পরিপূর্ণ ভালোবাসা

avatar
(Edited)

এই উঠছো? সকাল হয়ে গেছে অফিসে যেতে হবে তো। বলেই রুমের ভিতরে ঢুকে পরলো অনামিকা। উম, উঠছি বলে মাথা মুথা ঢেকে আরো আরাম করে বালিশের মধ্যে মুখমন্ডলটি গুঁজে নিল। খুব অলস হয়ে গেছো, দাঁড়াও দেখাচ্ছি মজা বলেই গায়ের কাঁথাটি টান দিয়ে সরিয়ে নিতেই নিচের ছোট্ট কাপড়টি ছাড়া আর বাকি কিছুই দেখা যাচ্ছে না। ভিতরের অস্ত্রটিও মনে হচ্ছে তাক করে আছে অনামিকার দিকে। বিপ্লব হালকা উভুর হতেই ফর্শা প্রসস্ত বুকে বাল গুলো চিকচিক করছে। অনামিকার হাত ধরে টান দিয়ে নিজের প্রসস্থ বুকের উপর টেনে নিল বিপ্লব। সিকার নিজে নিজেই ধরা দিলে কি আর করার আছে সিকারীর বলেই এলোপাথাড়ি চুমু খেতে লাগলো বিপ্লব। অনামিকা ওষ্ঠ দয় বিপ্লবের ওষ্ঠাধর এর কাছে নিয়ে হালকা স্পর্শ করেই বলতে লাগলো কাল মধ্য রাত হতেই বন্দুকের গুলি চালাচ্ছো এখনো শেষ হয় নিই! এতো গুলি পাচ্ছো কই? নাকি এক দিনেই গোডাউন খালি করে দেবে বলতেই পিনো আম্মু বলে ডাক দেয়। 'ছেড়ে দে শয়তান ছেড়ে দে' বলেই অনামিকা বুকে দু তিনটা কিল ঘুসি মেরেই উঠে পরলো। দু কদম এগিয়ে আবার ফেরত আসে সজরো বিপ্লবের ওষ্ঠে কয়েক সেকেন্ডের চুম্বন দিয়েই দৌড় দিল অনামিকা। বিপ্লব হালকা মাথা নাড়িয়ে মুখ দিয়ে ফুশ করে পাগলিটা বলেই উঠে পরলো।

পিনো ও কোকো তাদের দুটা সন্তান। দুজনেই জমজ বয়স তাদের ৫ বছর। তাদের দুজনেই আবার সকাল সকাল মায়ের সাথেই উঠে পরে। পিনো ও কোকো ছিল ল্যাটিন বিপ্লবী গ্যারিলা যোদ্ধা। তারা দুজনেই তাদের মেধা দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। আবার আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুই সন্তানের ডাক নাম পিনো ও কোকো। ছোট ছেলে আরাফাত রহমানের ডাক নাম কোকো জানলেও তারেক রহমানের নাম যে পিনো সেটা অনেকেই জানে না। ওনার বাবা জিয়াউর রহমান ও সেই ল্যাটিন বিপ্লবীদের নাম অনুসারেই পিনো ও কোকো নাম রেখেছিল।

পিনো ও কোকো সহ তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। ভালোবাসায় ভরপুর ছিল। অনামিকা তার ভালোবাসা ও সরল্যমনা বৈশিষ্ট্য দিয়েই স্বপ্নাকে সম্পূর্ণ রূপে বিপ্লবের মন থেকে সরাতে না পারলেও নিজে যে সেই জয়গা দখল করে নিয়েছে তাতে কোন সন্দেহ নেই। অনামিকাও হয়তো চাইতো না স্বপ্নাকে বিপ্লব পুরোপুরি ভূলে যাক সেটা বোঝা যায় তাদের রুমে বিপ্লব ও অনামিকার ছবিটি এখনো পশ্চিম দেওয়ালে ফ্রেমবন্দি হয়ে আছে।

বিপ্লব তার ফোন রেখে সাওয়ার করতে গেলে অনামিকা ফোন হাতে নিয়ে দেখতে পায় একটি মেসেজ সামনে ভাষছে। বিপ্লব প্রায় মেসেজটিতে চোখ বুলিয়ে নেয়। অনামিকা মৃদু হেসে একটু লজ্জাও পায়। কি বেহায়াদের মত ৭ বছর আগে সে নিজেই বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল বিপ্লবকে। মেয়েরা কি কখনো নিজেই এভাবে প্রস্তাব দেয়? এই প্রশ্নটা তার মাথায় আসলেই লজ্জায় মুখ লাল করে ফেলে। সে একবার ভালোবাসা হাঁড়িয়ে দ্বিতীয় বার ব্যর্থ না হওয়ার ভয়ে তাকে চরম বেহায়া বানিয়ে দিয়েছিল। অনামিকা নিজেই নিজেকে সান্তনা দেয় ভালোবাসায় সবেই জায়েজ।

ইতিমধ্যেই বিপ্লব রুমে ঢুকতেই দেখে অনামিকা ফোন হাতে কি যেন দেখে হাসছে। কি বেপার খুব খুশি মনে হচ্ছে? বিপ্লবের উপস্থিতি বুঝতে পেরে ফোনটা রেখে দিয়ে কই না তো? এ আর নতুন কি এরকম আরো বহুবার হয়েছে। বিপ্লব মনে করে এই মেসেজটি তার ভালোবাসাকে রিফিল করে। তাই তো সাতটি বছর পরেও তাদের ভালোবাসা সজীব চির সবুজ।

বিপ্লব বিয়ের আগের দিন পর্যন্ত ও জানতো না যে অনামিকা তাকে স্বপ্নারও আগে থেকেই ভালোবাসে। পরে যখন জানতে পারে, বিপ্লব কথা দেয় আগের বকেয়া ভালোবাসাটুকুও অনামিকাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিবে।

এভাবেই চলছিল তাদের সুখের সংসার। তারা দুজনেই প্রাথর্নাতে দোয়া করে তাদের পরিবার যেন সব সময় এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে। কোন কালো ছায়া যেন তাদের গ্রাস না করে।

প্রতিদিনের মতোই সকাল হলো বিপ্লব অফিসে চলে গেছে। পিনো ও কোকো দুজনেই রুমের মধ্যে খেলছে। অনামিকা রান্নাঘরে মনোযোগ দিয়ে রান্না করছে। আর গুনগুন করছে -

ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি

এমনি তার কাজে আর গানের বাধ বাজলো কলিং বেল। কলিং বেলটাও বড্ড বজ্জাত। কাজের সময় টং টং শুরু করে। বিরক্তি নিয়ে দরজা খুলতেই সে নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিল না। আকাশ ভেঙ্গে মাথায় পরে অনামিকার। সাথে সাথেই সে আবিষ্কার করছে তার পায়ের নিচে মাটি নেই। নিমেষেই সে হিতাহিত জ্ঞান হাড়িয়ে ফেলে।

দরজা খুলতেই সে কি এমন দেখলো ?

images (3).jpeg

Source



0
0
0.000
1 comments
avatar

Congratulations @steemitwork! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You got more than 800 replies.
Your next target is to reach 900 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Hive Tour Update - Governance
Support the HiveBuzz project. Vote for our proposal!
0
0
0.000