জীবনে ব্যর্থতার এবং গ্লানির সূর্য প্রতিনিয়ত অস্ত যায়।

avatar
(Edited)

"আমার কপালটা খুবই খারাপ বাজান" আমি জীবনে যেটাই করতাম চেয়েছি, সেটাতেই খারাপ কিছু না কিছু হয়ছে। এক রিক্সাচালকের এমন উত্তর আমাকে কিছু সময়ের জন্য নীরব করে দিয়েছিল। নীরবতা ভেঙ্গে আমি যখন জিঞ্জাস করলাম, বর্তমানে আপনি যা করছেন, সেই কাজেও কি আপনি ব্যর্থ? উক্তরে রিক্সাচালক উত্তর দিলেন, এটা কি কোন কাজ হলো বাজান, একটা মানুষের যখন করার মতো কিছু থাকে না তখন সে রিক্সা চালায়। এতো কষ্টের কাম কেউ কি আর সাধে করে বাজান। যে মানুষটা তার জীবনের হকল কাজে ব্যর্থ হইছে হে না পাইরা রিক্সা চালাবো। অামিও হেইডাই করতাছি বাজান।

IMG_20200619_182016.jpg

সেদিন রিক্সাচালকের কথাগুলো ঠিক আমার হৃদয় স্পর্শ করে নাই। তার প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতির জন্ম নেয় নাই। তবে তার কখা গুলো আমার মস্তিষ্কের নিউরনগুলোকে কিছুটা হলেও নাড়া দিয়েছিল। তার ব্যর্থ জীবনের কোন অধ্যায় আমার মিস্তষ্ককে তরান্বিত করে নাই। আমাকে চিন্তিত করেছে তার আত্মবিশ্বাসহীন জীবন যাপন। সে নিজকে সারাজীবনের জন্য ব্যর্থ পুরুষ হিসাবে বিবেচিত করে আজ সে রিক্সাচালক। রিক্সাচালিয়ে যদিও সে তার জীবন এবং পরিবার সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন, তারপরেও তিনি নিজেকে ব্যর্থ বলে ঘোষনা দিচ্ছেন। যদি আবার সেই ব্যতিকে খুজে পেতাম তাকে জিজ্ঞেস করতাম জীবনে সফলতা বলতে আপনি কি বোঝেন।

IMG_20200621_184539.jpg

বাস্তবিক অর্থে অামরা ব্যক্তিগত জীবনের সফলতা বলতে আসলে কি বুঝি? প্রশ্নটা আপনার কাছে হয়তোবা খুবই সহজ, এর উত্তর আপনার কাছে হয়তোবা তৈরী আছে। কিন্তু আমার কাছে এর উত্তরটা খুবই কঠিন। আপনি যদি সেই রিক্সাচালক এর চিন্তা ভাবনার মতো করে উত্তর দেন তাহলে তার আর আপনার মাঝে ঠিক পার্থক্যটা কোথায় রয়ে গেল। আপনাকে তার চেয়ে একটু হলেও উন্নতর চিন্তা করতে হবে এবং যথাপুযুক্ত উত্তর প্রদান করতে হবে।

IMG_20200619_182054.jpg

আমরা কি আমাদের নিজদের বর্তমান অবস্থা থেকে নিজদেরকে সফল ভাবতে পারি! আমাদের বর্তমান অবস্থা কি সফলতার সিঁড়ি বেয়ে ওঠা আমাদের কাঙ্খিত গন্তব্য! আমি আপনার বিষয়টা জানি না, তবে আমি আমার নিজের জীবন এবং হাজারো মানুষের জীবন থেকে নেয়া বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। মানুষ তার বর্তমান অবস্থা কে কখনোই সফলতম অবস্থান হিসাবে মনে করতে পারে না। তার কাছে সফলতম অবস্থা সবসময়েই অপর কোন মানুষের দখলে থাকে এবং তার বর্তমান অবন্থা অন্য কোন মানুষের সফলতম অবস্থা।

IMG_20200619_181927.jpg

এক দিকে আপনি যেমন নিরন্তন চেষ্টায় থাকেন সেই সফলতার সিঁড়ি বেয়ে আপনার কাঙ্খিত সফলতম অবস্থানে পৌছাতে, অপর দিকে অন্য কোন ব্যক্তি নিরলস চেষ্টা করে যায় আপনার বর্তমান অবস্থায় পৌছাতে। যে ব্যক্তি তার কাঙ্ক্ষিত সফলতম অবন্থানে পৌঁছাতে অক্ষম হয়, সেই ব্যক্তি নিজকে ব্যর্থতা নামের এক সত্ত্বাকে নিজের চিন্তা এবং চেতনায় লানন করতে শুরু করে দেয় এবং সেই মুহুর্তে অন্য ব্যক্তিতের যে কোন অবস্থানকে তার কাছে সফলতার অবস্থান বলে মনে হতে থাকে। এই প্রকৃতির মানুষগুলো ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং জীবনে জীবিকার জন্য যে কর্মই তারা করে না কেন, তারা কখনই সেই কর্মে সন্তুষ্টি লাভ করতে পারে না এবং নিজের জীবনের ইতিহাসকে ব্যর্থতার এক ইতিহাস হিসাবে সকলের কাছে উপস্থাপন করে। এই শ্রেনির মানুষগুলো আর নিজেদের সার্বিক অবস্থান পরিবর্তন করতে পারে না। তারা এটা কখনো বোঝার চেষ্টা করে না যে, জীবনে ব্যর্থতা এবং গ্লানির সূর্য প্রতিনিয়ত অস্ত যায়।

IMG_20200621_122555.jpg

অার যেসব ব্যক্তি অপরের সফলতায় ঈর্ষানিত না হয়ে, নিজেকে সেই সফলতার সোপনে অধিষ্ঠিত করতে নিরলস পরিশ্রম করে যায়, তারা জীবনে হাজারো বার ব্যর্থতার এবং গ্লানির সূর্য অস্ত যেতে দেখে। অার যে সব ব্যক্তি নিজের বর্তমান অবস্থাকে কার সফলতম অবস্থান হিসাবে মেনে নিতে পারে, সেই ব্যক্তি প্রকৃত অর্থেই অতিমানবি।



0
0
0.000
3 comments
avatar

This post earned a total payout of 0.156$ and 0.078$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.

0
0
0.000