The City of Hanging Cable"ঝুলন্ত তারের শহর"

avatar
(Edited)

বাংলা ভাষাটা অন্য ভাষার গুলোর চেয়ে কিছুটা আলাদা, মনে হয় একটু কঠিন, বাংলা ভাষার ব্যাকরন খুবই সমৃদ্ধ এবং উচ্চারনগত দিক থেকে খুবই শ্রুতি মধুর। হঠাৎ কেন এই কথা বললাম এর পিছনে ছোট্ট একটা কারন আছে। যেমন, বেতার শব্দটির যদি সঠিক অর্থ জানতে চাই তাহলে এর সমাসটা আমাদের জানতে হবে। "নাই তার যার"-বেতার এবং এই বেতার তারহীন কোন যোহাযোগ ব্যবস্থাকে আলোকপাত করে। আমরা আধুনিক যুগ বলতে এই বেতার যুগকেই বুঝি। বিজ্ঞানি নিকোলা টেসলা আমাদের জন্য যদি তারহীন বিদ্যুৎ ব্যবস্থার সফল অাবিষ্কারটা রেখে যেতে পারতেন, তাহলে হয়তো বর্তমান প্রজন্মই বৈদুতিক তারের সম্পর্কে বইয়ের পাতাতেই জানতে পারতেন।

IMG_20200703_203643.jpg

IMG_20200703_212010.jpg

আমারা মাঝে মাঝেই অনেক ব্যক্তিকে, তার ঝেড়া বলে তাচ্ছিল্য করি। তার বিষয়টা আমাদের বাস্তব জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে আমরা আমাদের মস্তিষ্কের নিউরনকে তারের সাথে তুলনা করি। তবে আজকে আমার বিজ্ঞানি নিকোলা টেসলাকে খুব বেশি মনে পড়ছে। তিনি বেঁচে থাকলে হয়তো, শুধু তারহীন বিদ্যুৎ না, আমরা তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা, তারহীন ইলেকট্রিক মিডিয়া এবং তারহীন টিএনিটি ব্যবস্থা। যাই হোক অতীতকে নিয়ে আর টানা হেচড়া না করি। বর্তমানে আসা যাক। আমাদের দেশের সম্পূর্ণ বৈদুতিক ব্যবস্থাই সংযুক্ত তারের উপরেই নির্ভরশীল এটা শুধু আমাদের দেশের ক্ষেত্রেই নয়, সমগ্র পৃথিবী ব্যাপী একই ব্যবস্থা। শুধু মাত্র ধরনটা আলাদা।

IMG_20200703_211741.jpg

IMG_20200703_211802.jpg

আধুনিক পৃথিবীতে সাচ্ছন্দ্যময় জীবন যাপনের জন্য বিদ্যুৎ, ডিস, ইন্টারনেট,টিএনটি সংযোগ অপরিহার্য। বর্তমানে আমরা শহরবাসি একদিন ভাত খেয়ে না থাকতে পারব কিন্তু কিন্তু বিদ্যুৎ, ডিস সংযোগ এবং ইন্টারনেট সংযোগ ছাড়া একদিনেও চলতে পারবো না। তাই শহরবাসিকে উক্ত সুবিধা গুলো প্রদানের লক্ষ্যে বেসরকারিভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। তাই আমাদের এই চির চেনা ঢাকা শহরকে কেন জানি তারের রাজ্য বলে মনে হয়।
IMG_20200703_234708.jpg

IMG_20200703_234743.jpg

ইন্টারনেট এবং ডিস সংযোগ প্রদানকারী এইসব বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তাদের সেবার সংযোগ স্থাপনের লক্ষ্যে শহরের গলির রাস্তাদের কথা বাদেই দিলাম, শহরের প্রধান সড়কের ফুটপাতকেও তারা বিন্দু মাত্র ছাড় দেয় নাই। তারা নিজেদের উদ্দ্যেগে তার সংযোগের জন্য কোন প্রকার মজবুত খুটির ব্যবস্থা করেন না। সরকারি উদ্দ্যেগে যে সব বৈদুতিক খুটি বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়, বেসরকারি ইন্টারনেট এবং ডিস ব্যবসায়িগন সেই সব খুটি ব্যবহার করে, তারা ইন্টারনেট এবং ডিস সুবিধা গ্রাহকদের কাছে সরবরাহ করে থাকেন। এর ফলস্রুতিতে শুধু ঢাকা না বাংলাদেশের প্রতিটি শহরের রাস্তার ফুটপাতগুলোয় যথারীতি তারের মেলা বসে গেছে। শহরের রাস্তার মোড়ের বৈদুতিক খুটি গুলোর দিকে তাকালে প্রথম পর্যায়ে সেটাকে বৈদ্যুতিক খুঁটি হিসাবে চিনকে অনেকের ভুল হতে পারে। হঠাৎ দেখে মনে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওয়ার্ক স্টেশন অথবা খুটিকে সাপোর্ট দেয়ার জন্য মোটা তারের ব্যবস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করতে পারে নাই তাই শতাধিক তার একত্রে সংযুক্ত করে খুটিটাকে সাপোর্ট দেয়া হচ্ছে। কিন্তু বাস্তব চিত্রটা তার ঠিক উল্টা।

IMG_20200703_211503.jpg

IMG_20200703_211547.jpg

বৈধ না অবৈধ বলবো বুঝতে পারছি না, যাই হোক আমি বৈধই বলছি এবং বৈধ বলার পিছনে একটা কারন ও আছে। কারনটা হচ্ছে, বেসরকারিভাবে যারা ইন্টারনেট এবং ডিস সংযোগের ব্যবসা করে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকারদলীয় সদস্য। অর্থাৎ তারা সরকারদলীয় রাজনৈতিক দলের সাথে সরাসরি সংযুক্ত, তাই তারা তার সংযোগের মাধ্যমে দেশ ও জনগনকে বহাল তবিয়তে সেবা প্রদান করে যাচ্ছে। যেহেতু তারা সরকারদলীয় রাজনৈতিক কার্যকালাপে সংযুক্ত তাই তাদের এই তার সংযোগ শতভাগ বৈধ। ক্ষমা করবেন লেখার প্রথমের দিকে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান বলার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বর্ননা দিতে চাচ্ছি না। কারন এই বিষয়গুলো আমাদের কারও অজানা নয়।

IMG_20200703_211650.jpg

IMG_20200703_211625.jpg

বাস্তব চিত্রটা কেন উল্টো বলালাম জানেন। একটা বৈদ্যুতিক খুটি একটা নির্দিষ্ট পরিমান লোড নিতে পারবে। যখন একটা খুটির সাথে কয়েকশত তারের বান্ডিল ঝুলিয়ে দেয়া হয়, স্বভাবতই খুটিটাকে কার ধারন ক্ষমতার চেয়ে অধিক ভাড় এবং বহুমুখি টান সহ্য করতে হয়। এসব সংযুক্ত তারের দিক যদি বৈদ্যুতিক তারের বিপরীত মুখি হয়, তাহলে রাস্তার মোড়ের এসব খুটি সত্যই আমাদের জন্য খুবই বিপদজনক। শহরের সমগ্র রাস্তা ব্যাপী যথেষ্ট পরিমান খুটি না থাকার কারনে এইসব তার রাস্তার ফুটপাতে ঝুলন্ত অবস্থায় থাকে। যা একদিক থেকে যেমন পথচারীদের জন্য বিপদজনক, অপরদিকে শহরের স্বাভাবিক সৌন্দর্যকে ব্যাপকভাবে প্রভাবিত করছে।

IMG_20200703_211948.jpg

IMG_20200703_212206.jpg

IMG_20200703_211845.jpg

পৃথিবীর উন্নত দেশ গুলোর দিকে যদি আমরা একটু আলোকপাত করি, তাহলেই আমরা ঠিক বুঝতে পারব আমাদের সমস্যাটা ঠিক কোথায়। একটি শহরের জন্য সঠিক পরিকল্পনার অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, পরিমান মতো অর্থের যোগানের অভাব, না আমাদের জাতীয় নানাবিধ সমস্যার কাছে এইসব অতি তুচ্ছ বিষয় নিয়ে সময় এবং অর্থের ব্যয় করাটা শোভনীয় নয়, না অামাদের চিন্তাটাই নোংরা, যার কারনে দেশের সবচেয়ে প্রধান শহরহগুলোকে ঝুলন্ত তারের শহর বানিয়ে রেখেছি এবং এটাই হয়তোবা আমাদের কাছে সুন্দর লাগে।



0
0
0.000
10 comments
avatar

সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন ভাইয়া, যাইহোক ভালো লিখেছেন ।

0
0
0.000
avatar

ধন্যবাদ ভাই। এই পোস্টার মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি যে, আমরা বড় বড় সমস্যাগুলোর পিছন পিছন ছুটে, ছোট খাটো সমস্যাগুলোকে এড়িয়ে যাই, পরবর্তিতে এই সমস্যাগুলোই বিরাট আকার ধারন করে।

0
0
0.000
avatar

বুঝতে পেরেছি ভাই

0
0
0.000
avatar

সুন্দর লিখেছেন। আসলেই আমাদের এই অবস্থার উন্নতি দরকার।

0
0
0.000
avatar

Congratulations @shadonchandra! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 6000 upvotes. Your next target is to reach 7000 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000
avatar

This post earned a total payout of 10.124$ and 5.062$ worth of author reward that was liquified using @likwid.
Learn more.

0
0
0.000