সময় নিজের মতো অতিবাহিত হয় আর খরচ হই আমরা।

avatar
(Edited)

আমি দেখেছি কোন এক পরিবারে কোন এক সদস্যকে হারিয়ে যেত আবার সেই সময়ে আমি দেখেছি কোন পরিবারে নতুন কোনো সদস্য আসতে। আমি এটাও দেখেছি 2018 সালে কেউ একজন চাকরি হারিয়ে সেই মানুষটাকে 2019 এ নতুন করে চাকরি পেতে। কথায় আছে না সময় কারো জন্য অপেক্ষা করে না এবং ক্ষমতাশীল যোদ্ধাদের মধ্যে সময় অন্যতম। কেউ একজন নিজের প্রেম হারিয়ে আবার নতুন করে প্রেম খুঁজে পেল। এভাবেই সময়ের সাথে জীবনের পরিবর্তনের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি আমরা। আরে পাওয়া না-পাওয়ার খেলার মধ্যে আরো ঘটতে থাকে জীবনের অনেক পরিবর্তন। এই হিসেবে জীবন এবং সময় সেরা শিক্ষক ছারা আর কিছু হতে পারে বলে মনে হয় না।

IMG_20201229_165647.jpg

কারণ জীবন শেখায় সময়টা কিভাবে ব্যবহার করতে হয় এবং সময় আমাদেরকে শিখায় জীবনটা কতটুকু মূল্যবান। আমি ভাবি জীবনের পরিবর্তনের সাথে সাথে সময়ের মাধ্যমে জীবনে যদি ভালো কিছু এসে যুক্ত হয় তাহলে আমরা ভুলে যাই যে, খারাপ এবং ভালো কিছুটা ধারাবাহিকতার সাথে চলে। এবং এই পরিবর্তনের সাথে জীবনে যদি খারাপ কোন কিছু যুক্ত হয়, জীবনের এই সুদকষা কষি করতে গিয়ে ভুলে যাই জীবনের সময় টাও কিন্তু বেশ অল্প। তাই জীবনে পরিবর্তনের সাথে জীবনের রাগ, জ্বালা যন্ত্রণা, পিরন নিপিরন এগুলো ভিতর জমিয়ে রাখার কারণ তো খুব বেশি একটা দেখতে পাই না। কারণ গতকাল যেটা হারিয়েছ সেটা যে কাল এসে উপস্থিত হবে না সেটারও কোন সম্ভাবনা নেই সেটা তো কেউ বলতে পারবেনা।

এই জীবনে যতটুকুই ভালো সময় নিজের জন্য আসেন সে সময়টুকু উপভোগ করুন অহংকারী হয়ে সেই সময়টুকু নষ্ট করে দিবেন না। কারণ আমরা সব ভালো সময় পা দেই খারাপ সময় মোকাবেলা করার মাধ্যমে। জীবনে তো এখনো অনেক কিছু বাকি সুন্দর কাপড় পড়া বাকি, ভালো খাওয়া-দাওয়া করা বাকি, এবং জীবনের কিছু স্বপ্নের জায়গায় ঘুরে আসার সময়ও বাকি। তাই যতক্ষণ নিঃশ্বাস আছে নিজের সময় গুলো সুন্দর ভাবে কাটানোর চেষ্টা করুন। যেমন সুখী সময়গুলোকে নিজের মধ্যে আগলে ধরে রাখেন তেমন কষ্টের সময় কাজে লাগিয়ে নিজেকে তৈরি করুন। জীবনের নতুন নতুন সব কিছু শিখুন নিজেকে তৈরি করুন এবং অন্য কেউ সেখান।

এভাবেই তো আমরা সময়ের সাথে নিজেকে খরচ করছি। এখন আপনি নিজেকে কিভাবে সময়ের সাথে মানিয়ে নেবেন সেটাতো একান্ত আপনার ব্যাপার। আপনি কষ্টের মাধ্যমে প্রতিটা সময় অতিবাহিত করবেন নাকি সুখের মাধ্যমে শেষ নিশ্বাস পর্যন্ত সময় গুলোকে উপভোগ করবেন। জীবনের সময়ের মধ্যে যদি কখনো কষ্ট আসেন তাহলে কখনো সময়কে দৌড় দিবেন না কারণ এই কষ্ট অতিক্রম করার পরেই সুখের দিন তা পাবেন সেটার মূল্য জীবনে কেউ দিতে পারবে না। সময় আমাদের শিক্ষা দিয়ে যায় সময় কি কিভাবে ব্যবহার করতে হবে আপনি কিভাবে সময়ের সাথে নিজেকে তৈরি করবেন।

তাই নিজেকে সময়ের মধ্যে খারাপ ভাবে খরচ করে দেওয়ার থেকে সুন্দরভাবে অনুভব করে সেই সময়টাকে নিজের মধ্যে ধরে রেখে জীবন পার করাটাই মূল্যবান হবে নিজের জন্য। সময় এবং জীবনের শিক্ষনীয় ব্যপারগুলো আয়ত্ত করতে হবে নিজের মধ্যে। আমরা কখন কি করতে হবে কোন সময়ে সেটা নিজের মধ্যে তৈরি করতে হবে তাহলেই আমরা ভালো একটি সময়ের অপেক্ষা করব এবং নিজের জীবনটাকে সময়ের সাথে সুন্দর ভাবে কাটাতে পারব।

There was a lot of love for everyone in the community. I will always pray that everyone will be well by the grace of God. And you will all pray for me and my family

And a few words about me

My name is Sharmin. I have completed Diploma Engineering from a government college. I have completed Diploma in Civil Technology. I occasionally try to write something on my own, and I love drawing. And I'm trying to make my drawings better.

I wish you all good health. If there is any mistake, you will be forgiven..



0
0
0.000
1 comments