Ashaa Othoba Nirashaa: Ashaa Niye Path Chola

avatar

আশা !! শব্দটা নিজে নিজেই একটা ধনাত্মক বেপার ..বলা যেতে পারে এটা নিজ থেকেই একটা নিশ্চিত বেপার !! সব কিছুর বিপরীত দিক থাকবে , আশার বিপরীত দিক হলো নিরাশা !! আশা মানুষকে বাঁচার আগ্রহ দেয় , নিরাশা সেই আগ্রহ কেড়ে নেয় ..আশা মানুষের কাজ করার শক্তি , বেঁচে থাকার শক্তি আর নিরাশা হলো বেঁচে থাকার শক্তি কেড়ে নেওয়ার পন্থা !!

মানুষ যত কাজ করে তার সব কিছুর মূলে আছে আশা , জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কিছু আশার উপরে নির্ভর করে এমনকি মৃত্যুর পরেও মানুষের আখিরাত নিয়ে আশা থাকে...আগামীকাল বাঁচবে , এই আশা আছে বলেই মানুষ আজকের দিনটা ভালোভাবে কাটাতে পারে ..আগামীকাল ভালো কিছু হবে এই আশা আছে বলেই আজকের দুঃখগুলোকে উপেক্ষা করতে পারে ...যদি এর উল্টোটা হতো তখন মানুষ সুস্থ ভাবে বেঁচে থাকতে পারতো না ..মানুষ যদি জেনে যায় আগামীকাল সে বাঁচবে না বা তার সাথে ভালো কিছু হবে না তাহলে তার বর্তমানটাও উচ্ছনে যাবে !!

মৃত্যুর কাঠগোড়া থেকে মানুষকে একটা জিনিস ফেরত আনতে পারে তা হলো আশা !!

মানুষ একা থাকতে পারে না এই কথাটার থেকেও অনেক বড় সত্য হলো মানুষ আশা ছাড়া বাচঁতে পারে না ...
নিরাশা যখন কারো উপরে ভর করে তখন আত্মহননও তার নিকট অনেক সহজ মনে হয় ..যখন কারো কাছে বেঁচে থাকার কোনো আশা থাকে না অর্থাৎ নিরাশা ভর করে তখনই সে বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে ..

থাকবে আশা , ফুটবে ভোরের আলো , ডাক দিবে একঝাঁক উজ্জ্বলতা , এমনই করে কেটে যায় দিনরাত্রিবেলা !!
আশা শব্দটা এক এক জনের কাছে এক একটা জিনিস হতে পারে , কারো কাছে আশা হলো তার ক্যারিয়ার , কারো কাছে আশা হতে পারে তার প্রিয় মানুষটা , কারো কাছে আশা হতে পারে তার পরিবার , কারো কাছে আশা হতে পারে নিজ দেশের ভালো থাকা !! "আশা" এই শব্দটা মানুষে মানুষে আলাদা মনোভাব বিস্তার করে ..কারো জীবন থেকে যদি তার আশা কেড়ে নেওয়া হয় বা তার বেঁচে থাকার আশা চলে যায় সে বেঁচে থাকতে পারবে না , তার জীবন হবে নিরাশাময় , বিষাদগ্রস্ত !!

কারো জীবনে যদি আশা থাকে যে , সে এক একটা গভীর বনে থাকবে , সে তা পারবে , কারণ ঐটা তার ইচ্ছা , স্বপ্ন , সবকিছুর উর্ধে তার আশা ছিল ঐটা ..
অথচ যার আশা লোকালয়ে থাকার তাকে নির্জন এলাকায় থাকতে দিলে সে বেঁচে থাকতে পারবে না , কারণ তার আশা ঐটা না ...

সুস্থ ভাবে বাঁচার জন্য সবাইকে খারাপ সময়র জন্য প্রস্তুত থাকতে হবে , আর ভালো সময়ের জন্য আশা করতে হবে , এই আশাই তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিবে , নিরাশাকে দূরে রাখবে..

নিরাশাকেও অন্য কিছু না খালি আশার দাড়াই বিলীন করা যায় , খারাপ সময় না থাকলে যেমন ভালো সময়ের মূল্য থাকে না তেমনি নিরাশা আছে বলেই আমরা আশার মহত্ব বুঝতে পারি তাই হয়তো নিরাশার আড়ালে আশা মুচকি হেসে রয় ; ঝুপড়ির নিচুতে গভীরভাবে বুকফুলিয়ে রয় !!

একটু আশার আলোর জন্যই মা তার সন্তান কে জন্ম দেয়।।

একটু আশার জন্যই বাবা তার সব কিছুর বিনিময়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলে।।

আশা বিহীন মানুষ আর মৃত লাশ একই।।

সকল আশার অন্তরালে লুকিয়ে থাকে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকা।।

ধরুন আপনি কোনো একটা ধূর্ঘটনার কবলে পরে,একটা দ্বীপ কুঞ্জে পতিত হলেন তখন আপনার বাঁচার আশাটাই শেষ হয়ে যাবে কিন্তু আপনি ঠিক ওই মুহূর্তে যখন আপনার পরিবারের কথা মাথায় আসবে তখনই আপনার মন থেকে একটাই কথা আসবে যে আপনার বেঁচে থাকতে হবে,আর এই প্রবণতাই আপনাকে বাঁচার জন্যে নিরঙ্কুশ প্রচেষ্টাতেই ধাবিত করবে।।আর সেই বাঁচার আশার মাজখানে আল্লাহ পাক আপনার সহায় হবেন।।



0
0
0.000
2 comments
avatar

খুব ভাল লিখেছেন। বেশ ভাল লেগেছে পড়তে। 🙂

0
0
0.000