Wanderlust (ভ্রমণের নেশা): নেশার বন্দীদশা

avatar

কোন এক বিকেলে......

আমিঃ কিরে আদনান এইভাবে মুড অফ কইরা বইসা আছস ক্যান?

আদনানঃ মন ভালো নাই রে... কেমন জানি লাগতেছে..

আমিঃ চল কোথাও বেড়াইয়া আসি..

আদনানঃ কই যাবি?

আমিঃ চল সিলেট যাই...

আদনানঃ কবে যাবি?

আমিঃ আজ রাতের বাসেই চল..

আদনানঃ কিন্তু টাকা?

আমিঃ আল্লাহ ভরসা... ম্যানেজ হইয়া যাইবো ইনশাআল্লাহ..

এভাবেই পকেটে মাত্র দুই হাজার টাকা নিয়ে দুইজন যুবক ঢাকা থেকে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলো..

এবং একটা সফল ভ্রমণের সমাপ্তি নিয়ে ফিরে এলো একদিন পর।

এটা কোন হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার নয়, এটা আমাদের জন্য একটা নৈমিত্তিক নিয়ম হয়ে দাঁড়ায়। ভ্রমণ যখন রক্তে মিশে যায়, তখন রক্তের হিমোগ্লুবিনের মাত্রা ঠিক রাখার জন্যও ভ্রমণ আবশ্যিক হয়ে ওঠে।

সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন সহ বিভিন্ন ভ্রমণ আমাদের হঠাৎ সিদ্ধান্তের ফসল। অল্প খরচে, শুধুমাত্র নেশার উপরে ভর করে কিভাবে একটা সফর কে সফল করা যায়, তার উজ্জ্বল উদাহরণ আমরা।

মনে পরে নৌ ভ্রমণের কথা। আমাদের ২৭ জনের যাবার কথা। কিন্তু বিশেষ জটিলতাপূর্ণ সেই ভ্রমণে হঠাৎ করেই ৪০ জনের সমাগম। কিন্তু আমাদের নির্ধারিত নৌযানের সাধ্যি নেই এই বিশাল জনগোষ্ঠীর ভার বহনের। তাই প্রস্তুতির শেষ মুহূর্তে হঠাৎ করেই সকল কিছুর পরিবর্তন ঘটাতে বাধ্য হই আমরা। নৌযান থেকে শুরু করে সকলের খানাপিনার আয়োজন, সবই নতুন করে করতে হয় মাত্র কয়েক ঘন্টার মাঝে। এবং আমরা করতে সমর্থ হই।

পৃথিবীর সকল সার্কেলে ভ্রমণের প্লানিং এর সময় অনেকে থাকে, আর ভ্রমণের সময় সবাই হারিয়ে যায়।
আর আমাদের ক্ষেত্রে ইহা পুরোই বিপরীত। আমরা প্লানিং করি ২-৩ জন, আর ভ্রমণে... সেটা পঞ্চাশোর্ধ হবারও ইতিহাস রহিয়াছে।

কখনো অবসর পেলেই ছুটে চলা, আর অবসর না পেলে.. অবসর বের করে ছুটে চলা....
এই নিয়েই ছিলো আমাদের জীবন

FB_IMG_1438453609505.jpg

"ব্যস্ত জীবনে যখন এক টুকরো ছুটি মেলে,
তখনই নেশাখোর কিছু মানুষ ছুটে চলে প্রশান্তির খোঁজে।"

করোনা মহামারী আমাদের জীবনে অপ্রত্যাশিত অবসর এনে দিয়েছে। কিন্তু এই অবসরের মাঝেও নেশাখোর মানুষগুলো আজ বন্দী।

আজ বন্দী এই ভ্রমণপিপাসু মানুষগুলোর নেশাগুলো।
মানুষ বহু নেশায় নেশাগ্রস্থ হয়ে থাকে, নেশা ব্যাপারটাই খারাপ চোখে দেখা হয়।

কিন্তু আমরা ভ্রমণের নেশায় আসক্ত। ফিরে চাই সেই মুক্ত পৃথিবী। মুক্তি চাই এই নেশার বন্দীদশা থেকে।

ধন্যবাদ @bdcommunity কে এমন সুন্দর কনটেস্ট আয়োজনের জন্য।

আপনারাও অংশগ্রহণ করতে পারেন এই সুন্দর আয়োজনে। অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে



0
0
0.000
7 comments
avatar
(Edited)

সুন্দর লিখেছেন।
গুড লাক।

0
0
0.000
avatar

সুন্দর লিখেছেন ভাই।

0
0
0.000
avatar

ধন্যবাদ ভাই

0
0
0.000