলে আমাদের ভালোর জন্য অন্যদের ত‍্যাগকে প্রত্যাশা করা আমাদের উচিত না।আমাদের সবসময় নিজে কিছু করার চিন্তা করা উচিত।যেকোনো কাজে নিজে নিজেই সফলতা অর্জনের চেষ্টা করা উচিত।আমাদের বাংলায় একটা কথা আছে শুধু ঘরে বসে থেকে চিন্তা করলে হবে না, চেষ্টা করতে হবে।আপনি যে কোন কাজে সফলতা অর্জন করতে চাইলে বারবার চেষ্টা করুন।কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার।আপনি চেষ্টা করতে থাকুন সফলতা আসবেই।মনে রাখবেন অন্যের প্রতি নির্ভরশীলতা আপনার আত্নবিশ্বাসকে ধ্বংস করে দিবে এবং জীবনে উন্নতি করতে মানসিক শক্তিতে প্রণোদিত করবে না।আর এর ফলে আমাদের জীবনে শুধু ব্যর্থতায় আসবে।ছোটবেলায় বইয়ে আমরা অতীতের হারকিউলাস এবং কাটারের সুপরিচিত একটি গল্প শুনেছি।এ সম্পর্কে একটি পাঠ আমাদের শিক্ষা নেওয়া আছে।গল্পটির মধ্যে উল্লেখ আছে একটি লোক গরুর গাড়িতে করে কিছু মালামাল নিয়ে যাচ্ছিল।পথিমধ্যে গরুর গাড়ির দুই চাকা কাদার মধ্যে ডুবে যায়।যখন গরুগুলো মালামাল নিয়ে কাদা থেকে উঠতে ব্যর্থ হয় তখন গাড়ির চালক হারকিউলাসের নিকট সাহায্য প্রার্থনা করে।তখন দেবতা নেমে এসে দেবতা নিজে কিছু করার পরিবর্তে গাড়ির চালককে বললেন নিজের কাঁধ দিয়ে গাড়িটির চাকাতে ধাক্কা লাগাতে।এরপর গাড়ির চালক কথামতো ধাক্কা মারলো এবং গাড়িটি উপরে তুলতে সক্ষম হলো।তাহলে প্রকৃতপক্ষে এখানে আমরা কি শিখলাম যে, কোন দেবতা বা দেবীই আমাদের সাহায্যের জন্য আসবে না, যদি না আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি।তো বন্ধুরা জীবনে চলার পথে ভয় পাবেন না।
কোন কাজেই ভেঙে পড়বেন না।পাশের সফলতা অর্জনকারীকে দেখে কোন আফসোস করবেন।আপনি চেষ্টা করুন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।আপনি একবারের পরিবর্তে দশ বার চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা আসবেই।মনে রাখবেন কোন কাজ সাধারণত এত ভালো করে অন্যদের ধারা করা যায় না, যেভাবে কোন ব্যক্তি তার নিজের জন্য করে থাকে।তাই বন্ধুরা আসুন আজ থেকেই আমরা অন্যদের উপর নির্ভর না করে আমাদের নিজেদের কাজ নিজেরাই করি এবং সফলতা অর্জন করি।আমাদের মনে রাখতে হবে যেকোনো বিষয়ে নিজেরা চেষ্টা না করে অন্যদের ওপর নির্ভর করা বোকামি।
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।আর বাংলাতে আমি মাঝে মাঝে শিক্ষণীয় কিছু লেখার চেষ্টা করি, লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকুন, নিরাপদ থাকুন।

Follow my twitter

Subscribe my youtube channel

ধন্যবাদ

@mdaminulislam



0
0
0.000
0 comments