Beautiful Bangladesh By Farmers. ///Photography ///English and Bangla language

avatar

Bangladesh is a beautiful country. The soil and the people are like friends to each other. The farmers of Bangladesh are living by growing crops in the soil. That is why an unbroken friendship has been formed with the soil. The farmers of Bangladesh are mixed with the soil. They work in the crop fields. Their bodies are covered with mud all day long. The farmers produce the crop of gold soaked in rain and the sun. Agricultural work is hard work. Even then they seem to have no fatigue. After working all day and returning home, they go out again in the morning. Forgetting all the fatigue of the previous day, he started working on a new venture again. We have to learn from the farmers what hard work is. Fields of crops filled with their untiring labor. The horizon is filled with greenery. Looking at the field, it would seem that there is nothing but green. Such a green image can be seen anywhere else. Such a scene cannot be found anywhere else except in Bangladesh. The south wind blows, the paddy trees sway in the green field. At the same time, the mind of the farmer sways. The mind is filled with emotion and joy. A smile appeared on the farmer's face. Let success catch up to them. He looks at the harvest with a happy heart. Once upon a time, it was harvest time. They cut the crop and thresh it in the house. We eat, don’t understand, what the story was in this dish.

I want to thank them.

Photography

IMG20210405174544.jpg

IMG20210405174812.jpg

বাংলাদেশ সুন্দর একটি দেশ। মাটি ও মানুষ যেন পরস্পরের বন্ধু। বাংলাদেশের কৃষকেরা মাটিতে ফসল ফলিয়ে জীবন ধারণ করেু। এজন্য মাটির সাথে গড়ে উঠেছে অটুট বন্ধুত্ব। বাংলাদেশের কৃষকেরা যেন মাটির সাথেই মিশে থাকে। তারা ফসলের মাঠে কাজ করে। তাদের দেহে সারাদিন কাদা মাটি লেগে থাকে। রোদ বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায় । কৃষি কাজে কঠিন শ্রম দিতে হয়। তারপরও যেন তাদের কোনো ক্লান্তি নেই। সারাদিন কাজ করে বাড়ি ফেরে , সকাল হতেই আবার তারা বেরিয়ে পরে। গতদিনের সব ক্লান্তি ভুলে আবার নতুন উদ্দমে কাজ শুরু করে। কঠিন পরিসশ্রম কাকে বলে, তাদের কাজ থেকেই শিখতে হবে। তাদের অক্লান্ত পরিশ্রমে ভরে যুদ্ধে ফসলের মাঠ. সুবুজে ভরে যায় দিগন্ত। মাঠের দিকে তাকালে মনে হবে, সবুজ ছাড়া আর কিছুই নেই। এমন সবুজ চিত্র আর কোথায় গেলে দেখতে পাওয়া যায়। এমন দৃশ্য বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যাবেনা। দখিনা বাতাস বয় ,সবুজ মাঠে দোল খায় ধানের গাছ। সেই সাথে দোল খায় কৃষকের মন। আবেগে আনন্দে ভরে উঠে মন। ফুঠে ওঠে কৃষকের মুখে হাসি। সফলতা যেন তাদের কাছে ধরা দেয়। খুশিতে ভরা হৃদয় নিয়ে তাকিয়ে থাকে ফসলের পানে । একসময় ফসল কাটার সময় হয়। তারা ফসল কেটে মাড়াই করে ঘরে তোলে। আমরা খাই , বুঝতে পারিনা , কি গল্প ছিল এই খাবারে।

আমি তাদেরকে একটি ধন্যবাদ দিতে চাই।



0
0
0.000
0 comments