ঘরে তৈরি পারফেক্ট মিষ্টি

avatar

IMG_20200920_160010.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন ।
আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে গুড়ো দুধ দিয়ে ঘরে পারফেক্ট ভাবে মিষ্টি তৈরি করবেন ।
মিষ্টি তৈরির জন্য আমার লাগবে হাফ কাপ ফুলক্রিম মিল্ক পাউডার. ১ টেবিল চামচ ময়দা. ১ চা চামচ বাটার. হাফ চা চামচ বেকিং পাউডার ।IMG_20200920_160609.jpg

এখন এই সমস্ত উপকরণ গুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব । সমস্ত উপকরণ ভালোভাবে মেশান হয়ে গেলে অন্য একটি পাত্রে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটে নিব ।
এখন দুধের মিশ্রণ এর ভিতরে অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিব । যখন মিশ্রণটি আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো । ৫ মিনিট পরে মিশ্রণটিকে ছোট ছোট মিষ্টির আকৃতি করে নিব ।IMG_20200920_160004.jpg

এবার চুলায় একটি পাত্রে সোয়াবিন তেল দিয়ে তা হালকা গরম করে তার মধ্যে মিষ্টি গুলা ছেড়ে দিব । চুলার আঁচ লোতে রেখে মিষ্টি গুলোকে ভাজতে থাকবো । ভাজতে-ভাজতে যখন এটার উপরে রং গারো লালচে হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো এবং তেল থেকে উঠিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিব ।IMG_20200920_160006.jpg

এবার আমি মিষ্টির জন্য সিরা তৈরি করব । সিরা তৈরীর জন্য আমি নিব হাফ কাপ চিনি ও এক কাপ পানি যেহেতু আমি সিরাটি পাতলা করে তৈরি করব একারনে আমি পানি একটু বেশি নিব এবং এর মধ্যে দিয়ে দিব দুটি এলাচ দানা ।
এবার এটাকে চুলের ওপর দিয়ে কিছুক্ষণ জ্বাল দিব । সিরাটি হালকা আঠালো ভাব হয়ে আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে । এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব । সিরাটি গরম থাকা অবস্থায় এর মধ্যে মিষ্টি গুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব ।IMG_20200920_160002.jpg

এভাবে ঘন্টাখানেক ঢেকে রাখলে সম্পন্ন মিষ্টিটা সিরায় ভিজে যাবে ও নরম তুলতুলে হয়ে যাবে । তৈরি হয়ে গেল সুস্বাদু মিষ্টি ।

উপকরণ :
হাফ কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার
১ টেবিল চামচ ময়দা
১ চা চামচ বাটার
হাফ চা চামচ বেকিং পাউডার
হাফ কাপ চিনি
ভাজার জন্য সোয়াবিন তেল

আপনাদের সকলকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য ।



0
0
0.000
1 comments
avatar

Congratulations @rummansk! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 1250 upvotes. Your next target is to reach 1500 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Hive Power Up Day - Let's grow together!
Update for regular authors
0
0
0.000