সততা, দক্ষতা ও ধৈর্য

avatar
(Edited)

আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সততা ও দক্ষতা সফলতার এক মাত্র পথ। হয়তো সময় লাগতে পারে সফলতা নিজের ঝুলিতে তুলার জন্য, অনেক কষ্ট সহ্য করতে হতে পারে সফলতা ভোগ করার জন্য। অনেক বাঁধা আসতে পারে সফলতার চূড়ায় পৌছাতে।

যে কোন প্রতিকূলতায় সততা, দক্ষতা ও ধৈর্য্য এক মাত্র পুঁজি। সততা ও দক্ষতার সাথে ধৈর্য্য অতপ্রতো ভাবেই জড়িত।

আমাদের ইসলামে ধৈর্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিপদে আপদে ধৈর্য ধারন করতে বলেছে।

"ইন্নাল্লাহা মা আস সাবিরিন।
অর্থ, নিশ্চয় মহান আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন।"

হে মু'মিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে আছেন।

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
সূরা নম্বরঃ ২, আয়াত নম্বরঃ ১৫৩

ফেসবুকে একটা ভিডিও প্রায় সাজেস্টে চলে আসতো। আমি সব সময় ইগনর করতাম। কালকে জুম্মার নামাজের পর দুপুরের খাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম। ভালো লাগছিল না তাই ফেবুকে ঢুকতেই আবার সেই ভিডিও টি সামনে হাজির। আমার একজন পরিচিত সেখানে কমেন্টস করায় আমার সামনে চলে এসেছে।

Rj kebria এক ব্যাক্তির সাক্ষাতকার নেন। ভিডিওট ছিল ১ ঘন্টা ১০ মিনিট ৪৪ সেকেন্ডের। আমি এতো বড় ভিডিও দেখে এড়িয়ে যাওয়ার কথা ভাবলেও গেলাম না। ভাবলাম অল্প একটু দেখি ভালো না লাগলে কেটে পরবো।

ভিডিওটি দেখতে দেখতে সম্পূর্নটিই দেখে ফেলেছি। তার জীবনের সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত যা ঘটেছে তা সব লজ্জা শরমের মাথা খেয়ে অপকটে সবার সামনে দ্ব্যর্থহীন কন্ঠে বলেছেন। কারণ তার প্রতিটি অপমান জনক ঘটনা ওনার সফলতার এক একটা ভিত্তি ছিল।

খানকায় ঘুমন্ত অবস্থায় দুষ্ট লোকেরা তার সকল পরনের কাপড় খুলে নিয়েছিল। এটাও যেমন তার সফলতার ভিত্তি ছিল ঠিক তেমনিই তার বড় ভাইয়ের কাছে পেটের ক্ষুধার জ্বালায় প্রথমবার হাতে পেতেও কিছু না পেয়ে ঘুরে আসাটাও তেমন ভিত্তি ছিল। রাস্তায় একা পেয়ে পুলিশ অফিসারের খারাপ কাজের অফার পাওয়া যেমন ভিত্তি ছিল ঠিক তেমনি ভিখারির ১৫ টাকা নিয়ে বাসায় ফিরে আসা আর এক ধনী ব্যাক্তির বিশ্বাস অর্জনের কারনে ২২ লক্ষ টাকা ধার পাওয়াটাও তার ভিত্তি ছিল। আমরা কথায় কথায় বলি শোক কে শক্তিতে রূপান্তরের কথা। কিন্তু এই ব্যাক্তি তা করে দেখিয়েছেন।

ক্ষুধা, অপমান, তিরস্কার সব কিছুই তার সফলতার এক একটা সিঁড়ি। ধৈর্য্যের সাথে যে কোন সমস্যাকে মোকাবিলা করেছে।

পেটে প্রচন্ড ক্ষুধা ও অভাব তার সততাকে টোকা পর্যন্ত দিতে পারে নিই। তার এই সততার আর তার দক্ষতা সংমিশ্রণে হয়ে ওঠেন তিনি কোটি কোটি টাকার মালিক। ওনার কৃতজ্ঞতা বোধেই আজ সবার অনুপ্রেরণার বাতি ঘর হয়ে সবাইকে আলো দিচ্ছে।

আমরা হলে কি করতাম? ধৈর্য্য হারা হয়ে যেতাম। অসৎ উপায়ে টাকা উপার্জনের চেষ্টা করতাম। কাউকে টুপি দিতে মানে ধোঁকা দেওয়ার চেষ্টা করতাম। না হলে অবৈধ কাজকে জায়েজ করার চেষ্টা করতাম।

আমরা কিন্তু প্রতিনিয়তই নিজের স্বার্থের জন্য বা নিজেকে একটু ভালো রাখার জন্য কোন না কোন ভাবে খারাপ কাজ করেই যাচ্ছি।
Screenshot_20200829144924_Facebook.jpg

আপনারা ভিডিওটি কেউ দেখতে চাইলে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন।



0
0
0.000
2 comments
avatar

Congratulations @steemitwork! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You got more than 700 replies. Your next target is to reach 800 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Hive Power Up Day - The countdown is ticking
Hive Power Up Day - Let's grow together!
0
0
0.000